মিজান মাহী, দুর্গাপুর
ছিল উপজেলার একমাত্র বইপড়ার জায়গা। গড়ে উঠেছিল বড় পরিসরে। অল্প দিনেই পেয়েছিল পাঠকপ্রিয়তা। কিন্তু পরিচালনার অভাবে দীর্ঘ ১৭ বছর ধরে তালাবদ্ধভাবে পড়ে আছে গণগ্রন্থাগারটি। মুছে গেছে দেওয়ালে লাগানো সাইনবোর্ডও। দুর্গাপুর উপজেলার গণগ্রন্থাগারটির এ হালে বই ও পত্রিকা পড়া থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় সব শ্রেণি-পেশার মানুষ।
১৯৯৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মাহাবুব আলমের একান্ত প্রচেষ্টায় উপজেলার একমাত্র গণগ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়। গ্রন্থাগারটির অবস্থান উপজেলা পরিষদের তৎকালীন মিলনায়তন হলের দ্বিতীয় তলায়।
গ্রন্থাগার স্থাপনে মাহাবুবকে সহযোগিতা করে উপজেলা প্রশাসন। এ ছাড়া শিক্ষক, মুক্তিযোদ্ধা, সমাজসেবক, শিল্পপতি ও তরুণ যুবকেরা সহযোগিতায় এগিয়ে আসেন। কম সময়ের মধ্যেই গ্রন্থাগারটির পাঠকপ্রিয়তাও আকাশছোঁয়া হয়।
১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত গ্রন্থাগারটি চলেছে ভালোভাবে। পরে মাহাবুব পুলিশ বাহিনীতে যোগ দিলে পরিচালনায় লোকের ঘাটতি দেখা দেয়। অবশেষে ২০০৪ সালে বন্ধ হয়ে যায় গ্রন্থাগারটি। এরপর বছরের পর বছর গ্রন্থাগারটি তালাবদ্ধভাবে পড়ে আছে।
এই গণগ্রন্থাগারের আজীবন সদস্য ও সাবেক প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ জানালেন, গ্রন্থাগারটি প্রতিষ্ঠার পর বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষিত যুবক, বৃদ্ধ ও স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা বিভিন্ন প্রকার বই পড়তে আসতেন গ্রন্থাগারে। মাহাবুব পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার পর গ্রন্থাগারটি পরিচালনার অভাবে বন্ধ হয়ে যায়।
প্রবীণ সাংবাদিক নুরুল ইসলাম বলেন, ‘উপজেলায় কোনো গ্রন্থাগার ছিল না। মনে আছে, গ্রন্থাগারটি চালু হওয়ার পর লোকজনদের ভিড়ে মুখরিত হয়ে থাকত। সংবাদপত্রের কাজের ফাঁকে ফাঁকে প্রায়ই গ্রন্থাগারটিতে বসতাম, বই পড়তাম। ১৭ বছর ধরে গ্রন্থাগারটি বন্ধ হয়ে পড়ে আছে। এখনকার ছেলেমেয়েরা আর বই পড়ে না। মোবাইলে আসক্ত। গ্রন্থাগারটি চালু করা হলে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস তৈরি হতো।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রেশমা খাতুন বলেন, ‘পরিচালনার অভাব বা সমস্যার অজুহাত দেখিয়ে এত বছর ধরে একটি গ্রন্থাগার বন্ধ থাকতে পারে না। আমরা চাই, গণ-মানুষের জ্ঞানচর্চার কথা চিন্তা করে প্রশাসন যেন জরুরি ভিত্তিতে গণগ্রন্থাগারটি আবার চালু করে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, ‘উপজেলার একমাত্র গণগ্রন্থাগারটি বন্ধ রয়েছে। বিষয়টা আমি জেনেছি। সবার সহযোগিতা পেলে গ্রন্থাগারটি আবারও চালুর বিষয়ে সার্বিক সহযোগিতা ও উদ্যোগ নেব।’
ছিল উপজেলার একমাত্র বইপড়ার জায়গা। গড়ে উঠেছিল বড় পরিসরে। অল্প দিনেই পেয়েছিল পাঠকপ্রিয়তা। কিন্তু পরিচালনার অভাবে দীর্ঘ ১৭ বছর ধরে তালাবদ্ধভাবে পড়ে আছে গণগ্রন্থাগারটি। মুছে গেছে দেওয়ালে লাগানো সাইনবোর্ডও। দুর্গাপুর উপজেলার গণগ্রন্থাগারটির এ হালে বই ও পত্রিকা পড়া থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় সব শ্রেণি-পেশার মানুষ।
১৯৯৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মাহাবুব আলমের একান্ত প্রচেষ্টায় উপজেলার একমাত্র গণগ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়। গ্রন্থাগারটির অবস্থান উপজেলা পরিষদের তৎকালীন মিলনায়তন হলের দ্বিতীয় তলায়।
গ্রন্থাগার স্থাপনে মাহাবুবকে সহযোগিতা করে উপজেলা প্রশাসন। এ ছাড়া শিক্ষক, মুক্তিযোদ্ধা, সমাজসেবক, শিল্পপতি ও তরুণ যুবকেরা সহযোগিতায় এগিয়ে আসেন। কম সময়ের মধ্যেই গ্রন্থাগারটির পাঠকপ্রিয়তাও আকাশছোঁয়া হয়।
১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত গ্রন্থাগারটি চলেছে ভালোভাবে। পরে মাহাবুব পুলিশ বাহিনীতে যোগ দিলে পরিচালনায় লোকের ঘাটতি দেখা দেয়। অবশেষে ২০০৪ সালে বন্ধ হয়ে যায় গ্রন্থাগারটি। এরপর বছরের পর বছর গ্রন্থাগারটি তালাবদ্ধভাবে পড়ে আছে।
এই গণগ্রন্থাগারের আজীবন সদস্য ও সাবেক প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ জানালেন, গ্রন্থাগারটি প্রতিষ্ঠার পর বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষিত যুবক, বৃদ্ধ ও স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা বিভিন্ন প্রকার বই পড়তে আসতেন গ্রন্থাগারে। মাহাবুব পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার পর গ্রন্থাগারটি পরিচালনার অভাবে বন্ধ হয়ে যায়।
প্রবীণ সাংবাদিক নুরুল ইসলাম বলেন, ‘উপজেলায় কোনো গ্রন্থাগার ছিল না। মনে আছে, গ্রন্থাগারটি চালু হওয়ার পর লোকজনদের ভিড়ে মুখরিত হয়ে থাকত। সংবাদপত্রের কাজের ফাঁকে ফাঁকে প্রায়ই গ্রন্থাগারটিতে বসতাম, বই পড়তাম। ১৭ বছর ধরে গ্রন্থাগারটি বন্ধ হয়ে পড়ে আছে। এখনকার ছেলেমেয়েরা আর বই পড়ে না। মোবাইলে আসক্ত। গ্রন্থাগারটি চালু করা হলে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস তৈরি হতো।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রেশমা খাতুন বলেন, ‘পরিচালনার অভাব বা সমস্যার অজুহাত দেখিয়ে এত বছর ধরে একটি গ্রন্থাগার বন্ধ থাকতে পারে না। আমরা চাই, গণ-মানুষের জ্ঞানচর্চার কথা চিন্তা করে প্রশাসন যেন জরুরি ভিত্তিতে গণগ্রন্থাগারটি আবার চালু করে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, ‘উপজেলার একমাত্র গণগ্রন্থাগারটি বন্ধ রয়েছে। বিষয়টা আমি জেনেছি। সবার সহযোগিতা পেলে গ্রন্থাগারটি আবারও চালুর বিষয়ে সার্বিক সহযোগিতা ও উদ্যোগ নেব।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে