অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিলেট প্রতিনিধি
আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৬: ৫৩
Thumbnail image

জালালাবাদ গ্যাসের আওতাধীন উচ্চ চাপবিশিষ্ট সঞ্চালন গ্যাস পাইপলাইনের ওপরে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার ষষ্ঠ দফা অভিযানে আট কিলোমিটার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন দক্ষিণ সুরমা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাখন চন্দ্র সূত্রধর ও জালালাবাদ গ্যাসের টাস্ক ফোর্সের সদস্যসচিব মো. আমিরুল ইসলাম। সার্বিক বিষয় তত্ত্বাবধান করেন জালালাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মো. শোয়েব আহমদ মতিন। এ সময় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যসহ জালালাবাদ গ্যাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ফেঞ্চুগঞ্জ-দেবপুর উচ্চ চাপবিশিষ্ট ৪০ কিলোমিটার গ্যাস পাইপলাইনের পাশাপাশি আবাসিক এলাকায় জালালাবাদ গ্যাসের অধিগ্রহণ করা কয়েক শ একর ভূমি রয়েছে। জালালাবাদ গ্যাসের অধিগ্রহণ করা ভূমির ৩৪ কিলোমিটার পাইপলাইনের ওপর অবৈধভাবে সীমানা প্রাচীর, বাড়ি, দোকানসহ বিভিন্ন স্থাপনা ছিল।

গতকাল বুধবার সকালে সিলেট-ফেঞ্চুগঞ্জ রোডের মোগলাবাজার এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড। পরবর্তীতে মোগলাবাজার রোডের খালেরমুখ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

জালালাবাদ গ্যাসের অধিগ্রহণ করা ভূমিতে স্থাপিত বসতবাড়ি উচ্ছেদ সম্পর্কে টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ডিজিএম আমিরুল ইসলাম বলেন, গ্যাস নিরাপত্তা আইনে রয়েছে উচ্চ চাপবিশিষ্ট গ্যাস পাইপলাইনের উভয় পাশে ন্যূনতম ১০ ফুট করে মোট ২০ ফুটের মধ্যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করা বিধিবহির্ভূত।

এ সময় তিনি আরও বলেন, এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জে আরও অভিযান পরিচালিত হবে। অভিযানের আগে বছরখানেক সময় ধরে কয়েকবার তাঁদের নোটিশ দেওয়া হয়, পাশাপাশি মৌখিকভাবে অবগত করা হলেও তাঁরা তা আমলে নেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত