আক্তার হোসেন, দীঘিনালা (খাগড়াছড়ি)
শীতে পর্যটকে মুখর হয়ে উঠেছে পাহাড়ের পর্যটনকেন্দ্রগুলো। এই সুযোগে পর্যটক বহনে গাড়িচালকদের মধ্যে বেপরোয়া প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে অনিরাপদ হয়ে পড়েছে খাগড়াছড়ি থেকে দীঘিনালা উপজেলা হয়ে রাঙামাটির সাজেক উপত্যকায় যাওয়ার পথ। ১২ ফুটের সরু সড়কে ঝুঁকিপূর্ণ বাঁকগুলো মরণফাঁদে পরিণত হয়েছে। খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত ৬৯ কিলোমিটার জেলা মহাসড়ক। এর মধ্যে ১৮ কিলোমিটার পড়েছে দীঘিনালায়। পর্যটকবাহী মোটরসাইকেলের চালকেরা জানান, সড়কে ঝুঁকিপূর্ণ বাঁক আছে ৩০০টি। এর অর্ধেকই অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এদিকে খাগড়াছড়ি-সাজেক জেলা মহাসড়কে দীঘিনালা ছাড়াও সাজেক পর্যটনকেন্দ্র, রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলাগামী যানবাহন চলাচল করে। সড়কের পর্যটনবাহী সাদা ৪০০ পিকআপ ও ২৫০টি চাঁদের গাড়ি যাতায়াত করে থাকে। এ ছাড়া প্রতিদিন পাথর, ইট, খাদ্যশস্য, বাঁশ ও কাঠবোঝাই কয়েক শ ট্রাক যাতায়াত করে। সড়ক সরু হওয়ায় বিপরীত দিক থেকে আসা গাড়ি যাতায়াতের জন্য মূল সড়কে অধিকাংশ জায়গা ছেড়ে দিতে হয়। সেখানে পাল্লা দিয়ে বেপরোয়া গাড়ি চালানোয় দুর্ঘটনার শঙ্কা থাকে।
নাম প্রকাশ না করার শর্তে এক স্থানীয় মাহিন্দ্রচালক বলেন, ‘সাজেক সড়কে পরিবহনে শৃঙ্খলা নেই। বেপরোয়া চালকের কারণে ঠিকমতো গাড়ি চালাতে পারি না।’ একই শর্তে এক অটোরিকশার চালক বলেন, ‘কিছু বলতে পারি না। যদি বলি, তাহলে গালিগালাজ করে।’
দীঘিনালার সমাজকর্মী মো. দিদারুল আলম রাফি বলেন, ‘খাগড়াছড়ি থেকে সাজেকের রাস্তায় বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা চরম পর্যায়ে পৌঁছেছে। বিভিন্ন মোড়ে সিগনাল না মেনে ওভারটেকের ফলে পিকআপ ও জিপের সঙ্গে সংঘর্ষ ঘটছে।’
সাজেক সড়কের শৃঙ্খলা নিয়ে দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাশেম বলেন, ‘আমরা সবসময়ই চালকদের সতর্ক করে থাকি, বেপরোয়া হয়ে সরু সড়কে ঝুঁকি নিয়ে গাড়ি না চালাতে। তবে চালকের সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা বলেন, ‘সাজেকে পর্যটকবাহী গাড়িগুলোর বেশির ভাগ খাগড়াছড়ি শহর থেকে ছাড়ে। জেলা আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপন করা হবে। জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনা অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দীঘিনালায় যেসব পরিবহন সমিতি আছে, তাদের নিয়ে শিগগির সভা করা হবে। তাঁদের করণীয় এবং বর্জনীয় বিষয়ে জানানো হবে। তারপরও যদি সড়কের শৃঙ্খলা না ফেরে, তাহলে আইনের প্রয়োগ করা হবে।’
দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) শেখ মিল্টন রহমান জানান, ‘দীঘিনালা সড়কে আমাদের সামনে বেপরোয়া আচরণ করে না। যখন আমাদের সামনে থেকে চলে যায়, তখন হয়তো বেপরোয়াভাবে চালান।’
শীতে পর্যটকে মুখর হয়ে উঠেছে পাহাড়ের পর্যটনকেন্দ্রগুলো। এই সুযোগে পর্যটক বহনে গাড়িচালকদের মধ্যে বেপরোয়া প্রতিযোগিতা শুরু হয়েছে। এতে অনিরাপদ হয়ে পড়েছে খাগড়াছড়ি থেকে দীঘিনালা উপজেলা হয়ে রাঙামাটির সাজেক উপত্যকায় যাওয়ার পথ। ১২ ফুটের সরু সড়কে ঝুঁকিপূর্ণ বাঁকগুলো মরণফাঁদে পরিণত হয়েছে। খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত ৬৯ কিলোমিটার জেলা মহাসড়ক। এর মধ্যে ১৮ কিলোমিটার পড়েছে দীঘিনালায়। পর্যটকবাহী মোটরসাইকেলের চালকেরা জানান, সড়কে ঝুঁকিপূর্ণ বাঁক আছে ৩০০টি। এর অর্ধেকই অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
এদিকে খাগড়াছড়ি-সাজেক জেলা মহাসড়কে দীঘিনালা ছাড়াও সাজেক পর্যটনকেন্দ্র, রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদু উপজেলাগামী যানবাহন চলাচল করে। সড়কের পর্যটনবাহী সাদা ৪০০ পিকআপ ও ২৫০টি চাঁদের গাড়ি যাতায়াত করে থাকে। এ ছাড়া প্রতিদিন পাথর, ইট, খাদ্যশস্য, বাঁশ ও কাঠবোঝাই কয়েক শ ট্রাক যাতায়াত করে। সড়ক সরু হওয়ায় বিপরীত দিক থেকে আসা গাড়ি যাতায়াতের জন্য মূল সড়কে অধিকাংশ জায়গা ছেড়ে দিতে হয়। সেখানে পাল্লা দিয়ে বেপরোয়া গাড়ি চালানোয় দুর্ঘটনার শঙ্কা থাকে।
নাম প্রকাশ না করার শর্তে এক স্থানীয় মাহিন্দ্রচালক বলেন, ‘সাজেক সড়কে পরিবহনে শৃঙ্খলা নেই। বেপরোয়া চালকের কারণে ঠিকমতো গাড়ি চালাতে পারি না।’ একই শর্তে এক অটোরিকশার চালক বলেন, ‘কিছু বলতে পারি না। যদি বলি, তাহলে গালিগালাজ করে।’
দীঘিনালার সমাজকর্মী মো. দিদারুল আলম রাফি বলেন, ‘খাগড়াছড়ি থেকে সাজেকের রাস্তায় বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা চরম পর্যায়ে পৌঁছেছে। বিভিন্ন মোড়ে সিগনাল না মেনে ওভারটেকের ফলে পিকআপ ও জিপের সঙ্গে সংঘর্ষ ঘটছে।’
সাজেক সড়কের শৃঙ্খলা নিয়ে দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাশেম বলেন, ‘আমরা সবসময়ই চালকদের সতর্ক করে থাকি, বেপরোয়া হয়ে সরু সড়কে ঝুঁকি নিয়ে গাড়ি না চালাতে। তবে চালকের সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা বলেন, ‘সাজেকে পর্যটকবাহী গাড়িগুলোর বেশির ভাগ খাগড়াছড়ি শহর থেকে ছাড়ে। জেলা আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপন করা হবে। জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনা অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি দীঘিনালায় যেসব পরিবহন সমিতি আছে, তাদের নিয়ে শিগগির সভা করা হবে। তাঁদের করণীয় এবং বর্জনীয় বিষয়ে জানানো হবে। তারপরও যদি সড়কের শৃঙ্খলা না ফেরে, তাহলে আইনের প্রয়োগ করা হবে।’
দীঘিনালা থানার উপপরিদর্শক (এসআই) শেখ মিল্টন রহমান জানান, ‘দীঘিনালা সড়কে আমাদের সামনে বেপরোয়া আচরণ করে না। যখন আমাদের সামনে থেকে চলে যায়, তখন হয়তো বেপরোয়াভাবে চালান।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে