আজকের পত্রিকা ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত সোমবার রাতে স্ত্রীসহ ঘরে ঘুমিয়ে ছিলেন রাজমিস্ত্রি জয়নাল আবেদীন। মধ্যরাতে তাঁদের দোচালা টিনের ঘরের ওপর একটি গাছ ভেঙে পড়লে চাপা পড়েন দুজনে। পড়ে সেখানেই মৃত্যু হয় জয়নালের। ঝড়ের রাতের এই ঘুমই শেষ ঘুম হলো জয়নালের।
শুধু জয়নালই নন, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আরও একজনের মৃত্যু হয়েছে। বাকি একজন নবীনগরের। এ ছাড়া নরসিংদী ও কিশোরগঞ্জে ঘূর্ণিঝড়ে ফসল ও বাড়িঘরের বেশ ক্ষতি হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
কসবা: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে গাছ ভেঙে পড়ে রাজমিস্ত্রি জয়নাল আবেদীনের (২৮) মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তাঁর স্ত্রী নিপা আক্তার (২০)। গত সোমবার মধ্যরাতে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
জয়নাল আবেদীনের স্বজনদের সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে খাওয়া শেষে নিজেদের দোচালা টিনের ঘরে ঘুমিয়ে পড়েন জয়নাল ও তাঁর স্ত্রী নিপা আক্তার। রাত আনুমানিক ১২টার দিকে স্বামী-স্ত্রী ঘুমে থাকা অবস্থায় ঘরের ওপর একটি গাছ ভেঙে পড়লে চাপা পড়েন দুজন। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে গাছটি কেটে দুজনকে উদ্ধার করেন। ততক্ষণে মারা যান জয়নাল আবেদীন। কোমর এবং পায়ে মারাত্মক আঘাত পান জয়নালের স্ত্রী নিপা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম বলেন, জয়নালের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় গাছপালা ও ফসলের আংশিক ক্ষতি হয়েছে। এতে জেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটিও উপড়ে পড়ার পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক সড়কের গাছ পড়ে চলাচলে বিঘ্ন ঘটে। বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় সোমবার রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে মঙ্গলবার সকাল থেকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
ঝড়ের কারণে জেলার চলতি আমন ধানসহ সবজির ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, সিত্রাংয়ের তাণ্ডবে ৮৩ হেক্টর জমির শাকসবজির ক্ষতি হয়েছে। কোনো কোনো স্থানে আমন ধান কিছুটা হেলে পড়েছে। তবে এতে আমন উৎপাদনে কোনো বিরূপ প্রভাব পড়বে না বলে তারা মনে করছেন।
নবীনগর: নবীনগরে বিদ্যুতের ছিঁড়ে যাওয়া তার মেরামত করতে গিয়ে বাতাসের তোড়ে খুঁটিসহ পানিতে পড়ে গিয়ে রিপন মিয়া (২৮) নামের এক যুবক নিহত হন। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। রিপন মিয়া নবীনগর পল্লী বিদ্যুতের লাইনম্যান হিসেবে কাজ করতেন। নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতির শিবপুর জোনাল অফিসের এজিএম কামরুজ্জামান আশিক বিষয়টি নিশ্চিত করেছন।
সরাইল: সরাইলের সিত্রাংয়ের প্রভাবে গাছপালা ভেঙে ও উপড়ে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ-সংযোগ। ডুবে গেছে মাছের ঘের, আগাম ফলানো রবিশস্য। গতকাল উপজেলার অরুয়াইল, পাকশিমুল ইউনিয়নে সারা দিন বিদ্যুৎ ছিল না। দুপুর ১২টায় বিদ্যুৎ এলেও ২০ মিনিট পর চলে যায়। সোমবার সারা রাত বিদ্যুৎহীন ছিল কয়েকটি ইউনিয়ন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রাণীদিয়া গ্রামের ৫টি বাল্কহেড ডুবে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মালিকদের।
পাকুন্দিয়া: কিশোরগঞ্জের পাকুন্দিয়া সোমবার সকাল থেকে শুরু করে দিনভর একটানা বৃষ্টিপাত হয়। সঙ্গে ছিল ঝড়-বাতাস। দিনভর বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।
পুরো দিন বিদ্যুৎহীন ঘরবন্দী কাটাতে হয় অনেককেই। টানা বৃষ্টিপাতে জনভোগান্তির পাশাপাশি প্রভাব পড়ে ফসলি জমিতে। বৃষ্টি ধানের জন্য ভালো হলেও সবজি বাগানের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। তা ছাড়া ঝড়-বাতাসে অনেক এলাকায় গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি ধানি জমি মাটিতে ঢলে পড়ার তথ্যও পাওয়া গেছে।
নরসিংদী: নরসিংদীতে বাড়িঘরসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার ৬ উপজেলা পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাব, রায়পুরা ও সদর উপজেলায় বাড়িঘরসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলায় ফসলের ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানার চেষ্টা করছে স্থানীয় কৃষি বিভাগ। শুধু সদর উপজেলায় ৩ কোটি টাকার ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সদর উপজেলা কৃষি বিভাগ।
নরসিংদী সদর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, সদর উপজেলায় ৩ কোটি টাকার মোট ৭০ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মনোহরদী: মনোহরদীতে বোরো ধান, কলাবাগান ও বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছপালা ভেঙে পড়ে ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। পুরো উপজেলার জমির ফসল মাটির সঙ্গে নুয়ে পড়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কলাগাছ, পান বরজ এবং পেঁপেবাগানের। তবে ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
বেলাব: বেলাবতে বোরো ধান, কলাবাগান, শিম-লাউ খেতসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ধানের জমি মাটির সঙ্গে মিশে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত সোমবার রাতে স্ত্রীসহ ঘরে ঘুমিয়ে ছিলেন রাজমিস্ত্রি জয়নাল আবেদীন। মধ্যরাতে তাঁদের দোচালা টিনের ঘরের ওপর একটি গাছ ভেঙে পড়লে চাপা পড়েন দুজনে। পড়ে সেখানেই মৃত্যু হয় জয়নালের। ঝড়ের রাতের এই ঘুমই শেষ ঘুম হলো জয়নালের।
শুধু জয়নালই নন, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আরও একজনের মৃত্যু হয়েছে। বাকি একজন নবীনগরের। এ ছাড়া নরসিংদী ও কিশোরগঞ্জে ঘূর্ণিঝড়ে ফসল ও বাড়িঘরের বেশ ক্ষতি হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
কসবা: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ে গাছ ভেঙে পড়ে রাজমিস্ত্রি জয়নাল আবেদীনের (২৮) মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তাঁর স্ত্রী নিপা আক্তার (২০)। গত সোমবার মধ্যরাতে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
জয়নাল আবেদীনের স্বজনদের সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে খাওয়া শেষে নিজেদের দোচালা টিনের ঘরে ঘুমিয়ে পড়েন জয়নাল ও তাঁর স্ত্রী নিপা আক্তার। রাত আনুমানিক ১২টার দিকে স্বামী-স্ত্রী ঘুমে থাকা অবস্থায় ঘরের ওপর একটি গাছ ভেঙে পড়লে চাপা পড়েন দুজন। এ সময় প্রতিবেশীরা ছুটে এসে গাছটি কেটে দুজনকে উদ্ধার করেন। ততক্ষণে মারা যান জয়নাল আবেদীন। কোমর এবং পায়ে মারাত্মক আঘাত পান জয়নালের স্ত্রী নিপা। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম বলেন, জয়নালের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় গাছপালা ও ফসলের আংশিক ক্ষতি হয়েছে। এতে জেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটিও উপড়ে পড়ার পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক সড়কের গাছ পড়ে চলাচলে বিঘ্ন ঘটে। বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় সোমবার রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে মঙ্গলবার সকাল থেকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
ঝড়ের কারণে জেলার চলতি আমন ধানসহ সবজির ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, সিত্রাংয়ের তাণ্ডবে ৮৩ হেক্টর জমির শাকসবজির ক্ষতি হয়েছে। কোনো কোনো স্থানে আমন ধান কিছুটা হেলে পড়েছে। তবে এতে আমন উৎপাদনে কোনো বিরূপ প্রভাব পড়বে না বলে তারা মনে করছেন।
নবীনগর: নবীনগরে বিদ্যুতের ছিঁড়ে যাওয়া তার মেরামত করতে গিয়ে বাতাসের তোড়ে খুঁটিসহ পানিতে পড়ে গিয়ে রিপন মিয়া (২৮) নামের এক যুবক নিহত হন। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। রিপন মিয়া নবীনগর পল্লী বিদ্যুতের লাইনম্যান হিসেবে কাজ করতেন। নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতির শিবপুর জোনাল অফিসের এজিএম কামরুজ্জামান আশিক বিষয়টি নিশ্চিত করেছন।
সরাইল: সরাইলের সিত্রাংয়ের প্রভাবে গাছপালা ভেঙে ও উপড়ে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ-সংযোগ। ডুবে গেছে মাছের ঘের, আগাম ফলানো রবিশস্য। গতকাল উপজেলার অরুয়াইল, পাকশিমুল ইউনিয়নে সারা দিন বিদ্যুৎ ছিল না। দুপুর ১২টায় বিদ্যুৎ এলেও ২০ মিনিট পর চলে যায়। সোমবার সারা রাত বিদ্যুৎহীন ছিল কয়েকটি ইউনিয়ন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার রাণীদিয়া গ্রামের ৫টি বাল্কহেড ডুবে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মালিকদের।
পাকুন্দিয়া: কিশোরগঞ্জের পাকুন্দিয়া সোমবার সকাল থেকে শুরু করে দিনভর একটানা বৃষ্টিপাত হয়। সঙ্গে ছিল ঝড়-বাতাস। দিনভর বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে।
পুরো দিন বিদ্যুৎহীন ঘরবন্দী কাটাতে হয় অনেককেই। টানা বৃষ্টিপাতে জনভোগান্তির পাশাপাশি প্রভাব পড়ে ফসলি জমিতে। বৃষ্টি ধানের জন্য ভালো হলেও সবজি বাগানের কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। তা ছাড়া ঝড়-বাতাসে অনেক এলাকায় গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি ধানি জমি মাটিতে ঢলে পড়ার তথ্যও পাওয়া গেছে।
নরসিংদী: নরসিংদীতে বাড়িঘরসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার ৬ উপজেলা পলাশ, শিবপুর, মনোহরদী, বেলাব, রায়পুরা ও সদর উপজেলায় বাড়িঘরসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলায় ফসলের ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানার চেষ্টা করছে স্থানীয় কৃষি বিভাগ। শুধু সদর উপজেলায় ৩ কোটি টাকার ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সদর উপজেলা কৃষি বিভাগ।
নরসিংদী সদর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, সদর উপজেলায় ৩ কোটি টাকার মোট ৭০ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মনোহরদী: মনোহরদীতে বোরো ধান, কলাবাগান ও বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছপালা ভেঙে পড়ে ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। পুরো উপজেলার জমির ফসল মাটির সঙ্গে নুয়ে পড়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কলাগাছ, পান বরজ এবং পেঁপেবাগানের। তবে ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
বেলাব: বেলাবতে বোরো ধান, কলাবাগান, শিম-লাউ খেতসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ধানের জমি মাটির সঙ্গে মিশে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে