ইত্যাদিতে এক গানে ৫ শিল্পী

বিনোদন প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০৯: ৫৫
Thumbnail image

দীর্ঘ তিন দশক ধরে ইত্যাদি ঈদের ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রতি ঈদে গ্যালারি উপচে পড়া দর্শকের উপস্থিতিতে হানিফ সংকেত জানান ঈদ মোবারক এবং সাদর সম্ভাষণ। থাকে বর্ণাঢ্য আয়োজন। থাকে তারকাদের নিয়ে নিত্যনতুন বিষয়ের ওপর মজার মজার পর্ব, গান। এবার ঈদ উপলক্ষে নির্মিত ইত্যাদির বিশেষ পর্বে থাকছে দেশাত্মবোধক গান। এই গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনসহ পাঁচজন জনপ্রিয় সংগীত তারকা।

বাকি চার শিল্পী হলেন রবি চৌধুরী, শুভ্র দেব, এস আই টুটুল ও বাপ্পা মজুমদার। জানা গেছে, ঈদের সময় শত শত অনুষ্ঠানের ভিড়ে অনেক শিল্পীকেই অনেকবার দেখা যাবে, কিন্তু এই পাঁচজন গুণী শিল্পীকে একসঙ্গে এই ঈদে একমাত্র ইত্যাদি ছাড়া আর কোনো অনুষ্ঠানে দেখা যাবে না।

হানিফ সংকেত জানান, শিল্পীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গানটির ধারণকাজে সহযোগিতা করেছেন। মিরপুর ইনডোর স্টেডিয়ামে কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে গানটি ধারণ করা হয়।

দেশাত্মবোধক গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীত পরিচালনা করেছেন মেহেদী। মনিরুল ইসলাম মুকুলের কোরিওগ্রাফিতে গানের চিত্রায়ণে সংগীতশিল্পীদের সঙ্গে অংশ নিয়েছেন ট্রমা ইনস্টিটিউটসের শতাধিক শিক্ষার্থী। গানটির চিত্রায়ণ, কথা ও সুরের ভিন্নতা, শিল্পীদের অসাধারণ পরিবেশনা, শিক্ষার্থীদের চমকপ্রদ কোরিওগ্রাফি আর স্টেডিয়ামে উপস্থিত কয়েক হাজার দর্শকের করতালি—সব মিলিয়ে এবারের ঈদ ইত্যাদিতে গানটি ভিন্নরকম আবহ সৃষ্টি করবে বলে আশা করছেন হানিফ সংকেত।

ইত্যাদি অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনায় আছেন হানিফ সংকেত। প্রযোজনা করেছে ফাগুন অডিও ভিশন, স্পনসর করেছে কেয়া কসমেটিকস। ঈদের বিশেষ ইত্যাদি প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত