লালমনিরহাট প্রতিনিধি
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তাঁর বাবা ও ছেলের নামে থাকা চারটি বিদ্যুৎ-সংযোগের বিপরীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) বকেয়া ১ লাখ ৭১ হাজার ৭৩৬ টাকা বিল বিকাশের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে এক এজেন্টের দোকান থেকে ওই টাকা পাঠানো হলেও বিল পরিশোধের তারিখ ৩১ আগস্ট ২০২৩ দেখানো হয়েছে।
তবে মন্ত্রীর ভাই সামসুজ্জামান আহমেদ ভুট্টুর বকেয়া ৭ লাখ ২৫ হাজার ১৪৪ টাকা পরিশোধ করা হয়নি। ভুট্টুর দায় মন্ত্রী বা তাঁর ছেলে নেবেন না বলে জানানো হয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত খবরে মন্ত্রীর বাড়ির মাসিক বিল ৩২, ৩৭, ৫২, ৬৫, ৭২ টাকা বলা হলেও তা বিদ্যুৎ ব্যবহারের ওপর নয়। নেসকোর উপসহকারী প্রকৌশলী রেজোয়ানুল ইসলাম বলেন, ৩২, ৩৭ বা ৫৭ টাকা ব্যবহৃত বিদ্যুতের বিপরীতে কোনো বিল নয়। এটাকে বলা হয় ডিমান্ড চার্জ। ব্যবহারকারীর বিদ্যুৎ -সংযোগ সচল আছে কিন্তু গোটা মাসে ব্যবহার হয়নি, এমন ক্ষেত্রে ডিমান্ড চার্জ করা হয়।
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য। তাঁর বাড়ি জেলার কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামে। তাঁর ছেলে রাকিবুজ্জামান আহমেদ লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মন্ত্রীর বাবা প্রয়াত করিম উদ্দিন আহমেদও ছিলেন সংসদ সদস্য।
জানা গেছে, একটি সেচপাম্পসহ ওই তিনজনের নামে থাকা চারটি সংযোগের বিপরীতে নেসকোর মোট বকেয়ার পরিমাণ ছিল ১ লাখ ৭১ হাজার ৭৩৬ টাকা। গতকাল রাত পৌনে আটটার দিকে সে বিল পরিশোধ করা হয়। বাড়িতে মন্ত্রী ও তাঁর ছেলের নামে রয়েছে দুটি পৃথক আবাসিক বিদ্যুৎ সংযোগ। মন্ত্রীর বাবার নামে কালীগঞ্জ বাজারে আছে একটি বাণিজ্যিক সংযোগ। অপর দিকে উপজেলার দক্ষিণ ঘনেশ্যাম এলাকায় মন্ত্রীর নামে রয়েছে অপর একটি সেচপাম্পের সংযোগ।
নেসকোর কালীগঞ্জ অফিস জানিয়েছে, পরিশোধের জন্য গতকাল দুপুরে অফিস থেকে বিল সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়েছে। সংযোগ বিচ্ছিন্ন বা আইনি পদক্ষেপ নেওয়া না হলেও বিল পরিশোধের জন্য মৌখিকভাবে জানানো হয়েছে।
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, তাঁর বাবা ও ছেলের নামে থাকা চারটি বিদ্যুৎ-সংযোগের বিপরীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) বকেয়া ১ লাখ ৭১ হাজার ৭৩৬ টাকা বিল বিকাশের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে এক এজেন্টের দোকান থেকে ওই টাকা পাঠানো হলেও বিল পরিশোধের তারিখ ৩১ আগস্ট ২০২৩ দেখানো হয়েছে।
তবে মন্ত্রীর ভাই সামসুজ্জামান আহমেদ ভুট্টুর বকেয়া ৭ লাখ ২৫ হাজার ১৪৪ টাকা পরিশোধ করা হয়নি। ভুট্টুর দায় মন্ত্রী বা তাঁর ছেলে নেবেন না বলে জানানো হয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত খবরে মন্ত্রীর বাড়ির মাসিক বিল ৩২, ৩৭, ৫২, ৬৫, ৭২ টাকা বলা হলেও তা বিদ্যুৎ ব্যবহারের ওপর নয়। নেসকোর উপসহকারী প্রকৌশলী রেজোয়ানুল ইসলাম বলেন, ৩২, ৩৭ বা ৫৭ টাকা ব্যবহৃত বিদ্যুতের বিপরীতে কোনো বিল নয়। এটাকে বলা হয় ডিমান্ড চার্জ। ব্যবহারকারীর বিদ্যুৎ -সংযোগ সচল আছে কিন্তু গোটা মাসে ব্যবহার হয়নি, এমন ক্ষেত্রে ডিমান্ড চার্জ করা হয়।
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য। তাঁর বাড়ি জেলার কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামে। তাঁর ছেলে রাকিবুজ্জামান আহমেদ লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মন্ত্রীর বাবা প্রয়াত করিম উদ্দিন আহমেদও ছিলেন সংসদ সদস্য।
জানা গেছে, একটি সেচপাম্পসহ ওই তিনজনের নামে থাকা চারটি সংযোগের বিপরীতে নেসকোর মোট বকেয়ার পরিমাণ ছিল ১ লাখ ৭১ হাজার ৭৩৬ টাকা। গতকাল রাত পৌনে আটটার দিকে সে বিল পরিশোধ করা হয়। বাড়িতে মন্ত্রী ও তাঁর ছেলের নামে রয়েছে দুটি পৃথক আবাসিক বিদ্যুৎ সংযোগ। মন্ত্রীর বাবার নামে কালীগঞ্জ বাজারে আছে একটি বাণিজ্যিক সংযোগ। অপর দিকে উপজেলার দক্ষিণ ঘনেশ্যাম এলাকায় মন্ত্রীর নামে রয়েছে অপর একটি সেচপাম্পের সংযোগ।
নেসকোর কালীগঞ্জ অফিস জানিয়েছে, পরিশোধের জন্য গতকাল দুপুরে অফিস থেকে বিল সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়েছে। সংযোগ বিচ্ছিন্ন বা আইনি পদক্ষেপ নেওয়া না হলেও বিল পরিশোধের জন্য মৌখিকভাবে জানানো হয়েছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪