আগৈলঝাড়া প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় পাঁচটি ইউনিয়নের ২৭টি প্রকল্পের আওতায় অভ্যন্তরীণ ৮৬ কিলোমিটার খাল খননের প্রকল্প গত দুই যুগেও বাস্তবায়ন হয়নি। এতে সেচ সংকটে অনেক কৃষি জমি অনাবাদি রয়েছে। অভ্যন্তরীণ খালগুলো ভরাটের কারণে পানির তীব্র সংকটের কারণে চলতি বোরো মৌসুমে চাষ করা জমিতেও আশাতীত ফলন না হওয়ার আশঙ্কায় চরম হতাশ চাষিরা। পানি সংকটের মুখে জরুরিভাবে খালগুলো পুনঃখননের দাবি জানিয়েছেন কৃষকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় জানান, সেচের জন্য খাল খননের প্রকল্পটি দাখিল করা হয়েছে অন্তত দুই যুগ আগে। কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি।
ওই কর্মকর্তা আরও জানান, দাখিলকৃত প্রকল্পের মধ্যে উপজেলার রাজিহার ইউনিয়নে মোট ২২কিমি খালের মধ্যে রয়েছে বাশাইল গ্রামের মতিউর রহমানের সমিল থেকে ছোট বাশাইল-গোয়াইল-ছোট ডুমুরিয়া পর্যন্ত ৮কিমি। একই এলাকায় কামাল সরদারের বাড়ি থেকে হায়াতুল্লাহ ফলিয়ার বাড়ি পর্যন্ত দেড় কিমি। দক্ষিণ বাহাদুরপুর থেকে মাগুরা ছাদেক বেপারীর বাড়ি পর্যন্ত ৩কিমি। বাহাদুরপুর রেজিঃ প্রাঃ বিদ্যালয় থেকে বটু বকুলার বাড়ি পর্যন্ত দেড় কিমি। রামানন্দের আঁক স্কুল থেকে ক্লাব বাড়ি পর্যন্ত আড়াই কিমি। বাশাইল খন্দকার বাড়ির ব্রিজ থেকে চেংগুটিয়া ঢালীবাড়ী মসজিদ পর্যন্ত আড়াই কিমি। রাজিহার জোড়া ব্রিজ থেকে কুমার ভাঙা পর্যন্ত ৩ কিলোমিটারসহ ২২কিমি খাল খনন জরুরি হয়ে পড়েছে।
বাকাল ইউনিয়নে শুকিয়ে যাওয়া খালের পরিমাণ ১৭কিমি। এর মধ্যে ১নম্বর ব্রিজ থেকে আদাবাড়ী পর্যন্ত দেড় কিমি কোদালধোয়া থেকে বড়মগরা পর্যন্ত ২ কিমি। কোদালধোয়া থেকে ফেনাবাড়ী পর্যন্ত ২ কিমি। কোদালধোয়া শিমুলবাড়ি পর্যন্ত দেড় কিমি। বাকাল ১নম্বর ব্রিজ থেকে কোদালধোয়া পর্যন্ত ৪ কিমি। বাকাল হাট থেকে আমবাড়ী পর্যন্ত ২ কিমি ও রাজিহার বাজার থেকে বাকাল হাট পর্যন্ত ৪কিমিসহ ১৭কিমি খাল পুনঃখননের জন্য নির্ধারণ করা হয়েছে।
একইভাবে গৈলা ইউনিয়নে ২৫ কিমি খালে পানি সরবরাহ না থাকায় পুনঃখনন দরকার।
রাজিহার গ্রামের শাহআলম মোল্লা জানান, তার এলাকার মতো অনেক ইরি ব্লকের জমি এ বছর পানির অভাবে চাষ করতে পারছে না কৃষকেরা। তার ওপর ধানের বাজার মূল্য কম থাকায়ও জমি চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক।
বরিশালের আগৈলঝাড়ায় পাঁচটি ইউনিয়নের ২৭টি প্রকল্পের আওতায় অভ্যন্তরীণ ৮৬ কিলোমিটার খাল খননের প্রকল্প গত দুই যুগেও বাস্তবায়ন হয়নি। এতে সেচ সংকটে অনেক কৃষি জমি অনাবাদি রয়েছে। অভ্যন্তরীণ খালগুলো ভরাটের কারণে পানির তীব্র সংকটের কারণে চলতি বোরো মৌসুমে চাষ করা জমিতেও আশাতীত ফলন না হওয়ার আশঙ্কায় চরম হতাশ চাষিরা। পানি সংকটের মুখে জরুরিভাবে খালগুলো পুনঃখননের দাবি জানিয়েছেন কৃষকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় জানান, সেচের জন্য খাল খননের প্রকল্পটি দাখিল করা হয়েছে অন্তত দুই যুগ আগে। কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি।
ওই কর্মকর্তা আরও জানান, দাখিলকৃত প্রকল্পের মধ্যে উপজেলার রাজিহার ইউনিয়নে মোট ২২কিমি খালের মধ্যে রয়েছে বাশাইল গ্রামের মতিউর রহমানের সমিল থেকে ছোট বাশাইল-গোয়াইল-ছোট ডুমুরিয়া পর্যন্ত ৮কিমি। একই এলাকায় কামাল সরদারের বাড়ি থেকে হায়াতুল্লাহ ফলিয়ার বাড়ি পর্যন্ত দেড় কিমি। দক্ষিণ বাহাদুরপুর থেকে মাগুরা ছাদেক বেপারীর বাড়ি পর্যন্ত ৩কিমি। বাহাদুরপুর রেজিঃ প্রাঃ বিদ্যালয় থেকে বটু বকুলার বাড়ি পর্যন্ত দেড় কিমি। রামানন্দের আঁক স্কুল থেকে ক্লাব বাড়ি পর্যন্ত আড়াই কিমি। বাশাইল খন্দকার বাড়ির ব্রিজ থেকে চেংগুটিয়া ঢালীবাড়ী মসজিদ পর্যন্ত আড়াই কিমি। রাজিহার জোড়া ব্রিজ থেকে কুমার ভাঙা পর্যন্ত ৩ কিলোমিটারসহ ২২কিমি খাল খনন জরুরি হয়ে পড়েছে।
বাকাল ইউনিয়নে শুকিয়ে যাওয়া খালের পরিমাণ ১৭কিমি। এর মধ্যে ১নম্বর ব্রিজ থেকে আদাবাড়ী পর্যন্ত দেড় কিমি কোদালধোয়া থেকে বড়মগরা পর্যন্ত ২ কিমি। কোদালধোয়া থেকে ফেনাবাড়ী পর্যন্ত ২ কিমি। কোদালধোয়া শিমুলবাড়ি পর্যন্ত দেড় কিমি। বাকাল ১নম্বর ব্রিজ থেকে কোদালধোয়া পর্যন্ত ৪ কিমি। বাকাল হাট থেকে আমবাড়ী পর্যন্ত ২ কিমি ও রাজিহার বাজার থেকে বাকাল হাট পর্যন্ত ৪কিমিসহ ১৭কিমি খাল পুনঃখননের জন্য নির্ধারণ করা হয়েছে।
একইভাবে গৈলা ইউনিয়নে ২৫ কিমি খালে পানি সরবরাহ না থাকায় পুনঃখনন দরকার।
রাজিহার গ্রামের শাহআলম মোল্লা জানান, তার এলাকার মতো অনেক ইরি ব্লকের জমি এ বছর পানির অভাবে চাষ করতে পারছে না কৃষকেরা। তার ওপর ধানের বাজার মূল্য কম থাকায়ও জমি চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
১১ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪