গোলাম কবির বিলু, পীরগঞ্জ
পীরগঞ্জের অর্ধশতাধিক ইটভাটায় দেদার পোড়ানো হচ্ছে কাঠ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করার পর ভাটামালিকেরা আরও বেপরোয়া হয়ে উঠেছেন। আর অভিযান হবে না, এমন ধারণা থেকে এবং কয়লার দাম বেড়ে যাওয়ায় তাঁরা জ্বালানির জন্য গাছের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন।
উপজেলায় সরকারি নীতিমালা অনুযায়ী মাত্র পাঁচ থেকে ছয়টি অটো ইটভাটা রয়েছে। সেই সঙ্গে ৪৭টি স্থায়ী চিমনি ভাটায় ইট পোড়ানো হচ্ছে। বেশ কিছু চিমনির ভাটার মালিক পরিবেশ অধিদপ্তরের হাত থেকে বাঁচতে হাইকোর্টে রিট করে ইট তৈরি অব্যাহত রেখেছেন। বাকিগুলো পুরোপুরি অবৈধভাবে চলছে।
সরেজমিনে ইটভাটাগুলোর কোথাও জ্বালানির কয়লা চোখে পড়েনি। শুধু গাছপালা আর বাঁশের গোড়ার অংশ দিয়ে ইট পোড়ানো হচ্ছে। ভাটামালিকেরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কেউ আইন মানছেন না। দেদারসে গাছ পোড়ানোর কারণে স্বাস্থ্যঝুঁকিসহ পরিবেশ হুমকির মুখে পড়েছে।
সম্প্রতি পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) রাজিব মাহমুদ মিঠুনের নেতৃত্বে পীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটটি ভাটাকে ৩১ লাখ টাকা জরিমানা এবং তিনটি ভাটা ভেঙে দেওয়া হয়। এরপরই ভাটামালিকেরা নির্ভয়ে কাঠ পোড়াচ্ছেন। কারণ, এ বছর আর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা নাও হতে পারে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মালিক জানিয়েছেন। তাই ভয়হীন পরিবেশে ভাটা ব্যবসায়ীরা কাঠ পোড়াচ্ছেন।
ভ্রাম্যমাণ আদালতের ওই অভিযানে কুমেদপুর ইউনিয়নের কাঞ্চনপুরে আব্দুস সালাম মিয়ার মালিকানাধীন ‘এসএফবি’ ব্র্যান্ডের দুটি ভাটায় ৮ লাখ এবং ফারুক মিয়ার ‘এমএফএম’ ব্র্যান্ডের একটি ভাটায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়। তারপরও তাঁরা ভাটা এলাকায় হাজারো মণ কাঠ মজুত করে রেখেছেন। একই চিত্র উপজেলার বাকি সব ইটভাটায়।
অপরদিকে জরিমানায় দেওয়া টাকা পুষিয়ে নিতে ভাটামালিকেরা বাড়িয়ে দিয়েছেন ইটের মূল্য। এবার মৌসুমের শুরুতেই প্রতি হাজার ইট ৮ থেকে ৯ হাজার টাকায় বিক্রি হচ্ছে। গত বছর এ সময় প্রতি হাজার ইট ৬ থেকে ৭ হাজার টাকায় বিক্রি হয়েছে।
যোগাযোগ করা হলে ইটভাটার মালিক আব্দুস সালাম মিয়া বলেন, ‘এবার প্রতি টন কয়লা ২১ হাজার টাকা করায় কাঠ দিয়ে ইট পোড়াচ্ছি। গত বছর প্রতি টন কয়লার মূল্য ছিল প্রায় ১০ হাজার টাকা। আর হাতের কাছেই কাঠ খড়ি পাওয়া যাওয়ায় তা দিয়ে ইট পুড়তে সমস্যা কম।’
উপজেলা ভাটামালিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, এ বছর ভাটাগুলোতে কাঠ পোড়ানো হচ্ছে বলে বিভিন্ন এলাকা থেকে সচেতন মানুষজন জানিয়েছেন। এ উপজেলায় মাত্র চার থেকে পাঁচটি ভাটার বৈধ কাগজপত্র রয়েছে। কিছু ভাটার মালিক হাইকোর্টে রিট করে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিধির বাইরে এবার আরও দুটি নতুন ভাটা করা হয়েছে। উন্নয়নকাজের জন্য ইট তৈরি করা দরকার। তবে তা বিধি অনুযায়ী হওয়া চাই।
এ বিষয়ে রংপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মেজ-বাবুল আলম জানান, জরিমানা করার পর অবৈধ ইটভাটাগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আর কাঠ পোড়ানো বন্ধে অভিযান চলমান থাকবে।
পীরগঞ্জের অর্ধশতাধিক ইটভাটায় দেদার পোড়ানো হচ্ছে কাঠ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা করার পর ভাটামালিকেরা আরও বেপরোয়া হয়ে উঠেছেন। আর অভিযান হবে না, এমন ধারণা থেকে এবং কয়লার দাম বেড়ে যাওয়ায় তাঁরা জ্বালানির জন্য গাছের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন।
উপজেলায় সরকারি নীতিমালা অনুযায়ী মাত্র পাঁচ থেকে ছয়টি অটো ইটভাটা রয়েছে। সেই সঙ্গে ৪৭টি স্থায়ী চিমনি ভাটায় ইট পোড়ানো হচ্ছে। বেশ কিছু চিমনির ভাটার মালিক পরিবেশ অধিদপ্তরের হাত থেকে বাঁচতে হাইকোর্টে রিট করে ইট তৈরি অব্যাহত রেখেছেন। বাকিগুলো পুরোপুরি অবৈধভাবে চলছে।
সরেজমিনে ইটভাটাগুলোর কোথাও জ্বালানির কয়লা চোখে পড়েনি। শুধু গাছপালা আর বাঁশের গোড়ার অংশ দিয়ে ইট পোড়ানো হচ্ছে। ভাটামালিকেরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কেউ আইন মানছেন না। দেদারসে গাছ পোড়ানোর কারণে স্বাস্থ্যঝুঁকিসহ পরিবেশ হুমকির মুখে পড়েছে।
সম্প্রতি পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) রাজিব মাহমুদ মিঠুনের নেতৃত্বে পীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটটি ভাটাকে ৩১ লাখ টাকা জরিমানা এবং তিনটি ভাটা ভেঙে দেওয়া হয়। এরপরই ভাটামালিকেরা নির্ভয়ে কাঠ পোড়াচ্ছেন। কারণ, এ বছর আর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা নাও হতে পারে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মালিক জানিয়েছেন। তাই ভয়হীন পরিবেশে ভাটা ব্যবসায়ীরা কাঠ পোড়াচ্ছেন।
ভ্রাম্যমাণ আদালতের ওই অভিযানে কুমেদপুর ইউনিয়নের কাঞ্চনপুরে আব্দুস সালাম মিয়ার মালিকানাধীন ‘এসএফবি’ ব্র্যান্ডের দুটি ভাটায় ৮ লাখ এবং ফারুক মিয়ার ‘এমএফএম’ ব্র্যান্ডের একটি ভাটায় ৫ লাখ টাকা জরিমানা করা হয়। তারপরও তাঁরা ভাটা এলাকায় হাজারো মণ কাঠ মজুত করে রেখেছেন। একই চিত্র উপজেলার বাকি সব ইটভাটায়।
অপরদিকে জরিমানায় দেওয়া টাকা পুষিয়ে নিতে ভাটামালিকেরা বাড়িয়ে দিয়েছেন ইটের মূল্য। এবার মৌসুমের শুরুতেই প্রতি হাজার ইট ৮ থেকে ৯ হাজার টাকায় বিক্রি হচ্ছে। গত বছর এ সময় প্রতি হাজার ইট ৬ থেকে ৭ হাজার টাকায় বিক্রি হয়েছে।
যোগাযোগ করা হলে ইটভাটার মালিক আব্দুস সালাম মিয়া বলেন, ‘এবার প্রতি টন কয়লা ২১ হাজার টাকা করায় কাঠ দিয়ে ইট পোড়াচ্ছি। গত বছর প্রতি টন কয়লার মূল্য ছিল প্রায় ১০ হাজার টাকা। আর হাতের কাছেই কাঠ খড়ি পাওয়া যাওয়ায় তা দিয়ে ইট পুড়তে সমস্যা কম।’
উপজেলা ভাটামালিক সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, এ বছর ভাটাগুলোতে কাঠ পোড়ানো হচ্ছে বলে বিভিন্ন এলাকা থেকে সচেতন মানুষজন জানিয়েছেন। এ উপজেলায় মাত্র চার থেকে পাঁচটি ভাটার বৈধ কাগজপত্র রয়েছে। কিছু ভাটার মালিক হাইকোর্টে রিট করে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিধির বাইরে এবার আরও দুটি নতুন ভাটা করা হয়েছে। উন্নয়নকাজের জন্য ইট তৈরি করা দরকার। তবে তা বিধি অনুযায়ী হওয়া চাই।
এ বিষয়ে রংপুর পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মেজ-বাবুল আলম জানান, জরিমানা করার পর অবৈধ ইটভাটাগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আর কাঠ পোড়ানো বন্ধে অভিযান চলমান থাকবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে