সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
খোলার দ্বিতীয় দিনে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে। প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি তেমন দেখা যায়নি। দ্বিতীয় দিনে এসে শিক্ষার্থীরা নিজেরাই শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করছে।
১৭ ফেব্রুয়ারি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শ্রেণিকক্ষে পাঠদান ২২ ফেব্রুয়ারি শুরুর ঘোষণা দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে দুই সপ্তাহ পরে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি। এর আগে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১১ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। ২০২১ সালের ১২ সেপ্টেম্বর সীমিত পরিসরে শ্রেণিশিক্ষা কার্যক্রম চালু হয়। এ সময়ের মধ্যে ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার বিষয় ও সময় কমিয়ে অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার সকাল থেকে সরাইল উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও কলেজ ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। তাপমাত্রা স্বাভাবিক পাওয়া গেলে তাদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। সরকারের দেওয়া বিধিনিষেধ কঠোরভাবে মানতেও শিক্ষকেরা শিক্ষার্থীদের নির্দেশনা দিচ্ছেন। তা ছাড়া শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে প্রবেশের ক্ষেত্রেও কিছু শর্ত আরোপ করা হয়েছে। যেসব শিক্ষার্থী দুই ডোজ টিকা নিয়েছে, তারাই শ্রেণিকক্ষে পাঠ গ্রহণের সুযোগ পাবে। বাকিদের অনলাইনে ক্লাস করতে বলা হয়েছে। রুটিন অনুযায়ী শিক্ষার্থীদের প্রায় শতভাগ উপস্থিত আছেন বলে জানায় শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
অরুয়াইল বহুমুখী উচ্চবিদ্যালয় অফিস সূত্রে জানা গেছে, রুটিন অনুযায়ী ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস হবে প্রতি শনিবার। সপ্তম শ্রেণির ক্লাস রোববার। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সোম ও মঙ্গলবার ক্লাস হবে। নবম শ্রেণির ক্লাস হবে বুধ ও বৃহস্পতিবার। দশম ও এসএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ছয় দিনই ক্লাস নেওয়া হবে।
অরুয়াইল বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদী বলেন, ‘সরকারি নির্দেশনা মোতাবেক আমরা পাঠদান করেছি। শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের সময় শরীরের তাপমাত্রা মাপা হয়েছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান বলেন, ‘আমরা ৯৫ ভাগ শিক্ষার্থীকে করোনা টিকা দিয়েছি। মাধ্যমিক স্কুলের ১২ বছরের নিচের শতকরা ৫ ভাগ শিক্ষার্থীকে টিকা দেওয়া বাকি রয়েছে। শুধু তারাই অনলাইনে ক্লাস করবে। উপজেলার সব কটি স্কুল-কলেজে তামপাত্রা মাপার যন্ত্র কেনা হয়েছে। শিক্ষার্থীদের মাস্ক পরে স্কুলে আসতে বলা হয়েছে।
খোলার দ্বিতীয় দিনে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে উঠেছে। প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি তেমন দেখা যায়নি। দ্বিতীয় দিনে এসে শিক্ষার্থীরা নিজেরাই শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করছে।
১৭ ফেব্রুয়ারি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শ্রেণিকক্ষে পাঠদান ২২ ফেব্রুয়ারি শুরুর ঘোষণা দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে দুই সপ্তাহ পরে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি। এর আগে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১১ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। ২০২১ সালের ১২ সেপ্টেম্বর সীমিত পরিসরে শ্রেণিশিক্ষা কার্যক্রম চালু হয়। এ সময়ের মধ্যে ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার বিষয় ও সময় কমিয়ে অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার সকাল থেকে সরাইল উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও কলেজ ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। তাপমাত্রা স্বাভাবিক পাওয়া গেলে তাদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। সরকারের দেওয়া বিধিনিষেধ কঠোরভাবে মানতেও শিক্ষকেরা শিক্ষার্থীদের নির্দেশনা দিচ্ছেন। তা ছাড়া শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে প্রবেশের ক্ষেত্রেও কিছু শর্ত আরোপ করা হয়েছে। যেসব শিক্ষার্থী দুই ডোজ টিকা নিয়েছে, তারাই শ্রেণিকক্ষে পাঠ গ্রহণের সুযোগ পাবে। বাকিদের অনলাইনে ক্লাস করতে বলা হয়েছে। রুটিন অনুযায়ী শিক্ষার্থীদের প্রায় শতভাগ উপস্থিত আছেন বলে জানায় শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
অরুয়াইল বহুমুখী উচ্চবিদ্যালয় অফিস সূত্রে জানা গেছে, রুটিন অনুযায়ী ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস হবে প্রতি শনিবার। সপ্তম শ্রেণির ক্লাস রোববার। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সোম ও মঙ্গলবার ক্লাস হবে। নবম শ্রেণির ক্লাস হবে বুধ ও বৃহস্পতিবার। দশম ও এসএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ছয় দিনই ক্লাস নেওয়া হবে।
অরুয়াইল বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদী বলেন, ‘সরকারি নির্দেশনা মোতাবেক আমরা পাঠদান করেছি। শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের সময় শরীরের তাপমাত্রা মাপা হয়েছে।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান বলেন, ‘আমরা ৯৫ ভাগ শিক্ষার্থীকে করোনা টিকা দিয়েছি। মাধ্যমিক স্কুলের ১২ বছরের নিচের শতকরা ৫ ভাগ শিক্ষার্থীকে টিকা দেওয়া বাকি রয়েছে। শুধু তারাই অনলাইনে ক্লাস করবে। উপজেলার সব কটি স্কুল-কলেজে তামপাত্রা মাপার যন্ত্র কেনা হয়েছে। শিক্ষার্থীদের মাস্ক পরে স্কুলে আসতে বলা হয়েছে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে