তামিমের ব্যাটের অপেক্ষায় এক ভারতীয় ব্যাটার

বোরহান জাবেদ, ঢাকা
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩, ১১: ৩৯
আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৫: ২৪

মাত্রই গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে সিটি ক্লাবের বিপক্ষে জিতে ফিরেছেন। প্যাডও খোলা হয়নি। কাছে গিয়ে কিছুক্ষণ সময় চাইতেই মুখে একটা হাসি ছড়িয়ে দিলেন রবি তেজা। ২৮ বছর বয়সী এই ভারতীয় অলরাউন্ডার প্রথমবার ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলছেন। ৯ ম্যাচে টানা দুই সেঞ্চুরির সঙ্গে এক ফিফটিতে ৪১৫ রান করেছেন। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় গতকালও তাঁর অবস্থান চারে। উইকেট নিয়েছেন ১টি।

বাংলাদেশে সময়টা রবি বেশ উপভোগ করছেন। বিশেষ করে তাঁর দল গাজী গ্রুপ ক্রিকেটার্স নিয়ে গতকাল আজকের পত্রিকাকে বলছিলেন, ‘প্রথমবার ডিপিএল খেলতে এসেছি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের সঙ্গে খুবই উপভোগ করছি। কোচও আমার ভালো লেগেছে। আমি যেসব দলে খেলেছি তার মধ্যে সেরা কোচ বলব তাঁকে।’ ডিপিএলে খেলার মান নিয়ে এমনিতে আলোচনার অন্ত নেই। আম্পায়ারিং নিয়ে তো প্রতি মৌসুমেই বিতর্ক হয়। রবিও হয়তো এমনটাই জেনে এসেছিলেন। তবে বাংলাদেশে এসে ডিপিএল নিয়ে ভালো অভিজ্ঞতাই হচ্ছে রবির, ‘খুবই ভালো লাগছে ডিপিএলে খেলতে পেরে। যথেষ্ট ভালোও করছি। খেলার মান খুবই ভালো। এটা অনেকটা আমাদের প্রথম শ্রেণির মতো। সত্যি কথা বলতে আমি এমনটা আশা করিনি। জাতীয় দলের ক্রিকেটার—সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ ভাই, তামিম ভাইদের দেখে দারুণ লাগছে।’

এর মধ্যে তামিম-মাহমুদউল্লাহর সঙ্গে কথাও হয়েছে রবির। কী আলাপ হয়েছে, সেটা তাঁর কাছ থেকেই শোনা যাক, ‘তামিম ভাই বলেছেন, টুর্নামেন্ট শেষে আমাকে একটা ব্যাট উপহার দেবেন। খেলা নিয়েই বেশি কথা হয়েছে। মাহমুদউল্লাহ বাংলাদেশের হয়ে অনেক ম্যাচ ফিনিশ করেছে। আমি তাঁকে জিজ্ঞেস করেছি, কীভাবে এটা করেছেন? তিনি আমাকে দারুণ কিছু পরামর্শ দিয়েছেন।’ তবে ২৮ বছর বয়সী ভারতীয় ব্যাটারের অনুপ্রেরণা সাকিব আল হাসান, ‘সাকিব ভাই অলরাউন্ডার, আমিও তাই। আমি তাঁকে দেখে অনুপ্রাণিত হই।’

এখন ভারতে চলছে আইপিএল। জনপ্রিয় টুর্নামেন্টটি এখনো খেলার সুযোগ পাননি রবি। অবশ্য এটি নিয়ে মোটেও হতাশ নন তিনি। বরং আশাবাদী কণ্ঠে রবি বলছেন, ‘ভারতে দুর্দান্ত সব ক্রিকেটার। সব সময় আমার নিজের ওপর বিশ্বাস রেখে চলি। সেটা এমন যে আগামী বছর আমাকে আইপিএল খেলতে দেখতে পারেন। এমনও হতে পারে আইপিএলের মাঝামাঝি কোন দল আমাকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত