সম্পাদকীয়
একটি বেসরকারি সংস্থার গবেষণায় আমাদের দেশের কিশোরীদের স্বাস্থ্যসমস্যাগুলো উঠে এসেছে। রাজধানীর গুলশানের একটি হোটেলে কিশোর-কিশোরী ও মায়েদের প্রজনন স্বাস্থ্যবিষয়ক পলিসি কনফারেন্সে এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
পুরুষতান্ত্রিক সমাজের অনেক হ্যাপা পোহাতে হয় আমাদের দেশের নারীদের। ধর্মের নামেও অনেকে নারীদের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়। ফলে যে সমাজে বাস করেন নারীরা, সেই সমাজ সব সময় তাঁদের জন্য সহজ ও নিরাপদ জীবনের প্রতিশ্রুতি দেয় না। ঘরে-বাইরে এই বিড়ম্বনা রয়েছে। গবেষণাটিতেও সেই বিড়ম্বনার কথাই উঠে এসেছে।
ঢাকা শহরের স্কুল-কলেজ বা সমমানের শিক্ষালয়ে পড়ুয়া কিশোরীদের ওপরই মূলত গবেষণাটি চলেছে। আমরা আমাদের আলোচনায় বুঝতে পারব, খোদ রাজধানীতে বসবাসরত কিশোরীদের স্বাস্থ্যসেবার যদি এই দৈন্য হয়, তাহলে ঢাকার বাইরের সিংহভাগ কিশোরী কী অবস্থায় দিন গুজরান করে।
শিক্ষালয়ের টয়লেটের দিকে নজর দিলে অনেক কিছুই পরিষ্কার হবে। হয়তো ইদানীং বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়াশরুম-সংক্রান্ত জটিলতা কমেছে, কিন্তু সার্বিকভাবে সমস্যাটি ভয়াবহ। অথচ টয়লেটের পরিচ্ছন্নতার সঙ্গে স্বাস্থ্য ভালো থাকার সম্পর্ক নিবিড়।
কিশোরীরা দিনের একটা বড় সময় কাটায় শিক্ষালয়ে। দেখা যায়, বিদ্যালয়ের স্যানিটেশন-ব্যবস্থা, পানির অপ্রতুলতার কারণে কিশোরীরা টয়লেট এড়িয়ে চলার চেষ্টা করে। প্রয়োজনের তুলনায় কম টয়লেট থাকাও সংকটের একটি কারণ। ফলে বিশাল একটা সময় টয়লেট ব্যবহার না করে তারা বাড়িতে এসে টয়লেটে যায়। এটা স্বাস্থ্যের ক্ষতি করে।
প্রজননস্বাস্থ্য নিয়ে নবম-দশম শ্রেণির বইয়ে একটি অধ্যায় থাকলেও তা ঠিকভাবে পড়ানোর ক্ষেত্রে গাফিলতি রয়েছে। শিক্ষকেরা নাকি এ অধ্যায়টি পড়ানোয় স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এ এক মহা সমস্যা। স্বাস্থ্য কোনো ট্যাবু নয়। স্বাস্থ্যসচেতন থাকার বিকল্প কিছু নেই।
স্যানিটারি প্যাড কেনাটাও একসময় কিশোরীদের জন্য ছিল লজ্জার কারণ। রাজধানীর ফার্মেসিগুলোয় এখন মনে হয় প্যাড কিনতে গেলে সমস্যা হয় না। কিন্তু এই একই কথা ঢাকার বাইরের সব অঞ্চল সম্পর্কে বলা যায় না। পিরিয়ড বিষয়টিকে লজ্জার ব্যাপার বলে মনে করে গোপন করার প্রবণতা এখনো দেখা যায়। অথচ এটা নিতান্তই একটি শারীরিক ব্যাপার। এ ব্যাপারে খোলাখুলি কথা বলাটাই সংগত।
স্যানিটেশনের কথা বলতে গেলে শুধু স্কুল-কলেজের টয়লেটের দিকে চোখ রাখলেই হবে না। দূর-ভ্রমণে পথের ধারে যে রেস্তোরাঁগুলোয় বাহন থামে, সেখানকার টয়লেটও হতে হবে স্বাস্থ্যসম্মত। দেখা যায় পর্যাপ্ত পানির অভাব, টয়লেট পেপার না থাকা সেই সব হোটেল-রেস্তোরাঁর একটা স্বাভাবিক রোগ। আর কে না জানে, যৌন রোগের বেশির ভাগই ছড়ায় টয়লেট থেকে।
কিশোরীদের কথা বলা হলো। কিশোররাও কিন্তু একই সমস্যার ভেতর দিয়ে যায়। পুরুষদের টয়লেটগুলোর আরও করুণ দশা।
বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। স্কুল-কলেজে, শপিং মলে, রেস্তোরাঁয় স্বাস্থ্যসম্মত টয়লেট থাকা জরুরি, এ কথা যত তাড়াতাড়ি হৃদয়ঙ্গম করা যাবে, ততই মঙ্গল।
একটি বেসরকারি সংস্থার গবেষণায় আমাদের দেশের কিশোরীদের স্বাস্থ্যসমস্যাগুলো উঠে এসেছে। রাজধানীর গুলশানের একটি হোটেলে কিশোর-কিশোরী ও মায়েদের প্রজনন স্বাস্থ্যবিষয়ক পলিসি কনফারেন্সে এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
পুরুষতান্ত্রিক সমাজের অনেক হ্যাপা পোহাতে হয় আমাদের দেশের নারীদের। ধর্মের নামেও অনেকে নারীদের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়। ফলে যে সমাজে বাস করেন নারীরা, সেই সমাজ সব সময় তাঁদের জন্য সহজ ও নিরাপদ জীবনের প্রতিশ্রুতি দেয় না। ঘরে-বাইরে এই বিড়ম্বনা রয়েছে। গবেষণাটিতেও সেই বিড়ম্বনার কথাই উঠে এসেছে।
ঢাকা শহরের স্কুল-কলেজ বা সমমানের শিক্ষালয়ে পড়ুয়া কিশোরীদের ওপরই মূলত গবেষণাটি চলেছে। আমরা আমাদের আলোচনায় বুঝতে পারব, খোদ রাজধানীতে বসবাসরত কিশোরীদের স্বাস্থ্যসেবার যদি এই দৈন্য হয়, তাহলে ঢাকার বাইরের সিংহভাগ কিশোরী কী অবস্থায় দিন গুজরান করে।
শিক্ষালয়ের টয়লেটের দিকে নজর দিলে অনেক কিছুই পরিষ্কার হবে। হয়তো ইদানীং বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়াশরুম-সংক্রান্ত জটিলতা কমেছে, কিন্তু সার্বিকভাবে সমস্যাটি ভয়াবহ। অথচ টয়লেটের পরিচ্ছন্নতার সঙ্গে স্বাস্থ্য ভালো থাকার সম্পর্ক নিবিড়।
কিশোরীরা দিনের একটা বড় সময় কাটায় শিক্ষালয়ে। দেখা যায়, বিদ্যালয়ের স্যানিটেশন-ব্যবস্থা, পানির অপ্রতুলতার কারণে কিশোরীরা টয়লেট এড়িয়ে চলার চেষ্টা করে। প্রয়োজনের তুলনায় কম টয়লেট থাকাও সংকটের একটি কারণ। ফলে বিশাল একটা সময় টয়লেট ব্যবহার না করে তারা বাড়িতে এসে টয়লেটে যায়। এটা স্বাস্থ্যের ক্ষতি করে।
প্রজননস্বাস্থ্য নিয়ে নবম-দশম শ্রেণির বইয়ে একটি অধ্যায় থাকলেও তা ঠিকভাবে পড়ানোর ক্ষেত্রে গাফিলতি রয়েছে। শিক্ষকেরা নাকি এ অধ্যায়টি পড়ানোয় স্বাচ্ছন্দ্য বোধ করেন না। এ এক মহা সমস্যা। স্বাস্থ্য কোনো ট্যাবু নয়। স্বাস্থ্যসচেতন থাকার বিকল্প কিছু নেই।
স্যানিটারি প্যাড কেনাটাও একসময় কিশোরীদের জন্য ছিল লজ্জার কারণ। রাজধানীর ফার্মেসিগুলোয় এখন মনে হয় প্যাড কিনতে গেলে সমস্যা হয় না। কিন্তু এই একই কথা ঢাকার বাইরের সব অঞ্চল সম্পর্কে বলা যায় না। পিরিয়ড বিষয়টিকে লজ্জার ব্যাপার বলে মনে করে গোপন করার প্রবণতা এখনো দেখা যায়। অথচ এটা নিতান্তই একটি শারীরিক ব্যাপার। এ ব্যাপারে খোলাখুলি কথা বলাটাই সংগত।
স্যানিটেশনের কথা বলতে গেলে শুধু স্কুল-কলেজের টয়লেটের দিকে চোখ রাখলেই হবে না। দূর-ভ্রমণে পথের ধারে যে রেস্তোরাঁগুলোয় বাহন থামে, সেখানকার টয়লেটও হতে হবে স্বাস্থ্যসম্মত। দেখা যায় পর্যাপ্ত পানির অভাব, টয়লেট পেপার না থাকা সেই সব হোটেল-রেস্তোরাঁর একটা স্বাভাবিক রোগ। আর কে না জানে, যৌন রোগের বেশির ভাগই ছড়ায় টয়লেট থেকে।
কিশোরীদের কথা বলা হলো। কিশোররাও কিন্তু একই সমস্যার ভেতর দিয়ে যায়। পুরুষদের টয়লেটগুলোর আরও করুণ দশা।
বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। স্কুল-কলেজে, শপিং মলে, রেস্তোরাঁয় স্বাস্থ্যসম্মত টয়লেট থাকা জরুরি, এ কথা যত তাড়াতাড়ি হৃদয়ঙ্গম করা যাবে, ততই মঙ্গল।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে