Ajker Patrika

কেন্দুয়ায় গাঁজাগাছসহ গ্রেপ্তার ১

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৫: ৩০
কেন্দুয়ায় গাঁজাগাছসহ গ্রেপ্তার ১

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ১৪ ফুট উঁচু একটি গাঁজা গাছসহ ওয়াসিম মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার-কোনাপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। গতকাল সোমবার তাঁকে আদালতে পাঠানো হয়। আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ওয়াসিম মিয়া বাড়িতে শিম গাছের মাচার নিচে গাঁজার গাছ রোপণ করেন। গাছটি মাচার নিচে হওয়া কারও নজরে আসেনি। গাছটি ১৪ ফুট উঁচু। ওজন ১৬ কেজি। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে ওয়াসিম মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে গাঁজা গাছসহ ওয়াসিম মিয়াকে আটক করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) তানভীর মেহেদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার ওয়াসিমকে গতকাল সোমবার আদালতে পাঠালে আদালত কারাগারে পাঠানো নির্দেশ দেন।

কেন্দুয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘গাঁজার গাছসহ আটক ওয়াসিম মিয়ার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়। মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত