মাদ্রাসায় যেতে দেরি পিটুনিতে হাসপাতালে

শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ০০
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ১৪

শেরপুরের শ্রীবরদীতে আসিফুল ইসলাম বিজয় নামে এক মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম করেছেন শিক্ষক হাফেজ মো. আমানুল্লাহ। গত সোমবার দুপুরে শ্রীবরদী উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের পূর্ব খরিয়া গ্রামের নূর হেরা নূরানী তালিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসায় এই ঘটনা ঘটে। ঘটনার দিন রাতে আসিফুলকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আসিফুল পূর্ব খরিয়া গ্রামের খলিলুর রহমান খোকনের ছেলে এবং ওই মাদ্রাসায় হেফজখানার ছাত্র। এদিকে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত শিক্ষক মো. আমানুল্লাহ। তার বাড়ি শেরপুর শহরের উত্তর গৌরীপুর এলাকায়। এ ঘটনার সুষ্ঠু বিচার ও তদন্ত চান আসিফুলের স্বজনসহ মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ।

মাদ্রাসা শিক্ষার্থীর পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলার পূর্ব খরিয়া গ্রামের খলিলুর রহমান খোকনের ছেলে আসিফুল ইসলাম বিজয় স্থানীয় নূর হেরা নূরানী তালিমুল কোরআন হাফেজিয়া মাদ্রাসায় পড়ত। আসিফ সম্প্রতি একদিন মাদ্রাসায় না যাওয়ার কারণে এবং আরেকদিন দেরি করে যাওয়ায় গত সোমবার দুপুরে ওই মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মো. আমানুল্লাহ শিক্ষার্থী আসিফকে মাদ্রাসায় ডেকে নিয়ে বেত দিয়ে বেধড়ক মারধর করেন। এতে আসিফুলের ঘাড়ে ও পিঠে রক্তাক্ত জখম হয়ে যায়।

মাদ্রাসা শিক্ষার্থী আসিফুল ইসলাম বিজয় জানায়, সোমবার দুপুরে তাকে ডেকে নিয়ে শিক্ষক বেত দিয়ে মারতে শুরু করেন। অনেক অনুনয় আর কাকুতি-মিনতি করলেও মন গলেনি তার।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হুমায়ুন আহমেদ নূর বলেন, ছেলেটির পিঠে ও হাতে জখম রয়েছে। বর্তমানে সে জেলা সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় মারপিটে গুরুতর জখম ও হত্যাচেষ্টার অভিযোগে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। একমাত্র আসামি মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তারে অভিযান চলছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত