আজকের পত্রিকা ডেস্ক
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গোটা দক্ষিণাঞ্চলে গতকাল সোমবার ভারী বৃষ্টিপাত হয়েছে। দিনভর বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন উপকূলের বিভিন্ন এলাকার মানুষ। শুধুমাত্র বরগুনার পাথরঘাটাতেই ৫০ হাজার মানুষ পানিবন্দী বলে নিশ্চিত করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান।
ঝোড়ো হাওয়ায় অনেক জায়গায় বড় বড় গাছপালা উপড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিআইডব্লিউটিএ বরিশাল-ঢাকাসহ সব নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের সোমবার দুপুর থেকে আশ্রয়কেন্দ্রে নেওয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে
সিত্রাংয়ের প্রভাবে হওয়া বৃষ্টিতে সোমবার দুপুরের মধ্যে বরিশাল নগরের অধিকাংশ সড়ক পানিতে ডুবে যায়। এর ফলে যান চলাচলসহ জীবনযাত্রাও ব্যাহত হয়ে পড়ে। অনেকটা পানিবন্দী হয়ে পড়ে নগরবাসী; বিশেষ করে নবগ্রাম রোড, সদর রোড, বগুড়া রোড, কলেজ রোড, সার্কুলার রোড, জিয়ানগর, রূপাতলী হাউজিং পানিতে থইথই করছে। একই অবস্থা জেলার হিজলা, মেহেন্দীগঞ্জ ও মুলাদীর। এসব এলাকার নিম্নাঞ্চল ডুবে যাওয়ায় চরম কষ্টে আছে সাধারণ মানুষ। খোঁজ নিয়ে জানা গেছে, রোববার রাত থেকে উপজেলাগুলোতে বিদ্যুৎ নেই।
বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক আ. রাজ্জাক বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঢাকা-বরিশালসহ সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের গেজরিডার আব্দুর রহমান বলেন, সোমবার সকালে কীর্তনখোলাসহ সব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক প্রণব কুমার বিশ্বাস বলেন, সোমবার বেলা তিনটা পর্যন্ত ১৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।বরিশালের জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার বলেন, সম্ভাব্য ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি মোকাবিলা ও ঝড়-পরবর্তী পরিস্থিতি সামাল দিয়ে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভোলায় গতকাল সোমবার সকাল থেকেই বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইছে। মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি উত্তাল হয়ে উঠেছে। ঝোড়ো হাওয়ায় ভোলা সদরসহ বিভিন্ন উপজেলায় বড় বড় গাছপালা উপড়ে পড়েছে। এতে বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে ভোলা শহরের যুগিরঘোল এলাকাসহ অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।ওয়েস্ট জোন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ভোলার উপসহকারী প্রকৌশলী দুলাল চন্দ্র দে বলেন, ঘূর্ণিঝড়ে ভোলার বিভিন্ন এলাকায় বড় বড় গাছপালা বিদ্যুতের তারে ওপর পড়েছে। কোথাও কোথাও বিদ্যুতের খুঁটিও উপড়ে পড়েছে।
ভোলা সদর উপজেলার গণপূর্ত অধিদপ্তর ভোলার কার্যালয়ের সামনে বড় গাছ পড়ে থাকায় ভোলা শহরের যুগিরঘোলসহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ভোলার চরফ্যাশন উপকূলের নিম্নাঞ্চল এলাকাসহ পুরো জেলায় টানা বৃষ্টি ও তীব্র বাতাস হচ্ছে। ভোলা সদর উপজেলার বঙ্গের চর, মাঝের চর, চর চটকিমারা, মদনপুর, চরফ্যাশন উপজেলার চর কুকরিমুকরি, পাতিলা, ঢালচর ও চর নিজাম, তজুমদ্দিন উপজেলার চর জহিরুদ্দিন, মনপুরা উপজেলার কলাতলীর চরসহ অনেক চর প্লাবিত হয়েছে। এই চরগুলোতে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
চর কুকরিমুকরির ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন জানান, চর পাতিলার প্রায় চার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
সোমবার ভোর থেকেই পিরোজপুরে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি। জোয়ারে জেলার ইন্দুরকানী, ভান্ডারিয়া, মঠবাড়িয়াসহ বিভিন্ন উপজেলা নিম্নাঞ্চল দুই থেকে আড়াই ফুট পানি বেড়েছে। বন্যার পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পর পানি আটকা থাকলে আমন ধানসহ অন্যান্য সবজির ব্যাপক ক্ষতি হতে পারে বলে ধারণা করছে কৃষি বিভাগ।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সকাল থেকে দমকা বাতাস এবং পটুয়াখালীর উপকূলজুড়ে ভারী বৃষ্টি হয়েছে। নদী ও সাগর এখনো উত্তাল রয়েছে।
ঝালকাঠির কাঠালিয়ায় সোমবার সকাল থেকে মাঝারি ও ভারী বর্ষণ এবং দমকা হাওয়া বইছে। বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলাজুড়ে রোববার মধ্যরাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ এবং নেটওয়ার্ক সরবরাহ বিঘ্নিত হচ্ছে।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় রাতভর ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে দুই উপজেলার আমন ধান ও সবজিখেত। এতে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং করা হয়েছে। পাথরথাটাতেই ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে আছেন বলে নিশ্চিত করেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবীর। শতাধিক মাছের ঘের তলিয়ে গেছে বলেও জানান তিনি।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গোটা দক্ষিণাঞ্চলে গতকাল সোমবার ভারী বৃষ্টিপাত হয়েছে। দিনভর বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন উপকূলের বিভিন্ন এলাকার মানুষ। শুধুমাত্র বরগুনার পাথরঘাটাতেই ৫০ হাজার মানুষ পানিবন্দী বলে নিশ্চিত করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান।
ঝোড়ো হাওয়ায় অনেক জায়গায় বড় বড় গাছপালা উপড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিআইডব্লিউটিএ বরিশাল-ঢাকাসহ সব নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে। উপকূলীয় এলাকার বাসিন্দাদের সোমবার দুপুর থেকে আশ্রয়কেন্দ্রে নেওয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে
সিত্রাংয়ের প্রভাবে হওয়া বৃষ্টিতে সোমবার দুপুরের মধ্যে বরিশাল নগরের অধিকাংশ সড়ক পানিতে ডুবে যায়। এর ফলে যান চলাচলসহ জীবনযাত্রাও ব্যাহত হয়ে পড়ে। অনেকটা পানিবন্দী হয়ে পড়ে নগরবাসী; বিশেষ করে নবগ্রাম রোড, সদর রোড, বগুড়া রোড, কলেজ রোড, সার্কুলার রোড, জিয়ানগর, রূপাতলী হাউজিং পানিতে থইথই করছে। একই অবস্থা জেলার হিজলা, মেহেন্দীগঞ্জ ও মুলাদীর। এসব এলাকার নিম্নাঞ্চল ডুবে যাওয়ায় চরম কষ্টে আছে সাধারণ মানুষ। খোঁজ নিয়ে জানা গেছে, রোববার রাত থেকে উপজেলাগুলোতে বিদ্যুৎ নেই।
বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপপরিচালক আ. রাজ্জাক বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঢাকা-বরিশালসহ সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করা হয়েছে।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের গেজরিডার আব্দুর রহমান বলেন, সোমবার সকালে কীর্তনখোলাসহ সব নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক প্রণব কুমার বিশ্বাস বলেন, সোমবার বেলা তিনটা পর্যন্ত ১৫৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।বরিশালের জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার বলেন, সম্ভাব্য ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি মোকাবিলা ও ঝড়-পরবর্তী পরিস্থিতি সামাল দিয়ে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভোলায় গতকাল সোমবার সকাল থেকেই বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইছে। মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি উত্তাল হয়ে উঠেছে। ঝোড়ো হাওয়ায় ভোলা সদরসহ বিভিন্ন উপজেলায় বড় বড় গাছপালা উপড়ে পড়েছে। এতে বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে ভোলা শহরের যুগিরঘোল এলাকাসহ অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।ওয়েস্ট জোন ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ভোলার উপসহকারী প্রকৌশলী দুলাল চন্দ্র দে বলেন, ঘূর্ণিঝড়ে ভোলার বিভিন্ন এলাকায় বড় বড় গাছপালা বিদ্যুতের তারে ওপর পড়েছে। কোথাও কোথাও বিদ্যুতের খুঁটিও উপড়ে পড়েছে।
ভোলা সদর উপজেলার গণপূর্ত অধিদপ্তর ভোলার কার্যালয়ের সামনে বড় গাছ পড়ে থাকায় ভোলা শহরের যুগিরঘোলসহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ভোলার চরফ্যাশন উপকূলের নিম্নাঞ্চল এলাকাসহ পুরো জেলায় টানা বৃষ্টি ও তীব্র বাতাস হচ্ছে। ভোলা সদর উপজেলার বঙ্গের চর, মাঝের চর, চর চটকিমারা, মদনপুর, চরফ্যাশন উপজেলার চর কুকরিমুকরি, পাতিলা, ঢালচর ও চর নিজাম, তজুমদ্দিন উপজেলার চর জহিরুদ্দিন, মনপুরা উপজেলার কলাতলীর চরসহ অনেক চর প্লাবিত হয়েছে। এই চরগুলোতে অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
চর কুকরিমুকরির ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন জানান, চর পাতিলার প্রায় চার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী জানিয়েছেন, ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
সোমবার ভোর থেকেই পিরোজপুরে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া ও বৃষ্টি। জোয়ারে জেলার ইন্দুরকানী, ভান্ডারিয়া, মঠবাড়িয়াসহ বিভিন্ন উপজেলা নিম্নাঞ্চল দুই থেকে আড়াই ফুট পানি বেড়েছে। বন্যার পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পর পানি আটকা থাকলে আমন ধানসহ অন্যান্য সবজির ব্যাপক ক্ষতি হতে পারে বলে ধারণা করছে কৃষি বিভাগ।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সকাল থেকে দমকা বাতাস এবং পটুয়াখালীর উপকূলজুড়ে ভারী বৃষ্টি হয়েছে। নদী ও সাগর এখনো উত্তাল রয়েছে।
ঝালকাঠির কাঠালিয়ায় সোমবার সকাল থেকে মাঝারি ও ভারী বর্ষণ এবং দমকা হাওয়া বইছে। বৈরী আবহাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলাজুড়ে রোববার মধ্যরাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ এবং নেটওয়ার্ক সরবরাহ বিঘ্নিত হচ্ছে।
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় রাতভর ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে দুই উপজেলার আমন ধান ও সবজিখেত। এতে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষকে আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং করা হয়েছে। পাথরথাটাতেই ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে আছেন বলে নিশ্চিত করেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবীর। শতাধিক মাছের ঘের তলিয়ে গেছে বলেও জানান তিনি।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে