পঞ্চগড়-রংপুর রুটে চালু হচ্ছে বাস

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২১, ০৯: ১৫
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৭: ০৬

পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা বন্দর থেকে রংপুর রুটে বাস সার্ভিস চালু হয়েছে। গতকাল সোমবার সাড়ে ১১টায় পঞ্চগড় করতোয়া ফিলিং স্টেশনের সামনে বাংলাবান্ধা থেকে পঞ্চগড়-নীলফামারী-রংপুর রুটে বিলাস বহুল বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

চিকিৎসা, শিক্ষা, ব্যবসাসহ বিভিন্ন সেবা প্রত্যাশী মানুষের সুবিধার্থে পঞ্চগড়, নীলফামারী ও রংপুর বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এই বাস সার্ভিস চালু করেছে।

পঞ্চগড় জেলা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির সভাপতি মো. মতিয়ার রহমান জানান, রংপুর- বাংলাবান্ধা বাস চালু হওয়ায় যাত্রীদের হয়রানি ও দুর্ভোগ লাঘব হলো। সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। আধঘণ্টা পর পর ১০টি বাস রংপুর যাবে এবং ১০টি বাস রংপুর থেকে বাংলাবান্ধা আসবে। বাংলাবান্ধা থেকে সাড়ে তিন ঘণ্টায় ১২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাসটি রংপুরে গিয়ে পৌঁছাবে। জনপ্রতি ২০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত