কুড়িগ্রাম ও চিলমারী প্রতিনিধি
কুড়িগ্রামের চিলমারী উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ উঠেছে। তথ্য অধিকার আইন অনুযায়ী, নির্ধারিত আবেদন ফরমে তথ্য চাইতে গেলেও তাঁরা আবেদনপত্র নেন না। এমনকি গত সোমবার কৃষি কার্যালয়ে আবেদনপত্র নিয়ে দুই সাংবাদিক তথ্য চাইতে গেলেও তাঁদের ফিরিয়ে দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ও তথ্য প্রদানকারী কর্মকর্তা কুমার প্রণয় বিষাণ দাস জানান, তিনি কার্যালয়ের বাইরে থাকায় বিষয়টি জানতে পারেননি। আবেদনপত্র গ্রহণ না করার বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।
তথ্য না পাওয়া দুই সাংবাদিক হলেন চিলমারীর এস এম রাফি ও ফয়সাল হক। তাঁরা জানান, গত সোমবার সকালে তথ্য অধিকার আইন অনুযায়ী নির্ধারিত ফরমে ২০২২-২৩ অর্থবছরের কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় উপজেলায় রবি মৌসুমে বীজ ও সার বিতরণের তালিকা চেয়ে আবেদনপত্র নিয়ে উপজেলা কৃষি কার্যালয়ে যাওয়া হয়। এ সময় দায়িত্বরত অফিস সহকারী নাজিবুল ইসলাম আবেদনপত্রটি নিতে অস্বীকৃতি জানান। এরপর ওই অফিসের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুর আলমের কাছে গেলে তিনি আবেদনটি রেখে যেতে বলেন। প্রাপ্তি স্বীকারপত্র চাইলে ওই কর্মকর্তা তা দিতে অস্বীকৃতি জানান।
সাংবাদিক রাফি বলেন, ‘আমরা আবেদনপত্র জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র চেয়েছি; কিন্তু দায়িত্বরত অফিস সহকারী নাজিবুল আমাদের বলেন পত্র জমা দিয়ে যেতে পারেন, তবে প্রাপ্তি স্বীকারপত্র নেওয়া যাবে না।’
রাফি আরও বলেন, তথ্য অধিকার আইনে আবেদন করে তথ্য না পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য প্রাপ্তি স্বীকারপত্র অবশ্যই প্রয়োজন; কিন্তু তাঁরা তথ্য দিতেও চান না, আবেদনের প্রাপ্তি স্বীকারপত্রও দিতে চান না। এটা আইনের লঙ্ঘন কি না তা কর্তৃপক্ষ নিশ্চয় খতিয়ে দেখবে।
সাংবাদিক ফয়সাল হক জানান, তারা আবেদন রেখে যেতে বলেছেন। সে সঙ্গে এটাও জানিয়েছেন, ওপরের কর্মকর্তার নিষেধ থাকায় তাঁরা আবেদনপত্র নেননি।
এ বিষয়ে উপজেলা কৃষি কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নাজিবুল ইসলাম বলেন, ‘ওই আবেদনপত্র না নেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তার মৌখিক নির্দেশনা থাকায় আমি সেটি নিইনি। কর্তৃপক্ষ বলেছে, এখনো সব তথ্য আসেনি। আবেদন নেওয়া যাবে না, তাঁদের পরে আসতে বলেন।’
উপজেলা কৃষি কর্মকর্তা ও তথ্য প্রদানকারী কর্মকর্তা কুমার প্রণয় বিষাণ দাস বলেন, ‘আমি অফিসের বাইরে ছিলাম। তাই বলতে পারছি না।’ আবেদন দিলে প্রাপ্তি স্বীকারপত্র কেন দেওয়া যাবে না, এমন প্রশ্নে তিনি প্রাপ্তি স্বীকারপত্র দেওয়ার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘কারা আবেদন নেয়নি সেটা তো আমার জানা নেই। কেউ আবেদন করলে অবশ্যই গ্রহণ করা হবে।’
কুড়িগ্রামের চিলমারী উপজেলা কৃষি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ উঠেছে। তথ্য অধিকার আইন অনুযায়ী, নির্ধারিত আবেদন ফরমে তথ্য চাইতে গেলেও তাঁরা আবেদনপত্র নেন না। এমনকি গত সোমবার কৃষি কার্যালয়ে আবেদনপত্র নিয়ে দুই সাংবাদিক তথ্য চাইতে গেলেও তাঁদের ফিরিয়ে দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ও তথ্য প্রদানকারী কর্মকর্তা কুমার প্রণয় বিষাণ দাস জানান, তিনি কার্যালয়ের বাইরে থাকায় বিষয়টি জানতে পারেননি। আবেদনপত্র গ্রহণ না করার বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।
তথ্য না পাওয়া দুই সাংবাদিক হলেন চিলমারীর এস এম রাফি ও ফয়সাল হক। তাঁরা জানান, গত সোমবার সকালে তথ্য অধিকার আইন অনুযায়ী নির্ধারিত ফরমে ২০২২-২৩ অর্থবছরের কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় উপজেলায় রবি মৌসুমে বীজ ও সার বিতরণের তালিকা চেয়ে আবেদনপত্র নিয়ে উপজেলা কৃষি কার্যালয়ে যাওয়া হয়। এ সময় দায়িত্বরত অফিস সহকারী নাজিবুল ইসলাম আবেদনপত্রটি নিতে অস্বীকৃতি জানান। এরপর ওই অফিসের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুর আলমের কাছে গেলে তিনি আবেদনটি রেখে যেতে বলেন। প্রাপ্তি স্বীকারপত্র চাইলে ওই কর্মকর্তা তা দিতে অস্বীকৃতি জানান।
সাংবাদিক রাফি বলেন, ‘আমরা আবেদনপত্র জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র চেয়েছি; কিন্তু দায়িত্বরত অফিস সহকারী নাজিবুল আমাদের বলেন পত্র জমা দিয়ে যেতে পারেন, তবে প্রাপ্তি স্বীকারপত্র নেওয়া যাবে না।’
রাফি আরও বলেন, তথ্য অধিকার আইনে আবেদন করে তথ্য না পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য প্রাপ্তি স্বীকারপত্র অবশ্যই প্রয়োজন; কিন্তু তাঁরা তথ্য দিতেও চান না, আবেদনের প্রাপ্তি স্বীকারপত্রও দিতে চান না। এটা আইনের লঙ্ঘন কি না তা কর্তৃপক্ষ নিশ্চয় খতিয়ে দেখবে।
সাংবাদিক ফয়সাল হক জানান, তারা আবেদন রেখে যেতে বলেছেন। সে সঙ্গে এটাও জানিয়েছেন, ওপরের কর্মকর্তার নিষেধ থাকায় তাঁরা আবেদনপত্র নেননি।
এ বিষয়ে উপজেলা কৃষি কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নাজিবুল ইসলাম বলেন, ‘ওই আবেদনপত্র না নেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তার মৌখিক নির্দেশনা থাকায় আমি সেটি নিইনি। কর্তৃপক্ষ বলেছে, এখনো সব তথ্য আসেনি। আবেদন নেওয়া যাবে না, তাঁদের পরে আসতে বলেন।’
উপজেলা কৃষি কর্মকর্তা ও তথ্য প্রদানকারী কর্মকর্তা কুমার প্রণয় বিষাণ দাস বলেন, ‘আমি অফিসের বাইরে ছিলাম। তাই বলতে পারছি না।’ আবেদন দিলে প্রাপ্তি স্বীকারপত্র কেন দেওয়া যাবে না, এমন প্রশ্নে তিনি প্রাপ্তি স্বীকারপত্র দেওয়ার বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘কারা আবেদন নেয়নি সেটা তো আমার জানা নেই। কেউ আবেদন করলে অবশ্যই গ্রহণ করা হবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে