৩ রাতে ১০টি পাম্প চুরি

রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২২, ০৭: ৪৩
আপডেট : ১৮ মার্চ ২০২২, ১২: ৪২

রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন মাঠে গত কয়েক দিনে কৃষিজমিতে সেচ দেওয়ার জন্য বসানো ১০টি পানির পাম্প চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পোমরা ইউনিয়ন ও বেতাগী ইউনিয়ন থেকে গত ৩ রাতে ৬ কৃষকের ১০টি পাম্প চুরি হয়েছে। এসব পাম্পের প্রতিটির বর্তমান বাজারমূল্য ২০ হাজার টাকা।

ভুক্তভোগী কৃষকেরা হলেন পোমরা ইউনিয়নের মাইজপাড়ার বাসিন্দা মাহবুবুল আলম, পোমরা ইউনিয়নের ছাইনি পাড়ার বাসিন্দা মো. রমজান আলী, পোমরা ইউনিয়নের গিরিজ ফকির বাড়ির বাসিন্দা আলম, পৌরসভার মধ্যম নোয়াগাঁও এলাকার বাসিন্দা মো. এমরান, পৌরসভার নোয়াগাঁও ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আহমদুল হক, পৌরসভার মধ্যম নোয়াগাঁও এলাকার বাসিন্দা এমতাজুর রহমান।

গত বুধবার সকালে নোয়াগাঁও এলাকায় সরেজমিন ভুক্তভোগী কৃষকদের সঙ্গে কথা বললে তাঁরা জানান, চলতি মাসের শুরু থেকে চোরের দল পানির পাম্প চুরি করতে সক্রিয় হয়ে ওঠে। এর মধ্যে মঙ্গলবার রাতে ৫টি, সোমবার রাতে ২টি ও তারও আগের রাতে ১টিসহ মোট ১০টি পাম্প চুরি করে নিয়ে গেছে।

কৃষক মো. রমজান আলী বলেন, ‘ভালো ফলনের সম্ভাবনা দেখে ব্যাংক থেকে ঋণ নিয়ে পানির পাম্প কিনেছি। এর মধ্যে পানির পাম্প চুরি করে নিয়ে গেছে চোরেরা। পরে আরেকটা কিনেছি, সেটাও চুরি করে নিয়ে যায়। এদিকে ব্যাংকের লোক এসে বাড়িতে বসে থাকে, এখন কীভাবে ঋণ পরিশোধ করব জানি না।’

আরেক ভুক্তভোগী মাহবুবুল আলম বলেন, ‘এখানে পানি সব সময় পাওয়া যায় না। আমরা কৃষিঋণ নিয়ে চাষ করি। আবার সুদের টাকা নিতে হয় চাষ করার জন্য। চাষ করে সংসার অতিবাহিত করি। এমন অবস্থায় আমাদের মতো অসহায় কৃষকদের ক্ষতি করছে চোরেরা। আবার সুদের টাকা নিয়ে পানির পাম্প আরেকটি কিনেছি, সেটার পাহারা দেওয়ার জন্য সন্ধ্যা নামলেই নির্ঘুম রাত কাটাতে হচ্ছে।’

এ বিষয়ে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জালাল উদ্দীন বলেন, ‘একইভাবে চুরির ঘটনা আমার এলাকায়ও হচ্ছে। স্থানীয় বাসিন্দাসহ সবাই চোর ধরার চেষ্টা করে যাচ্ছি।’

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিলকী বলেন, ‘পানির পাম্প চুরির বিষয়ে আমাদের কাছে কোনো ভুক্তভোগী অভিযোগ নিয়ে আসেনি। এ ব্যাপারে এই প্রথম শুনেছি। ভুক্তভোগী কেউ এসে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত