শিপুল ইসলাম, তারাগঞ্জ
তারাগঞ্জ উপজেলায় যাতায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়ক। সামান্য বৃষ্টিতে এ সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বছরের বেশির ভাগ সময়ই এখানে পানি জমে থাকে। ফলে চলাচলের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হয় হাজারো মানুষকে।
সড়কের পানি নিষ্কাশনের জন্য ২০২০ সালে নতুন চৌপথী থেকে কেল্লাবাড়ি পর্যন্ত এক কিলোমিটার সড়কের পাশে প্রায় ১ কোটি টাকা খরচ করে নালা নির্মাণ করা হয়। তবে সেটি কোনো কাজে আসছে না।
পথচারী ও ব্যবসায়ীদের অভিযোগ, সুষ্ঠু পরিকল্পনা ছাড়াই নালা নির্মাণ করায় সড়কে এখন জলাবদ্ধতা আগের থেকে বৃদ্ধি পেয়েছে। সড়ক থেকে নালাটি উঁচু হওয়ায় ময়লা-আবর্জনায় ভরে গেছে। নালা থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টির হলে সড়কে পানি জমে যাচ্ছে।
গতকাল শনিবার ওই সড়কে গিয়ে দেখা গেছে, কাদাপানি জমে একাকার হয়ে গেছে। ঘোলা পানি মাড়িয়ে সড়ক দিয়ে যানবাহন চলাচল করছেন। পথচারীরা কাপড় গুটিয়ে জুতা হাতে চলাচল করছেন।
কথা হয় সড়কের পাশের ব্যবসায়ী মাজেদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘কী কব আর দুঃখের কথা। এটা সড়ক নোয়ায়, ডোবা। সারা বছর এটে পানি জমে থাকে। বৃষ্টির দিন সড়কের পানি দোকানে ঢুকে যায়। নালায় জমে থাকা পানিও খুব দুর্গন্ধ ছড়ায়।’
রিকশাচালক ভুট্টু মিয়া বলেন, ‘সড়কটাত পানি জমা হয়া থাকতে থাকতে মেলা যায়গাত খাইল (গর্ত) হইচে। যে দিন বৃষ্টি হয় সে দিন তিন-চারটা করি ভ্যান খালোত পরি উল্টি যায়। যাত্রী ভিজি যায়, ভ্যানেরও ক্ষতি হয়। সড়কটা নিয়া পেপার পত্রিকাত নেকানেকি হওচে, তাও কায়ও সড়কটা উঁচা বানাওচে না। সড়কটা উঁচা হইলে এটে পানি জমিল না হয়।’
সড়কে জুতা হাতে নিয়ে লুঙ্গি হাঁটুতে তুলে বাজারে যাচ্ছিলেন রহিমাপুর গ্রামের মোস্তফা মিয়া। তিনি আক্ষেপ করে বলেন, ‘বছর বছর সরকার টাকা দিয়া সড়কটা ঠিক করে। কিন্তু কামের কাম কিছুই হয় না। যেই লাউ সেই কদু থাকে। এই সড়কটা উঁচা করি নালা ঠিক করি পান নিষ্কাশনের ব্যবস্থা করলে হামার দুর্গতি কমবে।’
এ সড়কের পাশেই কুর্শা ইউনিয়ন পরিষদ। ইউপি চেয়ারম্যান আফজালুল হক জানান, চার মাস আগে নালাটি ইউনিয়ন পরিষদের তহবিল থেকে পরিষ্কার করা হয়েছে। ফের ময়লা জমে গেছে। সড়কে পানি জমে থাকার বিষয়টি উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটিতে আলোচনা করা হয়েছে। আশা করা যাচ্ছে খুব দ্রুত সমস্যার সমাধান হবে।
জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আহম্মদ হায়দার জামান বলেন, ‘সড়কে জলাবদ্ধতার বিষয়টি জানা আছে। বিষয়টি নিয়ে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটিতে আলোচনা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে বিষয়টি আছে। খুব শিগগিরই এ সমস্যা সমাধান হয়ে যাবে।’
তারাগঞ্জ উপজেলায় যাতায়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়ক। সামান্য বৃষ্টিতে এ সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বছরের বেশির ভাগ সময়ই এখানে পানি জমে থাকে। ফলে চলাচলের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হয় হাজারো মানুষকে।
সড়কের পানি নিষ্কাশনের জন্য ২০২০ সালে নতুন চৌপথী থেকে কেল্লাবাড়ি পর্যন্ত এক কিলোমিটার সড়কের পাশে প্রায় ১ কোটি টাকা খরচ করে নালা নির্মাণ করা হয়। তবে সেটি কোনো কাজে আসছে না।
পথচারী ও ব্যবসায়ীদের অভিযোগ, সুষ্ঠু পরিকল্পনা ছাড়াই নালা নির্মাণ করায় সড়কে এখন জলাবদ্ধতা আগের থেকে বৃদ্ধি পেয়েছে। সড়ক থেকে নালাটি উঁচু হওয়ায় ময়লা-আবর্জনায় ভরে গেছে। নালা থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টির হলে সড়কে পানি জমে যাচ্ছে।
গতকাল শনিবার ওই সড়কে গিয়ে দেখা গেছে, কাদাপানি জমে একাকার হয়ে গেছে। ঘোলা পানি মাড়িয়ে সড়ক দিয়ে যানবাহন চলাচল করছেন। পথচারীরা কাপড় গুটিয়ে জুতা হাতে চলাচল করছেন।
কথা হয় সড়কের পাশের ব্যবসায়ী মাজেদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘কী কব আর দুঃখের কথা। এটা সড়ক নোয়ায়, ডোবা। সারা বছর এটে পানি জমে থাকে। বৃষ্টির দিন সড়কের পানি দোকানে ঢুকে যায়। নালায় জমে থাকা পানিও খুব দুর্গন্ধ ছড়ায়।’
রিকশাচালক ভুট্টু মিয়া বলেন, ‘সড়কটাত পানি জমা হয়া থাকতে থাকতে মেলা যায়গাত খাইল (গর্ত) হইচে। যে দিন বৃষ্টি হয় সে দিন তিন-চারটা করি ভ্যান খালোত পরি উল্টি যায়। যাত্রী ভিজি যায়, ভ্যানেরও ক্ষতি হয়। সড়কটা নিয়া পেপার পত্রিকাত নেকানেকি হওচে, তাও কায়ও সড়কটা উঁচা বানাওচে না। সড়কটা উঁচা হইলে এটে পানি জমিল না হয়।’
সড়কে জুতা হাতে নিয়ে লুঙ্গি হাঁটুতে তুলে বাজারে যাচ্ছিলেন রহিমাপুর গ্রামের মোস্তফা মিয়া। তিনি আক্ষেপ করে বলেন, ‘বছর বছর সরকার টাকা দিয়া সড়কটা ঠিক করে। কিন্তু কামের কাম কিছুই হয় না। যেই লাউ সেই কদু থাকে। এই সড়কটা উঁচা করি নালা ঠিক করি পান নিষ্কাশনের ব্যবস্থা করলে হামার দুর্গতি কমবে।’
এ সড়কের পাশেই কুর্শা ইউনিয়ন পরিষদ। ইউপি চেয়ারম্যান আফজালুল হক জানান, চার মাস আগে নালাটি ইউনিয়ন পরিষদের তহবিল থেকে পরিষ্কার করা হয়েছে। ফের ময়লা জমে গেছে। সড়কে পানি জমে থাকার বিষয়টি উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটিতে আলোচনা করা হয়েছে। আশা করা যাচ্ছে খুব দ্রুত সমস্যার সমাধান হবে।
জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আহম্মদ হায়দার জামান বলেন, ‘সড়কে জলাবদ্ধতার বিষয়টি জানা আছে। বিষয়টি নিয়ে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটিতে আলোচনা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে বিষয়টি আছে। খুব শিগগিরই এ সমস্যা সমাধান হয়ে যাবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৮ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে