‘পদ্মা’ বিভাগের খবরে ফরিদপুরে উচ্ছ্বাস

ফরিদপুর সংবাদদাতা
Thumbnail image

অবশেষে বৃহত্তর ফরিদপুরের কয়েকটি জেলা নিয়ে ‘পদ্মা’ নামে নতুন বিভাগ হচ্ছে। আগামী রোববার প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বিষয়টি পাস হতে পারে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সভায় সভাপতিত্ব করবেন। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন বিভাগ পাওয়ার খবরে ফরিদপুরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মহলের বিভিন্ন ব্যক্তি উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

ফরিদপুর উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মো. আবদুল আজিজ বলেন, ‘এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের খবর। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। পদ্মা সেতু হয়ে গেছে। এখন বিভাগ হচ্ছে। বিভাগ হলে এই অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে।’ ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘বৃহত্তর ফরিদপুরকে পদ্মা বিভাগ হিসেবে ঘোষণা করা হবে বিষয়টি জেনে খুব আনন্দিত হয়েছি।’

ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি শিপ্রা গোস্বামী বলেন, বৃহত্তর ফরিদপুর বিভাগ হবে শুনে খুবই খুশি লাগছে। তবে ‘পদ্মা’ নামের জায়গায় ‘ফরিদপুর’ নামে হলে বেশি খুশি হতাম। এখন দ্রুত ফরিদপুরকে সিটি করপোরেশন ঘোষণা করা জরুরি।

ফরিদপুর নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন বলেন, ‘আমাদের দাবি, বিভাগীয় সদর দপ্তরসহ প্রতিটি দপ্তর ফরিদপুর শহরে স্থাপন করা হোক। এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার দাবি জানাই।’

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেন, প্রধানমন্ত্রী এ সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিলেন। এখন বাস্তবায়িত হতে যাচ্ছে। এ জন্য ফরিদপুরের জনগণ ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত