সুবল থেকে মেঘা শর্মা

আজকের পত্রিকা ডেস্ক
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৬: ৪৯
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৩৪

মেঘা শর্মার জন্ম হয়েছিল ছেলে হিসেবে। শারীরিক অবয়বে পুরুষের মতো হলেও তাঁর মননে ও চলাফেরায় ছিল নারীত্ব। ছোটবেলায় খেলাধুলা করতেন পুতুল নিয়ে, পরতেন শাড়ি-চুড়ি। এলাকার লোকজন তাঁকে নিয়ে হাসাহাসি করলেও তিনি লিঙ্গ পরিবর্তন করে নারী হয়ে সেই হাসিরই জবাব দিলেন।

মেঘার বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার থুমনিয়া গ্রামে। ১৯৯৯ সালের ২৭ জানুয়ারি তিনি ছেলে হয়ে জন্মগ্রহণ করেন। ছেলে হিসেবে তাঁর নাম ছিল সুবল শীল। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ভারতের একটি হাসপাতালে অস্ত্রোপচার করে নিজের লিঙ্গ পরিবর্তন করেন তিনি।

লিঙ্গ পরিবর্তনের পর মেঘা বলেন, ‘সবকিছুর ঊর্ধ্বে আমার ইচ্ছাশক্তি আর আমার স্বপ্ন। আমার পরিবার আমাকে মেনে নিয়েছে। আমি আমার পরিবার ও সমাজের জন্য কিছু করতে চাই। সমাজের অধিকাংশ মানুষ মনে করছে আমি এখন সমাজের বোঝা। কিন্তু আমি আমার কাজ দিয়ে এ ধারণা বদলাতে চাই।’

নিজেকে একজন বিমান বালা হিসেবে দেখতে চান মেঘা শর্মা। এর পাশাপাশি মডেলিং করতে চান তিনি। সেই সঙ্গে রূপান্তরিত নারীদের নিয়ে এগিয়ে যেতে চান তিনি।

মেঘা জানান, ছোটবেলা থেকেই তিনি মেয়েদের মতো করে সাজতেন, এতে বাড়ির লোকজন বাধা দিতেন। তখন তাঁর মনে হতো তিনি ছেলে না মেয়ে, দ্বিধাদ্বন্দ্বে ভুগতেন। স্কুল-কলেজে ছাত্রদের সারিতে বসতে ইতস্তত বোধ করতেন। মনের মধ্যে সব সময় মেয়ে হওয়ার ইচ্ছা তাঁকে সব সময় তাড়া করত। একপর্যায়ে তিনি যখন নিজেকে আবিষ্কার করলেন, তখন তিনি লিঙ্গ পরিবর্তন করে নারী হলেন।

দিনাজপুরের কাহারোল উপজেলার জয়নন্দ এস সি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, ঢাকার রেসিডেন্সিয়াল ল্যাবরেটরি কলেজ থেকে এইচএসসি পাস করেন মেঘা। বর্তমানে তিনি ঢাকার কবি নজরুল সরকারি কলেজে রসায়ন বিভাগে সম্মান তৃতীয় বর্ষে পড়ছেন।

মেঘার মা আলো রানী ও বাবা জগেশ শীল বলেন, সুবল যখন ছোট তখন থেকে তাঁর আচরণ কিছুটা মেয়েদের মতো। বড় হওয়ার সঙ্গে সঙ্গে মেয়েলি আচরণ বাড়তে থাকে। আমরা অনেক চিন্তিত ছিলাম। অনেক চেষ্টা করেও তাঁর আচরণ পাল্টাতে পারিনি। অবশেষে আমাদের ছেলে এখন পরিপূর্ণ মেয়ে।

স্থানীয় বাবলা রানী বলেন, ‘কিশোর বেলা থেকেই সুবলের কথা ও চলাফেরা মেয়েদের মতো ছিল। এমন স্বভাবের জন্য তাঁকে নিয়ে অনেকেই হাসাহাসি করতেন।’

ঠাকুরগাঁও সিভিল সার্জন নুর নেওয়াজ বলেন, হরমোনের চিকিৎসা করে ট্রান্সজেন্ডারি বা মেয়ে থেকে ছেলে কিংবা ছেলে থেকে মেয়ে রূপান্তর করা যায়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত