কাশফিয়া আলম ঝিলিক, ঢাকা
কেউ কিনছেন প্রবন্ধের বই, কেউ উপন্যাস, আবার কেউ কবিতা কিংবা গবেষণা অথবা ইতিহাসভিত্তিক বই। কেউ ঘুরছেন স্টলে স্টলে, আবার কেউ আগে থেকেই ভেবে এসেছেন কোন বই কিনবেন। অনেকে আছেন, যাঁরা বহুল বিক্রীত বইয়ের খোঁজে আসেন বইমেলায়।
এবারের বইমেলায় এখন পর্যন্ত বেশি প্রকাশিত হয়েছে কবিতার বই। বাংলা একাডেমির তথ্য বলছে, বইমেলায় এবার ২১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রকাশিত কবিতার বইয়ের সংখ্যা ৭৮৯, গল্পের বই ৩৩১টি, উপন্যাস ৩৮০টি, প্রবন্ধ ১২৭টি। তবে গবেষণামূলক বইয়ের সংখ্যা মাত্র ৫৮। এগুলোর মধ্যে এক দিনে বেশি কবিতার বই প্রকাশিত হয়েছে ২১ ফেব্রুয়ারি, ৯৬টি। এদিন গবেষণার বই প্রকাশিত হয়েছে ১২টি; যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে ১৭ ফেব্রুয়ারি গবেষণার বই প্রকাশিত হয়েছিল ৮টি। এদিন কবিতার বই প্রকাশিত হয়েছিল ৮২টি। ২ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে বেশি কবিতার বই প্রকাশিত হয়েছে ১০ তারিখে, ৭৯টি। এদিন গবেষণার বই এসেছে ১৩টি। এরপর ১৮ ফেব্রুয়ারি কবিতার বই প্রকাশিত হয়েছিল ৬৪টি। এদিন গবেষণার বই এসেছে ৪টি।
কবিতার বই কেন কিনছেন, এমন প্রশ্নে অনেকেই জানিয়েছেন, তাঁরা অবসরে কবিতা পড়তে ভালোবাসেন। নব সাহিত্য প্রকাশনীর স্বত্বাধিকারী ফজলুর রহমান বকুল বললেন, ‘আমরা চাচ্ছি নতুন কবিদের নিয়ে কাজ করতে। জাতীয় পর্যায়ে আমাদের প্রকাশনী থেকে ভালো মানের কবি তৈরি করে দিতে চাচ্ছি আমরা।’ ফজলুর রহমান নিজের অভিজ্ঞতা থেকে জানালেন, তিনি ব্যক্তিগতভাবে কবিতা ভালোবাসেন এবং ভালো বোঝেন। তাই কবিতার বই নিয়ে তাঁর আগ্রহ বেশি। কবিতার চাহিদা পাঠকের মধ্যে কেমন, এমন প্রশ্নে প্রিয় বাংলা প্রকাশনীর প্রকাশক এস এম জসিম ভূঁইয়া জানালেন, কবিতার বই বেশি প্রকাশিত হচ্ছে। সে অনুযায়ী বিক্রিও বেশি। কবিতা শর্ট প্ল্যাটফর্ম হওয়ার কারণে লেখকেরা এটা নিয়েই বেশি কাজ করেন। একটা উপন্যাস বা গল্প লিখতে গেলে অনেক সময় দিতে হয়। তবে স্টলের বিক্রেতারা জানান, তাঁদের স্টল থেকে এবার বেশি বিক্রি হচ্ছে থ্রিলার বই।
মেলায় ঘুরে জানা গেল, নতুন প্রকাশিত কবিতার বইয়ের মধ্যে বেশি বিক্রি হচ্ছে সালমা জাহান সনিয়ার ‘সভ্যতার শেষ স্টেশন’। এ ছাড়া আছে মো. জয়নাল আবেদীনের ‘সহোদরা’, অভ্র হিমালয় তুষারের ‘অবরুদ্ধ কারাগার’, শাকূর মাহমুদের ‘অপরাধ ও অপেক্ষা’। এবং মানুষ প্রকাশনী থেকে বের হয়েছে হাসান সৈয়দের ‘চাঁদকুমারী’, মেহেদী হাসান উজ্জ্বলের ‘তুমি নামের অসুখ’, নাসরিন রুনা ও নাছরীন মিতার সম্পাদনায় ‘ভালোবাসায় মিতালী’, সুমী শারমীনের ‘নির্জন সাঁজবাতি’।
নব সাহিত্য প্রকাশনী থেকে এ পর্যন্ত বেশি বিক্রি হয়েছে আজহারুল ইসলামের ‘কালবেলার ছুটি’ কবিতার বইটি। এ ছাড়া প্রকাশিত হয়েছে বসু মৈত্রের ‘নিরুত্তাপ বর্ণমালা’, মরিয়ম মাহবুবার ‘প্রিয়তম’। বিদ্যাপ্রকাশ থেকে এবার বেশি বিক্রীত কবিতার বইটি সায়ান্থ সাখাওয়াতের ‘স্মৃতি ঘরে একা’। এ ছাড়া আছে সুলতানা শিরীন সাজির ‘ঝিমলি এবং বালিহাঁস’, শৈবাল তালুকদারের ‘একাকী বৃক্ষের গান’।
বইমেলার শেষ পর্যায়ে এসে পাঠকের চাহিদা অনুযায়ী বই প্রকাশিত হোক আর না হোক, লোকসমাগম দিন দিন বাড়বে—এমনটা ধারণা করছেন মেলাসংশ্লিষ্ট ব্যক্তিরা।
কেউ কিনছেন প্রবন্ধের বই, কেউ উপন্যাস, আবার কেউ কবিতা কিংবা গবেষণা অথবা ইতিহাসভিত্তিক বই। কেউ ঘুরছেন স্টলে স্টলে, আবার কেউ আগে থেকেই ভেবে এসেছেন কোন বই কিনবেন। অনেকে আছেন, যাঁরা বহুল বিক্রীত বইয়ের খোঁজে আসেন বইমেলায়।
এবারের বইমেলায় এখন পর্যন্ত বেশি প্রকাশিত হয়েছে কবিতার বই। বাংলা একাডেমির তথ্য বলছে, বইমেলায় এবার ২১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রকাশিত কবিতার বইয়ের সংখ্যা ৭৮৯, গল্পের বই ৩৩১টি, উপন্যাস ৩৮০টি, প্রবন্ধ ১২৭টি। তবে গবেষণামূলক বইয়ের সংখ্যা মাত্র ৫৮। এগুলোর মধ্যে এক দিনে বেশি কবিতার বই প্রকাশিত হয়েছে ২১ ফেব্রুয়ারি, ৯৬টি। এদিন গবেষণার বই প্রকাশিত হয়েছে ১২টি; যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এর আগে ১৭ ফেব্রুয়ারি গবেষণার বই প্রকাশিত হয়েছিল ৮টি। এদিন কবিতার বই প্রকাশিত হয়েছিল ৮২টি। ২ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে বেশি কবিতার বই প্রকাশিত হয়েছে ১০ তারিখে, ৭৯টি। এদিন গবেষণার বই এসেছে ১৩টি। এরপর ১৮ ফেব্রুয়ারি কবিতার বই প্রকাশিত হয়েছিল ৬৪টি। এদিন গবেষণার বই এসেছে ৪টি।
কবিতার বই কেন কিনছেন, এমন প্রশ্নে অনেকেই জানিয়েছেন, তাঁরা অবসরে কবিতা পড়তে ভালোবাসেন। নব সাহিত্য প্রকাশনীর স্বত্বাধিকারী ফজলুর রহমান বকুল বললেন, ‘আমরা চাচ্ছি নতুন কবিদের নিয়ে কাজ করতে। জাতীয় পর্যায়ে আমাদের প্রকাশনী থেকে ভালো মানের কবি তৈরি করে দিতে চাচ্ছি আমরা।’ ফজলুর রহমান নিজের অভিজ্ঞতা থেকে জানালেন, তিনি ব্যক্তিগতভাবে কবিতা ভালোবাসেন এবং ভালো বোঝেন। তাই কবিতার বই নিয়ে তাঁর আগ্রহ বেশি। কবিতার চাহিদা পাঠকের মধ্যে কেমন, এমন প্রশ্নে প্রিয় বাংলা প্রকাশনীর প্রকাশক এস এম জসিম ভূঁইয়া জানালেন, কবিতার বই বেশি প্রকাশিত হচ্ছে। সে অনুযায়ী বিক্রিও বেশি। কবিতা শর্ট প্ল্যাটফর্ম হওয়ার কারণে লেখকেরা এটা নিয়েই বেশি কাজ করেন। একটা উপন্যাস বা গল্প লিখতে গেলে অনেক সময় দিতে হয়। তবে স্টলের বিক্রেতারা জানান, তাঁদের স্টল থেকে এবার বেশি বিক্রি হচ্ছে থ্রিলার বই।
মেলায় ঘুরে জানা গেল, নতুন প্রকাশিত কবিতার বইয়ের মধ্যে বেশি বিক্রি হচ্ছে সালমা জাহান সনিয়ার ‘সভ্যতার শেষ স্টেশন’। এ ছাড়া আছে মো. জয়নাল আবেদীনের ‘সহোদরা’, অভ্র হিমালয় তুষারের ‘অবরুদ্ধ কারাগার’, শাকূর মাহমুদের ‘অপরাধ ও অপেক্ষা’। এবং মানুষ প্রকাশনী থেকে বের হয়েছে হাসান সৈয়দের ‘চাঁদকুমারী’, মেহেদী হাসান উজ্জ্বলের ‘তুমি নামের অসুখ’, নাসরিন রুনা ও নাছরীন মিতার সম্পাদনায় ‘ভালোবাসায় মিতালী’, সুমী শারমীনের ‘নির্জন সাঁজবাতি’।
নব সাহিত্য প্রকাশনী থেকে এ পর্যন্ত বেশি বিক্রি হয়েছে আজহারুল ইসলামের ‘কালবেলার ছুটি’ কবিতার বইটি। এ ছাড়া প্রকাশিত হয়েছে বসু মৈত্রের ‘নিরুত্তাপ বর্ণমালা’, মরিয়ম মাহবুবার ‘প্রিয়তম’। বিদ্যাপ্রকাশ থেকে এবার বেশি বিক্রীত কবিতার বইটি সায়ান্থ সাখাওয়াতের ‘স্মৃতি ঘরে একা’। এ ছাড়া আছে সুলতানা শিরীন সাজির ‘ঝিমলি এবং বালিহাঁস’, শৈবাল তালুকদারের ‘একাকী বৃক্ষের গান’।
বইমেলার শেষ পর্যায়ে এসে পাঠকের চাহিদা অনুযায়ী বই প্রকাশিত হোক আর না হোক, লোকসমাগম দিন দিন বাড়বে—এমনটা ধারণা করছেন মেলাসংশ্লিষ্ট ব্যক্তিরা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে