আজকের পত্রিকা ডেস্ক
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পটুয়াখালী ও পিরোজপুরে বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার সকালে জেলা-উপজেলা বিএনপি এ বিক্ষোভ সমাবেশ করে।
প্রতিনিধিদের পাঠানো খবর
কলাপাড়া: সকাল ৯টায় কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নতুন বাজার বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয় নেতা-কর্মীরা। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী হুমায়ুন সিকদার, সদস্যসচিব অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, যুগ্ম আহ্বায়ক খন্দকার নাসির উদ্দীন, পৌর বিএনপির আহ্বায়ক গাজী মো. ফারুক, সদস্যসচিব মুসা তাওহীদ নান্নু মুন্সী এবং যুগ্ম আহ্বায়ক বিশ্বাস শফিকুর রহমান টুলু প্রমুখ।
বক্তারা লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সীমাহীন দুর্নীতি বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে আসছে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
বাউফল: বাউফলে সকাল ১১টার দিকে উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল বিএনপি কার্যালয় থেকে বের হলে পুলিশের বাঁধার মুখে পড়ে। একপর্যায়ে মিছিলটি ফিরে এসে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাজাদা মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মুনির হোসেন, উপজেলা বিএনপির সদস্যসচিব অলিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির আহ্বায়ক কাউন্সিলর হুমায়ন কবির, উপজেলা যুবদল আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্যসচিব বশির আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক আহসান খন্দকার, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মুজাহিদুল ইসলাম, সদস্যসচিব মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব নাঈম তারেক, পৌর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আশরাফ আলী সরদার ও যুগ্ম আহ্বায়ক আ, মান্নান প্রমুখ। আয়োজিত কর্মসূচিতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা–কর্মীরা অংশ গ্রহণ করেন।
গলাচিপা: গতকাল সকাল ১০টায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্যসচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস সত্তার হাওলাদারের সঞ্চালনায় পৌরসভার কলেজপাড়ায় এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মাৎ নার্গিস সুলতানা, যুগ্ম আহ্বায়ক আ. ছালাম মৃধা ও মো. মাকসুদ আলম তালুকদার, উপজেলা কৃষক দলের সভাপতি মো. সাগর খান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মশিউর রহমান শাহীন খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. দুর্জয় রুবেল প্রমুখ।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যবৃদ্ধিতে সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।
মঠবাড়িয়া: মঠবাড়িয়ায় বিএনপির উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শনিবার সকালে শহরের প্রেসক্লাবের সামনের সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বালুর মাঠসংলগ্ন দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়। পরে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল, বিএনপি নেতা কে এম হুমায়ুন কবীর, সালাহউদ্দিন ফারুক, জসিম ফরাজী, মিজানুর রহমান, যুবদল নেতা তাহসিন জামান রোমেল, রিয়াজুল ইসলাম, ছাত্রদল নেতা আরিফ মল্লিক প্রমুখ।
কাউখালী: গতকাল শনিবার বিক্ষোভ সমাবেশ করেছে কাউখালী উপজেলা বিএনপি। বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির সভাপতি এস এম আহসান কবিরের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সহসভাপতি শাহ ইমরান ফারুক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিয়া, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান নিক্সন প্রমুখ ও অঙ্গসংগঠনের নেতারা।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে পটুয়াখালী ও পিরোজপুরে বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার সকালে জেলা-উপজেলা বিএনপি এ বিক্ষোভ সমাবেশ করে।
প্রতিনিধিদের পাঠানো খবর
কলাপাড়া: সকাল ৯টায় কলাপাড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে নতুন বাজার বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয় নেতা-কর্মীরা। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী হুমায়ুন সিকদার, সদস্যসচিব অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, যুগ্ম আহ্বায়ক খন্দকার নাসির উদ্দীন, পৌর বিএনপির আহ্বায়ক গাজী মো. ফারুক, সদস্যসচিব মুসা তাওহীদ নান্নু মুন্সী এবং যুগ্ম আহ্বায়ক বিশ্বাস শফিকুর রহমান টুলু প্রমুখ।
বক্তারা লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সীমাহীন দুর্নীতি বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে আসছে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।
বাউফল: বাউফলে সকাল ১১টার দিকে উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল বিএনপি কার্যালয় থেকে বের হলে পুলিশের বাঁধার মুখে পড়ে। একপর্যায়ে মিছিলটি ফিরে এসে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে। উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাজাদা মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মুনির হোসেন, উপজেলা বিএনপির সদস্যসচিব অলিয়ার রহমান, যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ ফিরোজ, পৌর বিএনপির আহ্বায়ক কাউন্সিলর হুমায়ন কবির, উপজেলা যুবদল আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্যসচিব বশির আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক আহসান খন্দকার, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মুজাহিদুল ইসলাম, সদস্যসচিব মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব নাঈম তারেক, পৌর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আশরাফ আলী সরদার ও যুগ্ম আহ্বায়ক আ, মান্নান প্রমুখ। আয়োজিত কর্মসূচিতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা–কর্মীরা অংশ গ্রহণ করেন।
গলাচিপা: গতকাল সকাল ১০টায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্যসচিব ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস সত্তার হাওলাদারের সঞ্চালনায় পৌরসভার কলেজপাড়ায় এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মাৎ নার্গিস সুলতানা, যুগ্ম আহ্বায়ক আ. ছালাম মৃধা ও মো. মাকসুদ আলম তালুকদার, উপজেলা কৃষক দলের সভাপতি মো. সাগর খান, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মশিউর রহমান শাহীন খন্দকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. দুর্জয় রুবেল প্রমুখ।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যবৃদ্ধিতে সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।
মঠবাড়িয়া: মঠবাড়িয়ায় বিএনপির উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শনিবার সকালে শহরের প্রেসক্লাবের সামনের সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বালুর মাঠসংলগ্ন দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়। পরে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক রুহুল আমিন দুলাল, বিএনপি নেতা কে এম হুমায়ুন কবীর, সালাহউদ্দিন ফারুক, জসিম ফরাজী, মিজানুর রহমান, যুবদল নেতা তাহসিন জামান রোমেল, রিয়াজুল ইসলাম, ছাত্রদল নেতা আরিফ মল্লিক প্রমুখ।
কাউখালী: গতকাল শনিবার বিক্ষোভ সমাবেশ করেছে কাউখালী উপজেলা বিএনপি। বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপির সভাপতি এস এম আহসান কবিরের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, সহসভাপতি শাহ ইমরান ফারুক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিয়া, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান নিক্সন প্রমুখ ও অঙ্গসংগঠনের নেতারা।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২১ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে