ইজাজুল হক
দিন যত গড়াচ্ছে, বিশ্ব তত রোবটের সঙ্গে পরিচিত হয়ে উঠছে। অটোমেশন বা স্বয়ংক্রিয়তার ধারণাকে কেন্দ্র করেই রোবটিকসের বৈপ্লবিক উন্নয়ন সাধিত হচ্ছে। ১৮ শতকে শিল্পবিপ্লবের সময় উৎপাদনের যে যান্ত্রিকীকরণের মিছিল শুরু হয়, তখন থেকে সব ক্ষেত্রে অটোমেশনের ব্যাপক জোয়ার আসে। যদিও রোবটিকসকে বিজ্ঞানের অপেক্ষাকৃত নতুন শাখা বিবেচনা করা হয় এবং এটিকে ২০ শতকের বিজ্ঞানীদের সৃষ্টি মনে করা হয়। তবে এর শিকড় আরও অনেক গভীরে; প্রায় এক হাজার বছর আগে। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মধ্যযুগের মুসলিম বিজ্ঞানী বদিউজ্জামান আল-জাজারি।
আল-জাজারির পুরো নাম বদিউজ্জামান আবুল-ইজ ইবনে ইসমাইল ইবনে রাজাজ আল-জাজারি। জন্ম ১১৩৬ সালে, বর্তমান আধুনিক তুরস্কের জাজারিয়ায়। তিনি বিভিন্ন হাইড্রোলিক গিয়ার-নিয়ন্ত্রিত বুদ্ধিমান প্রাক্-আধুনিক রোবট তৈরির জন্য বিখ্যাত ছিলেন। অনেক স্বয়ংক্রিয় যন্ত্র তিনি আবিষ্কার করেছিলেন, যেগুলোকে আধুনিক রোবটের পূর্বসূরি বিবেচনা করা হয়। অটোমেশনে তাঁর আবিষ্কারগুলো কয়েক প্রজন্ম ধরে বিজ্ঞানীদের অনুপ্রেরণা জুগিয়েছে।
আল-জাজারি তাঁর বিভিন্ন বইয়ে আবিষ্কৃত মেশিন ও ডিভাইসগুলো তৈরির ধারাবাহিক নির্দেশনা উল্লেখ করেছেন। তাঁর বইয়ে আপনি প্রথম দিকের মুসলিম আমলের প্রকৌশলবিষয়ক জ্ঞানের অমূল্য ভান্ডার খুঁজে পাবেন। তাঁর সমকালীন সব বিজ্ঞানীকে তিনি ছাড়িয়ে গিয়েছিলেন। কারণ তিনি তাঁর আবিষ্কৃত প্রতিটি যন্ত্রের বিশদ বিবরণ লিখে গেছেন। তা ছাড়া, এই নির্দেশনাগুলো এতই নিখুঁত ছিল যে কারিগরেরা তাঁর আবিষ্কৃত যন্ত্রগুলো তেমন কোনো অসুবিধা ছাড়াই তৈরি করতে সক্ষম হয়েছিলেন।
১২০৬ সালে প্রকাশিত তাঁর সবচেয়ে বিখ্যাত বইয়ের নাম ‘দ্য বুক অব নলেজ অব ইনজেনিয়াস মেকানিক্যাল ডিভাইসেস’। এই বইয়ে আল-জাজারি শতাধিক যন্ত্রের ব্লুপ্রিন্টের বিস্তারিত বিবরণ দিয়েছেন। তাঁর মৃত্যুর ৮০০ বছর পর, ১৯৭৪ সালে ব্রিটিশ ইতিহাসবিদ ডোনাল্ড হিল বইটির ইংরেজি অনুবাদ করেন।
তাঁর সবচেয়ে বিখ্যাত সৃষ্টি ‘এলিফ্যান্ট ওয়াটার ক্লক’। ঘড়িটি একটি হাতির মূর্তির ওপর স্থাপিত। এটিই প্রথম পানিচালিত ঘড়ি, যা সঠিকভাবে সারা বছরের অসম দিনগুলোর সঙ্গে মিল রাখার জন্য সময়ের সঠিক হিসাব রাখে। লন্ডনের ‘থাউজেন্ড ওয়ান ইনভেনশনস’ সংস্থা এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ইবনে বতুতা শপিং মলে এই হাতিঘড়ির প্রতিলিপি তৈরি করা হয়েছে। এ ছাড়া যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, সৌদি আরব ও তুরস্কের বিভিন্ন জাদুঘরে আল-জাজারির বিভিন্ন আবিষ্কারের প্রতিলিপি রয়েছে।
আল-জাজারির কিছু আবিষ্কার এতই আধুনিক ছিল যে আকৃতি ও কার্যক্রম দেখলে সেগুলোকে ১২ শতকের আবিষ্কার বলে বিশ্বাস করা কঠিন হয়ে যায়। যেমন—পানীয় পরিবেশনের জন্য তৈরি স্বয়ংক্রিয় পরিচারিকা। একইভাবে অজু করার স্বয়ংক্রিয় যন্ত্রও তিনি তৈরি করেন। তাঁর আবিষ্কৃত আরেকটি যন্ত্র ছিল, যেটি ময়ূরঝরনা নামে পরিচিত ছিল, যেটি অতিথিদের স্বয়ংক্রিয়ভাবে হাত ধুইয়ে দিয়ে সাবান ও তোয়ালে সরবরাহ করত। তাঁর এসব নিখুঁত উদ্ভাবন পরবর্তীকালের বিজ্ঞানীদের পথ দেখায় এবং আধুনিক যন্ত্র প্রকৌশলের অনুপ্রেরণা হয়ে ওঠে।
অবশ্য আল-জাজারির সব উদ্ভাবন গুরুগম্ভীর কাজের জন্য ছিল না। বিনোদন ও হাস্যরসের জন্যও বেশ কিছু যন্ত্র তিনি তৈরি করেন। যেমন তিনি এমন একটি পাত্র তৈরি করেছিলেন, যেখানে পানি আছে বলে মনে হতো, ফলে লোকজন তা থেকে পান করতে চাইত, অথচ বাস্তবে সেগুলো খালি ছিল।
তাঁর তৈরি সবচেয়ে আকর্ষণীয় যন্ত্রের একটি মিউজিক্যাল অটোমেশন, যেটিতে চারটি স্বয়ংক্রিয় সংগীতযন্ত্রের সঙ্গে একটি নৌকা ছিল, যা রাজকীয় পার্টিতে অতিথিদের বিনোদন দেওয়ার জন্য হ্রদে ভেসে বেড়াত। রোবট বিশেষজ্ঞ অধ্যাপক নোয়েল শারকি বলেন, এটি প্রথম তৈরি স্বয়ংক্রিয় যন্ত্রগুলোর একটি। ১৫ শতকে লেওনার্দো দা ভিঞ্চিও এই যন্ত্র থেকে উপকৃত হন।
সূত্র: ইসলামি সিটি ডট ওআরজি
দিন যত গড়াচ্ছে, বিশ্ব তত রোবটের সঙ্গে পরিচিত হয়ে উঠছে। অটোমেশন বা স্বয়ংক্রিয়তার ধারণাকে কেন্দ্র করেই রোবটিকসের বৈপ্লবিক উন্নয়ন সাধিত হচ্ছে। ১৮ শতকে শিল্পবিপ্লবের সময় উৎপাদনের যে যান্ত্রিকীকরণের মিছিল শুরু হয়, তখন থেকে সব ক্ষেত্রে অটোমেশনের ব্যাপক জোয়ার আসে। যদিও রোবটিকসকে বিজ্ঞানের অপেক্ষাকৃত নতুন শাখা বিবেচনা করা হয় এবং এটিকে ২০ শতকের বিজ্ঞানীদের সৃষ্টি মনে করা হয়। তবে এর শিকড় আরও অনেক গভীরে; প্রায় এক হাজার বছর আগে। এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মধ্যযুগের মুসলিম বিজ্ঞানী বদিউজ্জামান আল-জাজারি।
আল-জাজারির পুরো নাম বদিউজ্জামান আবুল-ইজ ইবনে ইসমাইল ইবনে রাজাজ আল-জাজারি। জন্ম ১১৩৬ সালে, বর্তমান আধুনিক তুরস্কের জাজারিয়ায়। তিনি বিভিন্ন হাইড্রোলিক গিয়ার-নিয়ন্ত্রিত বুদ্ধিমান প্রাক্-আধুনিক রোবট তৈরির জন্য বিখ্যাত ছিলেন। অনেক স্বয়ংক্রিয় যন্ত্র তিনি আবিষ্কার করেছিলেন, যেগুলোকে আধুনিক রোবটের পূর্বসূরি বিবেচনা করা হয়। অটোমেশনে তাঁর আবিষ্কারগুলো কয়েক প্রজন্ম ধরে বিজ্ঞানীদের অনুপ্রেরণা জুগিয়েছে।
আল-জাজারি তাঁর বিভিন্ন বইয়ে আবিষ্কৃত মেশিন ও ডিভাইসগুলো তৈরির ধারাবাহিক নির্দেশনা উল্লেখ করেছেন। তাঁর বইয়ে আপনি প্রথম দিকের মুসলিম আমলের প্রকৌশলবিষয়ক জ্ঞানের অমূল্য ভান্ডার খুঁজে পাবেন। তাঁর সমকালীন সব বিজ্ঞানীকে তিনি ছাড়িয়ে গিয়েছিলেন। কারণ তিনি তাঁর আবিষ্কৃত প্রতিটি যন্ত্রের বিশদ বিবরণ লিখে গেছেন। তা ছাড়া, এই নির্দেশনাগুলো এতই নিখুঁত ছিল যে কারিগরেরা তাঁর আবিষ্কৃত যন্ত্রগুলো তেমন কোনো অসুবিধা ছাড়াই তৈরি করতে সক্ষম হয়েছিলেন।
১২০৬ সালে প্রকাশিত তাঁর সবচেয়ে বিখ্যাত বইয়ের নাম ‘দ্য বুক অব নলেজ অব ইনজেনিয়াস মেকানিক্যাল ডিভাইসেস’। এই বইয়ে আল-জাজারি শতাধিক যন্ত্রের ব্লুপ্রিন্টের বিস্তারিত বিবরণ দিয়েছেন। তাঁর মৃত্যুর ৮০০ বছর পর, ১৯৭৪ সালে ব্রিটিশ ইতিহাসবিদ ডোনাল্ড হিল বইটির ইংরেজি অনুবাদ করেন।
তাঁর সবচেয়ে বিখ্যাত সৃষ্টি ‘এলিফ্যান্ট ওয়াটার ক্লক’। ঘড়িটি একটি হাতির মূর্তির ওপর স্থাপিত। এটিই প্রথম পানিচালিত ঘড়ি, যা সঠিকভাবে সারা বছরের অসম দিনগুলোর সঙ্গে মিল রাখার জন্য সময়ের সঠিক হিসাব রাখে। লন্ডনের ‘থাউজেন্ড ওয়ান ইনভেনশনস’ সংস্থা এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ইবনে বতুতা শপিং মলে এই হাতিঘড়ির প্রতিলিপি তৈরি করা হয়েছে। এ ছাড়া যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, সৌদি আরব ও তুরস্কের বিভিন্ন জাদুঘরে আল-জাজারির বিভিন্ন আবিষ্কারের প্রতিলিপি রয়েছে।
আল-জাজারির কিছু আবিষ্কার এতই আধুনিক ছিল যে আকৃতি ও কার্যক্রম দেখলে সেগুলোকে ১২ শতকের আবিষ্কার বলে বিশ্বাস করা কঠিন হয়ে যায়। যেমন—পানীয় পরিবেশনের জন্য তৈরি স্বয়ংক্রিয় পরিচারিকা। একইভাবে অজু করার স্বয়ংক্রিয় যন্ত্রও তিনি তৈরি করেন। তাঁর আবিষ্কৃত আরেকটি যন্ত্র ছিল, যেটি ময়ূরঝরনা নামে পরিচিত ছিল, যেটি অতিথিদের স্বয়ংক্রিয়ভাবে হাত ধুইয়ে দিয়ে সাবান ও তোয়ালে সরবরাহ করত। তাঁর এসব নিখুঁত উদ্ভাবন পরবর্তীকালের বিজ্ঞানীদের পথ দেখায় এবং আধুনিক যন্ত্র প্রকৌশলের অনুপ্রেরণা হয়ে ওঠে।
অবশ্য আল-জাজারির সব উদ্ভাবন গুরুগম্ভীর কাজের জন্য ছিল না। বিনোদন ও হাস্যরসের জন্যও বেশ কিছু যন্ত্র তিনি তৈরি করেন। যেমন তিনি এমন একটি পাত্র তৈরি করেছিলেন, যেখানে পানি আছে বলে মনে হতো, ফলে লোকজন তা থেকে পান করতে চাইত, অথচ বাস্তবে সেগুলো খালি ছিল।
তাঁর তৈরি সবচেয়ে আকর্ষণীয় যন্ত্রের একটি মিউজিক্যাল অটোমেশন, যেটিতে চারটি স্বয়ংক্রিয় সংগীতযন্ত্রের সঙ্গে একটি নৌকা ছিল, যা রাজকীয় পার্টিতে অতিথিদের বিনোদন দেওয়ার জন্য হ্রদে ভেসে বেড়াত। রোবট বিশেষজ্ঞ অধ্যাপক নোয়েল শারকি বলেন, এটি প্রথম তৈরি স্বয়ংক্রিয় যন্ত্রগুলোর একটি। ১৫ শতকে লেওনার্দো দা ভিঞ্চিও এই যন্ত্র থেকে উপকৃত হন।
সূত্র: ইসলামি সিটি ডট ওআরজি
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২১ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে