Ajker Patrika

বেডে ঠাঁই নেই, বারান্দা-মেঝেতেও রোগীর ভিড়

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১০: ৪১
বেডে ঠাঁই নেই, বারান্দা-মেঝেতেও রোগীর ভিড়

ঝিনাইদহে হঠাৎ বেড়ে গেছে ডায়রিয়ার প্রকোপ। শুরুর দিকে জেলা শহরে আক্রান্ত বেশি হলেও বর্তমানে বিভিন্ন উপজেলা থেকেও শত শত ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভিড় করছেন সদর হাসপাতালে। গত ১৯ দিনে সেখানে ডায়রিয়ার চিকিৎসা নিয়েছেন ৮৭২ জন। গতকালও ভর্তি ছিলেন ১১৩ জন। এরই মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এক মাদ্রাসাছাত্রের মৃত্যুও হয়েছে।

গতকাল সকালে সদর হাসপাতালে গিয়ে ডায়রিয়া রোগীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। রোগীর তুলনায় বেড সংখ্যা কম থাকায় অনেককেই মেঝেতে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। জনবলসংকটের কারণে রোগী সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

সদর হাসপাতালে ভর্তি এক রোগীর স্বজন সাইদুর রহমান বলেন, ‘দুই দিন আগে বড় ভাই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে সদর হাসপাতালে আনলে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি করি। এখন কিছুটা ভালো আছেন।’ তিনি আরও জানান, তাঁর বাড়ির আশপাশে আরও অনেকে এ রোগে আক্রান্ত হয়েছেন।

হরিণাকুণ্ডু উপজেলা থেকে আসা হাসানুজ্জামান নামের এক রোগীর স্বজন বলেন, ‘আমাদের পরিবারেরই তিনজন অসুস্থ হয়েছে। পরশু রাতে তাঁদের হাসপাতালে ভর্তি করেছি। এখনো সুস্থ হননি।’

ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন জানান, এখন পর্যন্ত ডায়রিয়া সংক্রমণ কমার কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না। সংক্রমণের সঠিক কারণ জানতে এবং চিকিৎসার সুবিধার্থে ঢাকা থেকে উচ্চতর গবেষক দল এখানে আসা প্রয়োজন। সে ক্ষেত্রে তারা ফলাফল জানালে চিকিৎসা প্রদান ও রোগ নিয়ন্ত্রণ অনেক সহজ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত