অভিবাসী দিবসে সভা শোভাযাত্রা সম্মাননা

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৬: ১৭
Thumbnail image

‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা-অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা’ প্রতিপাদ্য নিয়ে গতকাল শনিবার বাগেরহাট, গোপালগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ীতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

গোপালগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, শিক্ষাবৃত্তির চেক বিতরণ ও সম্মাননা দেওয়া হয়েছে। জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং কারিগরি প্রশিক্ষণকেন্দ্র যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমানের সভাপতিত্বে সভায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আবু মো. রেজাউল করিম, কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের অধ্যক্ষ শহীদুল ইসলাম চৌধুরী, প্রবাসী মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য দেন। সভায় জেলার অভিবাসী পরিবারের সদস্য ও বিদেশ গমনে ইচ্ছুক ব্যক্তিরা অংশ নেন।

সভা শেষে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী ও প্রেরণকারী ব্যাংকসহ তিনজনকে সম্মাননা ক্রেস্ট ও ৮০ জনকে প্রশিক্ষণের সনদপত্র দেওয়া হয়।

বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা বেগমের সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার ইনস্টিটিউটের গবেষণা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, সহকারী গবেষণা কর্মকর্তা মতি আহম্মেদসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের ৪০ জন ইউপি সচিব, ইউপি সদস্য, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় বিদেশগামী নারী-পুরুষদের ভিসা ও ওয়ার্ক পারমিট বিষয়ে বিস্তারিত তথ্য প্রদানে অনলাইন প্রযুক্তি ব্যবহার করে সহায়তা প্রদানের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

ফরিদপুরের ভাঙ্গায় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভা করা হয়। শনিবার সকাল ১০টায় ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন সভাপতিত্ব করেন।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামশেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. মহসিন উদ্দিন ফকির, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেনসহ উপজেলায় কর্মরত কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি শোভাযাত্রা বের করে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী। এ সময় পৌর কাউন্সিলর নাজমা বেগম, সাবেক কাউন্সিলর ইতি বেগম প্রমুখ বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সদা প্রস্তুত থাকতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সেনাপ্রধানের আহ্বান

বাংলাদেশে ‘মাইনাস টু’ ফর্মুলা ফিরে আসছে কি?

মাস্কের চাপেই ডিওজিই থেকে রামাস্বামীর পদত্যাগ, শুরুতেই ট্রাম্প প্রশাসনে অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত

বাংলাদেশ ঘুরে গেলেন পাকিস্তানের আইএসআই প্রধান, দাবি ভারতীয় গণমাধ্যমের

৭ মাস না যেতেই যুক্তরাষ্ট্রে সন্তান প্রসবের হিড়িক ভারতীয় নারীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত