মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের আদর যত্নে বেড়ে উঠছে জঙ্গল থেকে উদ্ধার করা কন্যা শিশুটি। এক সপ্তাহ ধরে কমপ্লেক্স ভবনের নার্সদের রুমে রেখেই তাকে পরিচর্চা করা হচ্ছে। খাওয়ানো হচ্ছে বাজার থেকে কেনা দুধ। বর্তমানে শিশুটি পুরোপুরি সুস্থ আছে।
শিশুটিকে দত্তক নিতে এ পর্যন্ত তিন নিঃসন্তান দম্পতি উপজেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন করেছেন। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী সোমবার সংশ্লিষ্টরা আলোচনায় বসবেন বলে জানা গেছে।
মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স সাবিকুন্নাহার বলেন, খবর জেনে অনেকেই শিশুটিকে দেখেতে এসে টাকা পয়সা দিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি আমরা নিজেরা টাকা তুলে শিশুটির জন্য দুধ কিনে খাওয়াচ্ছি। তার দেখভালের কোনো কমতি হচ্ছে না। কাজের ফাঁকে অফিসের বিশ্রামের সময়টুকু শিশুটিকে নিয়েই আমাদের সময় কাটে। সে এখন আমাদের সবার আদরের। সময়ের সঙ্গে সঙ্গে হাত পা নাড়া চাড়া করতেও শিখে গেছ। দীর্ঘদিন ধরে সন্তান হয় না, এমন একটি নিঃসন্তান পরিবারে তার জায়গা হোক। সেখানে আদরে যত্নে পড়াশোনা শিখে মানুষ হয়ে দেশের কল্যাণে নিবেদিত হোক এ প্রত্যাশা আমাদের।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, শিশুটি সুস্থ আছে। তবে তার বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া সেটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তা তারাই বলতে পারবেন। এ দায়িত্ব তাদের।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাসুল তালুকদার বলেন, শিশুটিকে দত্তক নিতে এ পর্যন্ত তিনজন নিঃসন্তান দম্পতি আবেদন করেছেন। সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী সোমবার আলোচনায় বসবো। আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জানা গেছে, গত ৮ জানুয়ারি ভোর রাতে নেত্রকোনার মোহনগঞ্জের বরুঙ্কা গ্রামের একটি জঙ্গল থেকে মানসিক ভারসাম্যহীন মা ও সদ্যভূমিষ্ঠ নবজাতককে উদ্ধার করে এলাকাবাসী। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এনে মা ও নবজাতককে হাসপাতালে ভর্তি করে। পরদিন দুপুরে মানসিক ভারসাম্যহীন মা হাসপাতাল থেকে কাউকে না বলে চলে যায়।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের আদর যত্নে বেড়ে উঠছে জঙ্গল থেকে উদ্ধার করা কন্যা শিশুটি। এক সপ্তাহ ধরে কমপ্লেক্স ভবনের নার্সদের রুমে রেখেই তাকে পরিচর্চা করা হচ্ছে। খাওয়ানো হচ্ছে বাজার থেকে কেনা দুধ। বর্তমানে শিশুটি পুরোপুরি সুস্থ আছে।
শিশুটিকে দত্তক নিতে এ পর্যন্ত তিন নিঃসন্তান দম্পতি উপজেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন করেছেন। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী সোমবার সংশ্লিষ্টরা আলোচনায় বসবেন বলে জানা গেছে।
মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স সাবিকুন্নাহার বলেন, খবর জেনে অনেকেই শিশুটিকে দেখেতে এসে টাকা পয়সা দিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি আমরা নিজেরা টাকা তুলে শিশুটির জন্য দুধ কিনে খাওয়াচ্ছি। তার দেখভালের কোনো কমতি হচ্ছে না। কাজের ফাঁকে অফিসের বিশ্রামের সময়টুকু শিশুটিকে নিয়েই আমাদের সময় কাটে। সে এখন আমাদের সবার আদরের। সময়ের সঙ্গে সঙ্গে হাত পা নাড়া চাড়া করতেও শিখে গেছ। দীর্ঘদিন ধরে সন্তান হয় না, এমন একটি নিঃসন্তান পরিবারে তার জায়গা হোক। সেখানে আদরে যত্নে পড়াশোনা শিখে মানুষ হয়ে দেশের কল্যাণে নিবেদিত হোক এ প্রত্যাশা আমাদের।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, শিশুটি সুস্থ আছে। তবে তার বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া সেটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তা তারাই বলতে পারবেন। এ দায়িত্ব তাদের।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাসুল তালুকদার বলেন, শিশুটিকে দত্তক নিতে এ পর্যন্ত তিনজন নিঃসন্তান দম্পতি আবেদন করেছেন। সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী সোমবার আলোচনায় বসবো। আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জানা গেছে, গত ৮ জানুয়ারি ভোর রাতে নেত্রকোনার মোহনগঞ্জের বরুঙ্কা গ্রামের একটি জঙ্গল থেকে মানসিক ভারসাম্যহীন মা ও সদ্যভূমিষ্ঠ নবজাতককে উদ্ধার করে এলাকাবাসী। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এনে মা ও নবজাতককে হাসপাতালে ভর্তি করে। পরদিন দুপুরে মানসিক ভারসাম্যহীন মা হাসপাতাল থেকে কাউকে না বলে চলে যায়।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে