সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় এবার মসজিদের ইমামের বেতনের টাকা তোলা নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত খোরশেদ আলম (৫৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গতকাল শনিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। শুক্রবার দুপুরে হামলার ঘটনা ঘটে। এরপর তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ ঘটনায় খোরশেদ আলমের স্ত্রী মুঞ্জুয়ারা খাতুন বাদী হয়ে ১১ জনের নামে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন ইউসুফ আলী ও ওমর ফারুক শিশির।
খোরশেদ আলম সলঙ্গা থানার চক মনোহরপুর গ্রামের বাসিন্দা।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, শুক্রবার জুমার নামাজ শেষে চক মনোহরপুর মধ্যপাড়া জামে মসজিদে ইমামের বেতনের টাকা তোলা নিয়ে মসজিদ কমিটির সভাপতি ইউসুফ আলীর বড় ভাই অবসরপ্রাপ্ত সার্জেন্ট ওয়াজেদ আলী সরকারের সঙ্গে তর্ক-বিতর্ক হয় খোরশেদ আলমের। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে মসজিদের বাইরে এসে ইউসুফ আলী ও তাঁর লোকজন খোরশেদ আলমের ওপর হামলা চালিয়ে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করে। গতকাল শনিবার সকালে অবস্থার অবনতি হলে শজিমেকে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
গত শুক্রবার বেলকুচি উপজেলায় ইমামের বেতনের টাকা তোলা নিয়ে মসজিদের মধ্যে দুইপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে এক দিনমজুর আহত হলে ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় এবার মসজিদের ইমামের বেতনের টাকা তোলা নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত খোরশেদ আলম (৫৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গতকাল শনিবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। শুক্রবার দুপুরে হামলার ঘটনা ঘটে। এরপর তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ ঘটনায় খোরশেদ আলমের স্ত্রী মুঞ্জুয়ারা খাতুন বাদী হয়ে ১১ জনের নামে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন ইউসুফ আলী ও ওমর ফারুক শিশির।
খোরশেদ আলম সলঙ্গা থানার চক মনোহরপুর গ্রামের বাসিন্দা।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, শুক্রবার জুমার নামাজ শেষে চক মনোহরপুর মধ্যপাড়া জামে মসজিদে ইমামের বেতনের টাকা তোলা নিয়ে মসজিদ কমিটির সভাপতি ইউসুফ আলীর বড় ভাই অবসরপ্রাপ্ত সার্জেন্ট ওয়াজেদ আলী সরকারের সঙ্গে তর্ক-বিতর্ক হয় খোরশেদ আলমের। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে মসজিদের বাইরে এসে ইউসুফ আলী ও তাঁর লোকজন খোরশেদ আলমের ওপর হামলা চালিয়ে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করে। গতকাল শনিবার সকালে অবস্থার অবনতি হলে শজিমেকে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
গত শুক্রবার বেলকুচি উপজেলায় ইমামের বেতনের টাকা তোলা নিয়ে মসজিদের মধ্যে দুইপক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে এক দিনমজুর আহত হলে ওই রাতেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে