বরগুনা প্রতিনিধি
বরগুনায় ধর্ষণের শিকার কিশোরীর পরিবার ও মামলার সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কিশোরী ও তাঁর মা এবং মামলার সাক্ষীদের অভিযোগ, মামলা করার পর ধর্ষণের অভিযুক্ত নুরুল ইসলামের আত্মীয়স্বজনেরা কিশোরীর পরিবারকে এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছেন। এ ছাড়া জেল থেকে বের হয়ে তাঁদের মেয়েদেরও ধর্ষণ করা হবে বলে মামলার সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় কিশোরীর মা জানান, ৪ জানুয়ারি দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তে এলে সাক্ষীরা উপস্থিত হয়ে সাক্ষ্য দেন। এ সময় তদন্তকারী কর্মকর্তার সামনেই অভিযুক্ত নুরুল ইসলামের শ্যালিকা ফরিদা বেগম সাক্ষীদের ধমকাতে থাকেন। তদন্ত কর্মকর্তা চলে যাওয়ার পর ফরিদা বেগম ও অভিযুক্তদের কয়েকজন সহযোগী স্থানীয় প্রভাবশালী ভুক্তভোগী কিশোরী ও তাঁর মাকে এলাকা ছাড়া করার হুমকি দেন।
ভুক্তভোগীর খালা বলেন, ‘বুইনের মাইয়ারে লইয়া এহন খুব ডরে আছি। কারণ, নুরুল ইসলাম খুবই বাজে লোক। তার আত্মীয়স্বজনেরা সাক্ষীদের হুমকি দিচ্ছে, “জেল দিয়া বাইরাইয়া তোগো মাইয়াগোও ধর্ষণ করবে।”’
মামলার একাধিক সাক্ষী জানান, তাঁরা আসামিদের ভয়ে ভীতসন্ত্রস্ত।
স্থানীয় বাসিন্দা মনির হোসেন মনিরের দাবি, নুরুল ও তাঁর ছেলে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। কিন্তু তাঁদের ভয়ে কেউ মুখ খোলেননি। এ ঘটনাটি জানাজানি হওয়ার ফলেই সামনে এসেছে।
গত রোববার রাতে বরগুনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম ও তাঁর ছেলে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। বাবা ও ছেলের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গত সোমবার সকালে কিশোরীর মা বাদী হয়ে বরগুনা থানায় মামলা করেন।
মামলার অভিযুক্ত আসামি নুরুল ইসলাম বরগুনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
বরগুনা সদর থানার ওসি এ কে এম তারিকুল ইসলাম বলেন, ‘মামলার তদন্ত চলছে। কিশোরী ও পরিবারের নিরাপত্তায় সব রকম আইনগত সহায়তা অব্যাহত থাকবে।’
বরগুনায় ধর্ষণের শিকার কিশোরীর পরিবার ও মামলার সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কিশোরী ও তাঁর মা এবং মামলার সাক্ষীদের অভিযোগ, মামলা করার পর ধর্ষণের অভিযুক্ত নুরুল ইসলামের আত্মীয়স্বজনেরা কিশোরীর পরিবারকে এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছেন। এ ছাড়া জেল থেকে বের হয়ে তাঁদের মেয়েদেরও ধর্ষণ করা হবে বলে মামলার সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় কিশোরীর মা জানান, ৪ জানুয়ারি দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তে এলে সাক্ষীরা উপস্থিত হয়ে সাক্ষ্য দেন। এ সময় তদন্তকারী কর্মকর্তার সামনেই অভিযুক্ত নুরুল ইসলামের শ্যালিকা ফরিদা বেগম সাক্ষীদের ধমকাতে থাকেন। তদন্ত কর্মকর্তা চলে যাওয়ার পর ফরিদা বেগম ও অভিযুক্তদের কয়েকজন সহযোগী স্থানীয় প্রভাবশালী ভুক্তভোগী কিশোরী ও তাঁর মাকে এলাকা ছাড়া করার হুমকি দেন।
ভুক্তভোগীর খালা বলেন, ‘বুইনের মাইয়ারে লইয়া এহন খুব ডরে আছি। কারণ, নুরুল ইসলাম খুবই বাজে লোক। তার আত্মীয়স্বজনেরা সাক্ষীদের হুমকি দিচ্ছে, “জেল দিয়া বাইরাইয়া তোগো মাইয়াগোও ধর্ষণ করবে।”’
মামলার একাধিক সাক্ষী জানান, তাঁরা আসামিদের ভয়ে ভীতসন্ত্রস্ত।
স্থানীয় বাসিন্দা মনির হোসেন মনিরের দাবি, নুরুল ও তাঁর ছেলে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। কিন্তু তাঁদের ভয়ে কেউ মুখ খোলেননি। এ ঘটনাটি জানাজানি হওয়ার ফলেই সামনে এসেছে।
গত রোববার রাতে বরগুনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম ও তাঁর ছেলে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। বাবা ও ছেলের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গত সোমবার সকালে কিশোরীর মা বাদী হয়ে বরগুনা থানায় মামলা করেন।
মামলার অভিযুক্ত আসামি নুরুল ইসলাম বরগুনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
বরগুনা সদর থানার ওসি এ কে এম তারিকুল ইসলাম বলেন, ‘মামলার তদন্ত চলছে। কিশোরী ও পরিবারের নিরাপত্তায় সব রকম আইনগত সহায়তা অব্যাহত থাকবে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে