বিনোদন ডেস্ক
আলিয়া ভাট অভিনীত নতুন সিনেমা ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ মুক্তি পাচ্ছে ২৫ ফেব্রুয়ারি। সিনেমায় এই অভিনেত্রীকে ‘গাঙ্গুবাই’ চরিত্রে দেখা যাবে। এখন পর্যন্ত আলিয়া অভিনীত চরিত্রগুলোর মধ্যে গাঙ্গুবাই সবচেয়ে কঠিন। আলিয়া নিজেই জানালেন সে কথা, ‘চরিত্রের নিরিখে তো বটেই, শুটিং করতেও বেশ কষ্ট হয়েছে। পরিচালক সঞ্জয় লীলা বনশালী এতটাই নিখুঁত যে আমাদের সব রকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে হয়েছে। সেটে এক মুহূর্তের অবসর ছিল না। এনার্জি ও পারফরম্যান্সের দিক থেকে সেরাটা চান তিনি।’
কাথিয়াওয়াড়ির গাঙ্গুবাই বম্বের কামাথিপুরায় জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন। তাই চরিত্রের প্রয়োজনে দুই ধরনের বাচনভঙ্গি রপ্ত করতে হয়েছে আলিয়াকে। দুই বছর ধরে শুধু গাঙ্গুর চরিত্রের সঙ্গেই ছিলেন। অন্য কোনো সিনেমা করেননি। অথচ, প্রথমে ৯০ দিনের শিডিউল ছিল শুটিংয়ের জন্য। করোনার কারণে সেই শুটিং দেড় শ দিনে শেষ হয়েছে।
এরই মধ্যে কথা উঠেছে, গাঙ্গুবাইয়ের মতো যৌনকর্মীর চরিত্রে একেবারেই বেমানান আলিয়া। উত্তরে আলিয়া বলেছেন, ‘প্রশ্ন ওঠাই স্বাভাবিক। কারণ, এমন চরিত্রে আমাকে আগে কেউ দেখেননি। তা ছাড়া, ইন্টারনেটে গাঙ্গুবাইয়ের বৃদ্ধ বয়সের একটাই ছবি পাওয়া যায়। তাই হয়তো বয়স নিয়ে ভুল ধারণা তৈরি হয়েছে। ছবিতে গাঙ্গুর ১৭ থেকে ৩২ বছর বয়সের সময়কাল ধরা হয়েছে। আমি মনে করি, সিনেমাটি নিয়ে এই যে সবাই ভাবছেন—এটাই প্রাপ্তি। তা ছাড়া, সোশ্যাল মিডিয়া মরীচিকার মতো, বিভ্রান্তি ছড়ায়। বিভ্রান্ত না হয়ে সিনেমাটি দেখুন।’
মুক্তি প্রতিক্ষীত ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ নিয়ে এরই মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। সিনেমাটির বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে গাঙ্গুবাইয়ের পরিবার। এক সাক্ষাৎকারে গাঙ্গুবাইয়ের পালিত পুত্র বাবু রাওজি শাহ বলেন, ‘সিনেমায় আমার মাকে যৌনকর্মী হিসেবে দেখানো হয়েছে। গাঙ্গুবাইয়ের চরিত্রকে মিথ্যে ও ভিত্তিহীনভাবে তুলে ধরা হয়েছে। একজন সমাজকর্মীকে যৌনকর্মী হিসেবে দেখানো ঠিক কাজ নয়।’
২০২০ সালে গাঙ্গুবাইকে নিয়ে সিনেমার ঘোষণার পরপরই আইনি লড়াই করছেন তাঁর পরিবার। বাবু রাওজি জানান, ‘আমাদের পুরো পরিবারকে পালিয়ে বেড়াতে হচ্ছে। সবাই প্রশ্ন তুলছেন গাঙ্গুবাই সমাজকর্মী ছিলেন নাকি যৌনকর্মী? খুবই বিব্রত হচ্ছি আমরা। সিনেমার পরিচালক সঞ্জয় লীলা বনশালী এবং লেখক হুসেন জাইদিকে আইনি নোটিশ পাঠালেও কোনো লাভ হয়নি।’
আলিয়া ভাট অভিনীত নতুন সিনেমা ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ মুক্তি পাচ্ছে ২৫ ফেব্রুয়ারি। সিনেমায় এই অভিনেত্রীকে ‘গাঙ্গুবাই’ চরিত্রে দেখা যাবে। এখন পর্যন্ত আলিয়া অভিনীত চরিত্রগুলোর মধ্যে গাঙ্গুবাই সবচেয়ে কঠিন। আলিয়া নিজেই জানালেন সে কথা, ‘চরিত্রের নিরিখে তো বটেই, শুটিং করতেও বেশ কষ্ট হয়েছে। পরিচালক সঞ্জয় লীলা বনশালী এতটাই নিখুঁত যে আমাদের সব রকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে হয়েছে। সেটে এক মুহূর্তের অবসর ছিল না। এনার্জি ও পারফরম্যান্সের দিক থেকে সেরাটা চান তিনি।’
কাথিয়াওয়াড়ির গাঙ্গুবাই বম্বের কামাথিপুরায় জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন। তাই চরিত্রের প্রয়োজনে দুই ধরনের বাচনভঙ্গি রপ্ত করতে হয়েছে আলিয়াকে। দুই বছর ধরে শুধু গাঙ্গুর চরিত্রের সঙ্গেই ছিলেন। অন্য কোনো সিনেমা করেননি। অথচ, প্রথমে ৯০ দিনের শিডিউল ছিল শুটিংয়ের জন্য। করোনার কারণে সেই শুটিং দেড় শ দিনে শেষ হয়েছে।
এরই মধ্যে কথা উঠেছে, গাঙ্গুবাইয়ের মতো যৌনকর্মীর চরিত্রে একেবারেই বেমানান আলিয়া। উত্তরে আলিয়া বলেছেন, ‘প্রশ্ন ওঠাই স্বাভাবিক। কারণ, এমন চরিত্রে আমাকে আগে কেউ দেখেননি। তা ছাড়া, ইন্টারনেটে গাঙ্গুবাইয়ের বৃদ্ধ বয়সের একটাই ছবি পাওয়া যায়। তাই হয়তো বয়স নিয়ে ভুল ধারণা তৈরি হয়েছে। ছবিতে গাঙ্গুর ১৭ থেকে ৩২ বছর বয়সের সময়কাল ধরা হয়েছে। আমি মনে করি, সিনেমাটি নিয়ে এই যে সবাই ভাবছেন—এটাই প্রাপ্তি। তা ছাড়া, সোশ্যাল মিডিয়া মরীচিকার মতো, বিভ্রান্তি ছড়ায়। বিভ্রান্ত না হয়ে সিনেমাটি দেখুন।’
মুক্তি প্রতিক্ষীত ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ নিয়ে এরই মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। সিনেমাটির বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে গাঙ্গুবাইয়ের পরিবার। এক সাক্ষাৎকারে গাঙ্গুবাইয়ের পালিত পুত্র বাবু রাওজি শাহ বলেন, ‘সিনেমায় আমার মাকে যৌনকর্মী হিসেবে দেখানো হয়েছে। গাঙ্গুবাইয়ের চরিত্রকে মিথ্যে ও ভিত্তিহীনভাবে তুলে ধরা হয়েছে। একজন সমাজকর্মীকে যৌনকর্মী হিসেবে দেখানো ঠিক কাজ নয়।’
২০২০ সালে গাঙ্গুবাইকে নিয়ে সিনেমার ঘোষণার পরপরই আইনি লড়াই করছেন তাঁর পরিবার। বাবু রাওজি জানান, ‘আমাদের পুরো পরিবারকে পালিয়ে বেড়াতে হচ্ছে। সবাই প্রশ্ন তুলছেন গাঙ্গুবাই সমাজকর্মী ছিলেন নাকি যৌনকর্মী? খুবই বিব্রত হচ্ছি আমরা। সিনেমার পরিচালক সঞ্জয় লীলা বনশালী এবং লেখক হুসেন জাইদিকে আইনি নোটিশ পাঠালেও কোনো লাভ হয়নি।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে