আজকের পত্রিকা ডেস্ক
রাত পোহালেই নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর ৪৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট। গতকাল শুক্রবার মধ্যরাত থেকে সব ধরনের প্রচার বন্ধ রয়েছে। পাল্টাপাল্টি হামলা, সংঘর্ষসহ নানা ঘটনায় প্রচার শেষে কাল ভোটগ্রহণ হবে। এ অবস্থায় সুষ্ঠু ভোট হওয়া নিয়ে অনেক প্রার্থী ও ভোটাররা শঙ্কা ও সংশয় প্রকাশ করেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫টি ইউপির সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কিত আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা। তাঁদের অভিযোগ, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকদের হুমকি-ধমকিতে প্রার্থী ও ভোটাররা আতঙ্কিত। ইতিমধ্যে প্রতিটি ইউপির বিভিন্ন ভোট কেন্দ্রের আশপাশে বহিরাগতদের আনাগোনা, হুমকি-ধমকি বেড়ে যাওয়ায় আতঙ্ক বেড়েছে। এসব ইউপিতে ৭৯ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ১৫২ জন সংরক্ষিত নারী ও ৬৪২ জন ইউপি সদস্য পদে মাঠে রয়েছেন। ১৫টি ইউপিতে ১৫৬টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে এক শর বেশি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চন্দ্রগঞ্জ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যথাক্রমে একেএম ফজুলল হক ও মো. জসিম উদ্দিন জানান, নির্বাচনী পরিবেশ সুন্দর রয়েছে। ২৬ ডিসেম্বরের নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ। সবাই যেন কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নোয়াখালী: চতুর্থ ধাপে জেলার সদর উপজেলার চরমটুয়ায় চেয়ারম্যান পদে আট, দাদপুরে তিন, কাদির হানিফে ছয়, এওজবালিয়ায় পাঁচ, কালাদরাপে ছয়, অশ্বদিয়ায় চার, নেয়াজপুরে পাঁচ, পূর্ব চরমটুয়ায় তিন, আন্ডারচরে ১২ জন এবং কবিরহাট উপজেলার নরোত্তমপুরে তিন, সুন্দলপুরে চার, ধানসিঁড়িতে আট, ঘোষবাগে সাত, চাপরাশিরহাটে পাঁচ, ধানশালিকে চার এবং বাটইয়া ইউপিতে পাঁচজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রায় ইউপিতে যেমন মানা হয়নি নির্বাচনী আচরণবিধি, তেমনি একে অপরের বিরুদ্ধে অভিযোগেরও শেষ নেই। কোথাও কোথাও ঘটেছে পাল্টাপাল্টি হামলা-ভাঙচুরের ঘটনা। এর মধ্যেই নানা প্রতিশ্রুতি নিয়ে ভোট প্রত্যাশা করেন প্রার্থীরা।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম বলেন, প্রচারণার মাঠে যা-ই ঘটুক, ভোটের দিন কাউকে ছাড় দেওয়া হবে না। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভোটার যাতে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে, সে লক্ষ্যে প্রশাসন কাজ করছে।
ফেনী: ফেনীর দাগনভূঞা ও সোনাগাজী উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারি জানান, দাগনভূঞা উপজেলায় ছয়টি ইউপিতে ভোটগ্রহণ হবে। এর মধ্যে পাঁচটিতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। বাকি জায়লস্কর ইউপিতে চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া বাকিগুলোতে সাধারণ ও সংরক্ষিত মহিলা পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে ৬৩টি কেন্দ্রে নারী ও পুরুষ মিলে মোট ১ লাখ ৫৩ হাজার ১৪১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
অন্যদিকে সোনাগাজী নয় ইউপিতেও সুষ্ঠু ভোট আয়োজনে সব ধরনের ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, আনসার, বিজিবি, র্যাব, ম্যাজিস্ট্রেটসহ সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
রাত পোহালেই নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীর ৪৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট। গতকাল শুক্রবার মধ্যরাত থেকে সব ধরনের প্রচার বন্ধ রয়েছে। পাল্টাপাল্টি হামলা, সংঘর্ষসহ নানা ঘটনায় প্রচার শেষে কাল ভোটগ্রহণ হবে। এ অবস্থায় সুষ্ঠু ভোট হওয়া নিয়ে অনেক প্রার্থী ও ভোটাররা শঙ্কা ও সংশয় প্রকাশ করেছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার ১৫টি ইউপির সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কিত আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা। তাঁদের অভিযোগ, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকদের হুমকি-ধমকিতে প্রার্থী ও ভোটাররা আতঙ্কিত। ইতিমধ্যে প্রতিটি ইউপির বিভিন্ন ভোট কেন্দ্রের আশপাশে বহিরাগতদের আনাগোনা, হুমকি-ধমকি বেড়ে যাওয়ায় আতঙ্ক বেড়েছে। এসব ইউপিতে ৭৯ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া ১৫২ জন সংরক্ষিত নারী ও ৬৪২ জন ইউপি সদস্য পদে মাঠে রয়েছেন। ১৫টি ইউপিতে ১৫৬টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে এক শর বেশি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চন্দ্রগঞ্জ ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যথাক্রমে একেএম ফজুলল হক ও মো. জসিম উদ্দিন জানান, নির্বাচনী পরিবেশ সুন্দর রয়েছে। ২৬ ডিসেম্বরের নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ। সবাই যেন কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নোয়াখালী: চতুর্থ ধাপে জেলার সদর উপজেলার চরমটুয়ায় চেয়ারম্যান পদে আট, দাদপুরে তিন, কাদির হানিফে ছয়, এওজবালিয়ায় পাঁচ, কালাদরাপে ছয়, অশ্বদিয়ায় চার, নেয়াজপুরে পাঁচ, পূর্ব চরমটুয়ায় তিন, আন্ডারচরে ১২ জন এবং কবিরহাট উপজেলার নরোত্তমপুরে তিন, সুন্দলপুরে চার, ধানসিঁড়িতে আট, ঘোষবাগে সাত, চাপরাশিরহাটে পাঁচ, ধানশালিকে চার এবং বাটইয়া ইউপিতে পাঁচজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রায় ইউপিতে যেমন মানা হয়নি নির্বাচনী আচরণবিধি, তেমনি একে অপরের বিরুদ্ধে অভিযোগেরও শেষ নেই। কোথাও কোথাও ঘটেছে পাল্টাপাল্টি হামলা-ভাঙচুরের ঘটনা। এর মধ্যেই নানা প্রতিশ্রুতি নিয়ে ভোট প্রত্যাশা করেন প্রার্থীরা।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম বলেন, প্রচারণার মাঠে যা-ই ঘটুক, ভোটের দিন কাউকে ছাড় দেওয়া হবে না। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভোটার যাতে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে, সে লক্ষ্যে প্রশাসন কাজ করছে।
ফেনী: ফেনীর দাগনভূঞা ও সোনাগাজী উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারি জানান, দাগনভূঞা উপজেলায় ছয়টি ইউপিতে ভোটগ্রহণ হবে। এর মধ্যে পাঁচটিতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। বাকি জায়লস্কর ইউপিতে চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া বাকিগুলোতে সাধারণ ও সংরক্ষিত মহিলা পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে ৬৩টি কেন্দ্রে নারী ও পুরুষ মিলে মোট ১ লাখ ৫৩ হাজার ১৪১ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
অন্যদিকে সোনাগাজী নয় ইউপিতেও সুষ্ঠু ভোট আয়োজনে সব ধরনের ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, আনসার, বিজিবি, র্যাব, ম্যাজিস্ট্রেটসহ সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে