ইবিতে ক্রিকেট টুর্নামেন্টর সমাপ্তি

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২১, ০৯: ২৮
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৬: ১২

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘বঙ্গবন্ধু ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট’ শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে ফাইনাল খেলার মধ্যে দিয়ে শেষ হয় টুর্নামেন্টটি।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করে সাতক্ষীরা তুফান ও চট্টগ্রাম ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল। বিজয়ী হয় চট্টগ্রাম ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট দল। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন চট্টগ্রাম দলের এস এম শাহারিয়ার এবং ম্যান অব দ্যা ম্যাচ হন সাজ্জাদ হোসেন।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কাজী আখতার হোসেন, ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের মহাসচিব ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্যা ফিজিক্যালি চ্যালেঞ্জড (বিসিএপিসি) এর সভাপতি ও ইবি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘প্রত্যেকেরই কোনো না কোনো সীমাবদ্ধতা রয়েছে। দৃঢ় মনোবল নিয়ে সকল প্রতিবন্ধকতা মোকাবিলা করে আমরা সামনে এগিয়ে যাব। ২০১৪ সাল থেকে আমরা ফিজিক্যালি চ্যালেঞ্জডদের সংগঠিত করে এ প্রতিযোগিতা আয়োজন করে আসছি। এ বছর জাতির পিতার নামে প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত