গোলাপগঞ্জ প্রতিনিধি
ঘূর্ণিঝড় অশনির প্রভাবে দুই দিন ধরে গোলাপগঞ্জ উপজেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে দুর্ভোগে পড়েছেন ঢাকাদক্ষিণ ইউনিয়নের বাসিন্দারা।
জনগুরুত্বপূর্ণ ঢাকাদক্ষিণ বাজারের কয়েকটি সড়কে হাঁটুপানি জমে গেছে। এ কারণে বন্ধ রয়েছে বেশির ভাগ দোকানপাট। দোকানপাট খুললে ভেতরে ঢুকে যাচ্ছে পানি। সেই সঙ্গে সড়কে চলাচলকারীরাও পড়েছেন ভোগান্তিতে।
গতকাল বুধবার সকালে ঢাকাদক্ষিণ বাজারে গেলে দেখা যায় এমন চিত্র। স্থানীয় বাসিন্দারা পানি ভেঙে চলাচল করছেন।
জানা গেছে, ঢাকাদক্ষিণ বাজার দিয়ে বয়ে যাওয়া কাকেশ্বর নদী দখল করে স্থানীয় কতিপয় ব্যক্তি দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা তৈরি করেছে। এক সময় এ নদী দিয়ে নৌকায় মালামাল বহন করতেন ঢাকাদক্ষিণ বাজারের ব্যবসায়ীরা। বর্তমানে এ নদী মরা খালে পরিণত হয়েছে।
নদীতে পানি বের হওয়ার ব্যবস্থা না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে এমন ভোগান্তি পোহাতে হয় জনসাধারণ ও ব্যবসায়ীদের। সামান্য বৃষ্টি হলে পানি সড়কে হাঁটুপানি হয়ে যায়। বন্ধ রাখতে হয় দোকানপাট।
গতকাল বুধবারের পানিতে ঢাকাদক্ষিণ ডাকবাংলো মাঠ, দত্তরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজ রাস্তা, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়। কাকেশ্বর নদী দখল ও পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকাকেই দায়ী করছেন সচেতন ব্যক্তিরা।
স্থানীয় বাসিন্দারা বলেন, এ দুর্ভোগ প্রতি বছর পোহাতে হয়। গত মঙ্গলবার রাতের বৃষ্টিতে সড়কে হাঁটু সমান পানি। পুরো বর্ষা মৌসুম এভাবে কাটাতে হবে।
তাঁরা জানান, কিছু অবৈধ দখলদার কাকেশ্বরী নদী দখল করে ঘর-বাড়ি, দোকানপাট তৈরি করেছে। কাকেশ্বরী নদী এখন মরা খালে পরিণত হয়েছে। নদী থাকতে এমন দুর্ভোগ পোহাতে হতো না।
কাকেশ্বর নদী রক্ষায় সোচ্চার ব্যক্তি সাহেদ আহমদ বাদশাহ বলেন, দুঃখজনক হলেও সত্য। দীর্ঘদিন ধরে এক সময়ের খরস্রোতা কাকেশ্বর নদী সরু খালে পরিণত হয়েছে। কিন্তু এ ব্যাপারে কেউই এগিয়ে আসছেন না। কাকেশ্বর নদী দখল মুক্ত করে জনদুর্ভোগ লাঘব করতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আব্দুর রহিম বলেন, ‘আমি এ বিষয়ে কয়েকবার উদ্যোগী হয়েও বিভিন্ন কারণে কাজ শেষ করতে পারিনি। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দুর্ভোগের মধ্যে থাকেন শিক্ষার্থীসহ ব্যবসায়ীরা।
ঘূর্ণিঝড় অশনির প্রভাবে দুই দিন ধরে গোলাপগঞ্জ উপজেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে দুর্ভোগে পড়েছেন ঢাকাদক্ষিণ ইউনিয়নের বাসিন্দারা।
জনগুরুত্বপূর্ণ ঢাকাদক্ষিণ বাজারের কয়েকটি সড়কে হাঁটুপানি জমে গেছে। এ কারণে বন্ধ রয়েছে বেশির ভাগ দোকানপাট। দোকানপাট খুললে ভেতরে ঢুকে যাচ্ছে পানি। সেই সঙ্গে সড়কে চলাচলকারীরাও পড়েছেন ভোগান্তিতে।
গতকাল বুধবার সকালে ঢাকাদক্ষিণ বাজারে গেলে দেখা যায় এমন চিত্র। স্থানীয় বাসিন্দারা পানি ভেঙে চলাচল করছেন।
জানা গেছে, ঢাকাদক্ষিণ বাজার দিয়ে বয়ে যাওয়া কাকেশ্বর নদী দখল করে স্থানীয় কতিপয় ব্যক্তি দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা তৈরি করেছে। এক সময় এ নদী দিয়ে নৌকায় মালামাল বহন করতেন ঢাকাদক্ষিণ বাজারের ব্যবসায়ীরা। বর্তমানে এ নদী মরা খালে পরিণত হয়েছে।
নদীতে পানি বের হওয়ার ব্যবস্থা না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে এমন ভোগান্তি পোহাতে হয় জনসাধারণ ও ব্যবসায়ীদের। সামান্য বৃষ্টি হলে পানি সড়কে হাঁটুপানি হয়ে যায়। বন্ধ রাখতে হয় দোকানপাট।
গতকাল বুধবারের পানিতে ঢাকাদক্ষিণ ডাকবাংলো মাঠ, দত্তরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজ রাস্তা, ঢাকাদক্ষিণ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়। কাকেশ্বর নদী দখল ও পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকাকেই দায়ী করছেন সচেতন ব্যক্তিরা।
স্থানীয় বাসিন্দারা বলেন, এ দুর্ভোগ প্রতি বছর পোহাতে হয়। গত মঙ্গলবার রাতের বৃষ্টিতে সড়কে হাঁটু সমান পানি। পুরো বর্ষা মৌসুম এভাবে কাটাতে হবে।
তাঁরা জানান, কিছু অবৈধ দখলদার কাকেশ্বরী নদী দখল করে ঘর-বাড়ি, দোকানপাট তৈরি করেছে। কাকেশ্বরী নদী এখন মরা খালে পরিণত হয়েছে। নদী থাকতে এমন দুর্ভোগ পোহাতে হতো না।
কাকেশ্বর নদী রক্ষায় সোচ্চার ব্যক্তি সাহেদ আহমদ বাদশাহ বলেন, দুঃখজনক হলেও সত্য। দীর্ঘদিন ধরে এক সময়ের খরস্রোতা কাকেশ্বর নদী সরু খালে পরিণত হয়েছে। কিন্তু এ ব্যাপারে কেউই এগিয়ে আসছেন না। কাকেশ্বর নদী দখল মুক্ত করে জনদুর্ভোগ লাঘব করতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আব্দুর রহিম বলেন, ‘আমি এ বিষয়ে কয়েকবার উদ্যোগী হয়েও বিভিন্ন কারণে কাজ শেষ করতে পারিনি। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দুর্ভোগের মধ্যে থাকেন শিক্ষার্থীসহ ব্যবসায়ীরা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে