কমলনগর (লক্ষ্মীপুর) ও মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে ১৮-২০ ঘণ্টার ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত শুক্রবার ছুটির দিনেও প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল এ উপজেলা। এদিকে প্রচণ্ড তাপপ্রবাহ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। লেখাপড়ায় চরম বিঘ্ন ঘটছে এইচএসসি পরীক্ষার্থীসহ শিক্ষার্থীদের। ক্ষতিগ্রস্ত হচ্ছে হাসপাতালে সেবা, ল্যাব, করাতকলসহ বিভিন্ন ব্যবসা।
মারাত্মক এ লোডশেডিংয়ে চরম অসন্তোষ বিরাজ করছে গ্রাহকদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে বিদ্যুৎ অফিস ঘেরাও করার হুমকি দিয়েছেন অনেকে। অন্যদিকে কমলনগর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ৫৬ হাজারের বেশি গ্রাহক রয়েছেন। প্রতিদিন গড়ে ১০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে কিন্তু বরাদ্দ পাওয়া যাচ্ছে মাত্র ৩ মেগাওয়াট।
এইচএসসি শিক্ষার্থী মাহদুল হাসান জানায়, একবার বিদ্যুৎ গেলে ২-৩ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং থাকে। কোনো কোনো সময় টানা ৮-১০ ঘণ্টা পর ১০ মিনিটের জন্য বিদ্যুৎ আসে।
কমলনগর হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন বলেন, ‘সারা দিনে ১-২ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছি। বাকি সময় জেনারেটরের মাধ্যমে রোগীদের সেবা দিতে হয়। এতে লোকসানে আছি।’
কমলনগর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম নিতীশ সাহা বলেন, উপজেলায় ১০ মেগাওয়াট চাহিদার বিপরীতে বরাদ্দ পাওয়া যাচ্ছে মাত্র ৩ মেগাওয়াট। যে কারণে এমন লোডশেডিং দিতে হচ্ছে। তবে দ্রুত এ অবস্থা থেকে উন্নতি হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
এদিকে রংপুরের মিঠাপুকুরে আষাঢ়ের মাঝামাঝিতেও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই। এ কারণে দেখা দিয়েছে ভ্যাপসা গরম। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন উপজেলার বাসিন্দারা। এর সঙ্গে ১২-১৪ ঘণ্টার লোডশেডিং সেই ভোগান্তিকে আরও অসহনীয় করে তুলেছে। কোনোভাবে দিন পার হলেও রাত কাটে ছটফট করে।
স্থানীয়রা বলছেন, এক ঘণ্টা পরপর লোডশেডিং দেওয়া হচ্ছে। এ কারণে গরমের মধ্যে আরও নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
উপজেলার কাশিপুর গ্রামের বাসিন্দা আইনুল কবীর লিটন বলেন, ‘১৫ দিন ধরে লোডশেডিংয়ের মাত্রা বেড়ে গেছে। প্রতিদিন ১২-১৪ ঘণ্টা লোডশেডিং দেওয়া হচ্ছে। অথচ এর আগে এই উপজেলায় বিদ্যুতের লোডশেডিং ছিল না।’
চিতলী দক্ষিণপাড়ার নজমুল হোসেন বলেন, দেশের মন্ত্রী-এমপিসহ বড় নেতারা বিদ্যুতের কষ্ট পান না বলেই তাঁরা বিদ্যুৎ নিয়ে কোনো কথা বলেন না। আর গ্রামের মানুষের দুঃখ-দুর্দশা সম্পর্কে ওয়াকিবহাল নন তাঁরা।
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সূত্রে জানা গেছে, এই সমিতির আওতায় চার লাখের বেশি বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। চাহিদা প্রায় ১০০ মেগাওয়াট। নাম প্রকাশে অনিচ্ছুক এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, বর্তমানে মাত্র ৩৫-৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এ কারণে লোডশেডিং দিতে হচ্ছে। তবে শুধু এ উপজেলায় নয়, সারা দেশে বিদ্যুৎসংকট চলছে।
লোডশেডিংয়ের কারণ জানতে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ মন্তব্য করতে রাজি হননি। তবে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোর্ড সদস্য ও সাবেক সভাপতি নুরুল ইসলাম লালন বলেন, এই সমিতির চাহিদা প্রায় ৯০ মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে ৩৫ থেকে ৪০ মেগাওয়াট। তবে সরকার বিদ্যুৎ সমস্যা সমাধানে আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
লক্ষ্মীপুরের কমলনগরে ১৮-২০ ঘণ্টার ভয়াবহ লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত শুক্রবার ছুটির দিনেও প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল এ উপজেলা। এদিকে প্রচণ্ড তাপপ্রবাহ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। লেখাপড়ায় চরম বিঘ্ন ঘটছে এইচএসসি পরীক্ষার্থীসহ শিক্ষার্থীদের। ক্ষতিগ্রস্ত হচ্ছে হাসপাতালে সেবা, ল্যাব, করাতকলসহ বিভিন্ন ব্যবসা।
মারাত্মক এ লোডশেডিংয়ে চরম অসন্তোষ বিরাজ করছে গ্রাহকদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে বিদ্যুৎ অফিস ঘেরাও করার হুমকি দিয়েছেন অনেকে। অন্যদিকে কমলনগর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ৫৬ হাজারের বেশি গ্রাহক রয়েছেন। প্রতিদিন গড়ে ১০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে কিন্তু বরাদ্দ পাওয়া যাচ্ছে মাত্র ৩ মেগাওয়াট।
এইচএসসি শিক্ষার্থী মাহদুল হাসান জানায়, একবার বিদ্যুৎ গেলে ২-৩ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং থাকে। কোনো কোনো সময় টানা ৮-১০ ঘণ্টা পর ১০ মিনিটের জন্য বিদ্যুৎ আসে।
কমলনগর হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন বলেন, ‘সারা দিনে ১-২ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছি। বাকি সময় জেনারেটরের মাধ্যমে রোগীদের সেবা দিতে হয়। এতে লোকসানে আছি।’
কমলনগর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম নিতীশ সাহা বলেন, উপজেলায় ১০ মেগাওয়াট চাহিদার বিপরীতে বরাদ্দ পাওয়া যাচ্ছে মাত্র ৩ মেগাওয়াট। যে কারণে এমন লোডশেডিং দিতে হচ্ছে। তবে দ্রুত এ অবস্থা থেকে উন্নতি হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
এদিকে রংপুরের মিঠাপুকুরে আষাঢ়ের মাঝামাঝিতেও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই। এ কারণে দেখা দিয়েছে ভ্যাপসা গরম। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন উপজেলার বাসিন্দারা। এর সঙ্গে ১২-১৪ ঘণ্টার লোডশেডিং সেই ভোগান্তিকে আরও অসহনীয় করে তুলেছে। কোনোভাবে দিন পার হলেও রাত কাটে ছটফট করে।
স্থানীয়রা বলছেন, এক ঘণ্টা পরপর লোডশেডিং দেওয়া হচ্ছে। এ কারণে গরমের মধ্যে আরও নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
উপজেলার কাশিপুর গ্রামের বাসিন্দা আইনুল কবীর লিটন বলেন, ‘১৫ দিন ধরে লোডশেডিংয়ের মাত্রা বেড়ে গেছে। প্রতিদিন ১২-১৪ ঘণ্টা লোডশেডিং দেওয়া হচ্ছে। অথচ এর আগে এই উপজেলায় বিদ্যুতের লোডশেডিং ছিল না।’
চিতলী দক্ষিণপাড়ার নজমুল হোসেন বলেন, দেশের মন্ত্রী-এমপিসহ বড় নেতারা বিদ্যুতের কষ্ট পান না বলেই তাঁরা বিদ্যুৎ নিয়ে কোনো কথা বলেন না। আর গ্রামের মানুষের দুঃখ-দুর্দশা সম্পর্কে ওয়াকিবহাল নন তাঁরা।
রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সূত্রে জানা গেছে, এই সমিতির আওতায় চার লাখের বেশি বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। চাহিদা প্রায় ১০০ মেগাওয়াট। নাম প্রকাশে অনিচ্ছুক এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, বর্তমানে মাত্র ৩৫-৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এ কারণে লোডশেডিং দিতে হচ্ছে। তবে শুধু এ উপজেলায় নয়, সারা দেশে বিদ্যুৎসংকট চলছে।
লোডশেডিংয়ের কারণ জানতে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ মন্তব্য করতে রাজি হননি। তবে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোর্ড সদস্য ও সাবেক সভাপতি নুরুল ইসলাম লালন বলেন, এই সমিতির চাহিদা প্রায় ৯০ মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে ৩৫ থেকে ৪০ মেগাওয়াট। তবে সরকার বিদ্যুৎ সমস্যা সমাধানে আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে