ময়মনসিংহ প্রতিনিধি
নান্দাইলে ছিনতাইয়ে বাধা দেওয়ায় মোশারফ হোসেন নামে এক অটোরিকশাচালককে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা শাখা কার্যালয়ে তাঁদের গ্রেপ্তারের কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম।
একজন আসামির ফেলে যাওয়া জুতা ও অপরজনের গেঞ্জির মাধ্যমে শনাক্ত করে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃত সবাই উচ্চশিক্ষিত বলেও জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন জেলার নান্দাইল উপজেলার মো. শাহ জালাল সিকদার, মো. শান্ত মণ্ডল, মো. আশরাফুল ইসলাম ওরফে মানিক ও মো. মনির উদ্দিন। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে জেলার ঈশ্বরগঞ্জ ও গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম বলেন, গত বছরের ২ নভেম্বর প্রতিদিনের মতো মোশাররফ হোসেন নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার বটতলা বাজার থেকে গ্রেপ্তারকৃত চারজন রোগী নেওয়া লাগবে বলে ৩০০ টাকায় অটোরিকশা ভাড়া করেন। তাঁরা নান্দাইলের নধী হাজীপুর আমের মোরাটি বাজার এলাকায় নিয়ে যান।
সেখানে ছিনতাইকারীরা অটো রাস্তায় রেখে বাড়ি থেকে রোগী আনতে মোশারফকে জোরাজুরি করে জানিয়ে পুলিশ সুপার বলেন, মোশারফ বিষয়টি বুঝতে পেরে বাড়িতে যেতে রাজি হননি। পরে তাঁদের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসলে মোশারফকে তাঁরা ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করেন।
স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে মোশারফকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ সময় তাঁরা একজনকে ধরতে গেলে পরনের গেঞ্জি ফেলে এবং আরেকজন পায়ের জুতা রেখে পালায়। পরে অটোরিকশাটি ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে ফেলে চাবি মাটিতে পুতে রেখে যায় চক্রটি।
রায়হানুল ইসলাম আরও বলেন, গ্রেপ্তারকৃতরা অভাবের তাড়নায় অটোরিকশা ছিনতাইয়ের পথ বেছে নেয় বলে জানিয়েছে। চারজনের মধ্যে তিনজনই উচ্চ শিক্ষিত। এর আগে তাঁরা কোনো অপরাধে জড়িত ছিল না। তারা হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
জেলা গোয়েন্দা শাখার ওসি সফিকুল ইসলাম বলেন, নিহত মোশাররফ হোসেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের মো. সুলতান উদ্দিন সুলতু মিয়ার ছেলে। এ ঘটনায় গত বছরের ৫ নভেম্বর নিহতের সুলতান উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা করেন। পরে জেলা গোয়েন্দা শাখা মামলাটির তদন্তভার পেলে চারকজনকে গ্রেপ্তার করে।
ওসি সফিকুল ইসলাম আরও বলেন, অপরাধীদের ধরতে তেমন কোনো ক্লু পাওয়া যাচ্ছিল না। তাই পুলিশের জন্য অপরাধীদের ধরা কঠিন হয়ে পড়ে। পরে মূলত তাঁদের ফেলে যাওয়া গেঞ্জি ও জুতায় আসামি শনাক্ত করা হয়।
নান্দাইলে ছিনতাইয়ে বাধা দেওয়ায় মোশারফ হোসেন নামে এক অটোরিকশাচালককে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা শাখা কার্যালয়ে তাঁদের গ্রেপ্তারের কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম।
একজন আসামির ফেলে যাওয়া জুতা ও অপরজনের গেঞ্জির মাধ্যমে শনাক্ত করে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তারকৃত সবাই উচ্চশিক্ষিত বলেও জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন জেলার নান্দাইল উপজেলার মো. শাহ জালাল সিকদার, মো. শান্ত মণ্ডল, মো. আশরাফুল ইসলাম ওরফে মানিক ও মো. মনির উদ্দিন। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে জেলার ঈশ্বরগঞ্জ ও গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম বলেন, গত বছরের ২ নভেম্বর প্রতিদিনের মতো মোশাররফ হোসেন নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার বটতলা বাজার থেকে গ্রেপ্তারকৃত চারজন রোগী নেওয়া লাগবে বলে ৩০০ টাকায় অটোরিকশা ভাড়া করেন। তাঁরা নান্দাইলের নধী হাজীপুর আমের মোরাটি বাজার এলাকায় নিয়ে যান।
সেখানে ছিনতাইকারীরা অটো রাস্তায় রেখে বাড়ি থেকে রোগী আনতে মোশারফকে জোরাজুরি করে জানিয়ে পুলিশ সুপার বলেন, মোশারফ বিষয়টি বুঝতে পেরে বাড়িতে যেতে রাজি হননি। পরে তাঁদের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসলে মোশারফকে তাঁরা ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করেন।
স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে মোশারফকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ সময় তাঁরা একজনকে ধরতে গেলে পরনের গেঞ্জি ফেলে এবং আরেকজন পায়ের জুতা রেখে পালায়। পরে অটোরিকশাটি ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে ফেলে চাবি মাটিতে পুতে রেখে যায় চক্রটি।
রায়হানুল ইসলাম আরও বলেন, গ্রেপ্তারকৃতরা অভাবের তাড়নায় অটোরিকশা ছিনতাইয়ের পথ বেছে নেয় বলে জানিয়েছে। চারজনের মধ্যে তিনজনই উচ্চ শিক্ষিত। এর আগে তাঁরা কোনো অপরাধে জড়িত ছিল না। তারা হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
জেলা গোয়েন্দা শাখার ওসি সফিকুল ইসলাম বলেন, নিহত মোশাররফ হোসেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের মো. সুলতান উদ্দিন সুলতু মিয়ার ছেলে। এ ঘটনায় গত বছরের ৫ নভেম্বর নিহতের সুলতান উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে নান্দাইল মডেল থানায় একটি হত্যা মামলা করেন। পরে জেলা গোয়েন্দা শাখা মামলাটির তদন্তভার পেলে চারকজনকে গ্রেপ্তার করে।
ওসি সফিকুল ইসলাম আরও বলেন, অপরাধীদের ধরতে তেমন কোনো ক্লু পাওয়া যাচ্ছিল না। তাই পুলিশের জন্য অপরাধীদের ধরা কঠিন হয়ে পড়ে। পরে মূলত তাঁদের ফেলে যাওয়া গেঞ্জি ও জুতায় আসামি শনাক্ত করা হয়।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৫ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৯ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৯ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৯ দিন আগে