নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এই এগিয়ে যাওয়া অনেকের পছন্দ হয়নি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল সোমবার রাজধানীর কল্যাণপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের শেখ রাসেল মিলনায়তনে মহান বিজয় দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বক্তৃতা করে বলেছেন, ৫০ বছরেও দেশ এগোয়নি। অনেক ক্ষেত্রে পিছিয়ে গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে আমি প্রশ্ন রাখতে চাই—স্বাধীনতা অর্জনের পর মাথাপিছু আয় ১০০ ডলারের নিচে ছিল। ১৩ বছর আগেও ২০০৯ সালের শুরুতে মাথাপিছু আয় ছিল ৬০০ ডলার। আজ সেটি ২ হাজার ৫৫৪ ডলারে উন্নীত হয়েছে। মাথাপিছু আয় চার গুণের বেশি। দারিদ্র্যসীমার নিচে মানুষের হার ছিল ৪১ শতাংশ। সেটি আজ ২০ শতাংশের নিচে নেমে এসেছে। এগুলো তারা দেখেও দেখতে পায় না।’
বিএনপির বিজয় র্যালির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তারা আমাদের মহান বিজয় দিবসে র্যালি করেছে। সেই র্যালিতে তারা মিথ্যাচার করেছে। বাস্তব সত্য, ধ্রুব সত্যকে কোনো রাজনৈতিক নেতা বা দল অস্বীকার করলে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়। সিলেটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বিএনপির নেতারা চেয়ার ছোড়াছুড়ি করল। যারা চেয়ারে বসা নিয়ে মারামারি করে, চেয়ার ছোড়াছুড়ি করে; তারা দেশের চেয়ারে বসলে যে কী করবে! সেটা সহজেই বোঝা যায়।’
আওয়ামী লীগ সমালোচনা সমাদৃত করার মানসিকতা পোষণ করে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের রাজনীতি এমন হওয়া উচিত—যেখানে সমালোচনা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে; কিন্তু প্রতিহিংসা থাকবে না। অবশ্যই সরকারের সমালোচনা থাকবে। সেটি হতে হবে বস্তুনিষ্ঠ। কিন্তু দলকানা ও বধিরের মতো সমালোচনা নয়। তাহলেই আমরা সবাই মিলে দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে পারব।’
বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এই এগিয়ে যাওয়া অনেকের পছন্দ হয়নি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল সোমবার রাজধানীর কল্যাণপুরে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের শেখ রাসেল মিলনায়তনে মহান বিজয় দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বক্তৃতা করে বলেছেন, ৫০ বছরেও দেশ এগোয়নি। অনেক ক্ষেত্রে পিছিয়ে গেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে আমি প্রশ্ন রাখতে চাই—স্বাধীনতা অর্জনের পর মাথাপিছু আয় ১০০ ডলারের নিচে ছিল। ১৩ বছর আগেও ২০০৯ সালের শুরুতে মাথাপিছু আয় ছিল ৬০০ ডলার। আজ সেটি ২ হাজার ৫৫৪ ডলারে উন্নীত হয়েছে। মাথাপিছু আয় চার গুণের বেশি। দারিদ্র্যসীমার নিচে মানুষের হার ছিল ৪১ শতাংশ। সেটি আজ ২০ শতাংশের নিচে নেমে এসেছে। এগুলো তারা দেখেও দেখতে পায় না।’
বিএনপির বিজয় র্যালির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তারা আমাদের মহান বিজয় দিবসে র্যালি করেছে। সেই র্যালিতে তারা মিথ্যাচার করেছে। বাস্তব সত্য, ধ্রুব সত্যকে কোনো রাজনৈতিক নেতা বা দল অস্বীকার করলে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়। সিলেটে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে বিএনপির নেতারা চেয়ার ছোড়াছুড়ি করল। যারা চেয়ারে বসা নিয়ে মারামারি করে, চেয়ার ছোড়াছুড়ি করে; তারা দেশের চেয়ারে বসলে যে কী করবে! সেটা সহজেই বোঝা যায়।’
আওয়ামী লীগ সমালোচনা সমাদৃত করার মানসিকতা পোষণ করে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের রাজনীতি এমন হওয়া উচিত—যেখানে সমালোচনা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে; কিন্তু প্রতিহিংসা থাকবে না। অবশ্যই সরকারের সমালোচনা থাকবে। সেটি হতে হবে বস্তুনিষ্ঠ। কিন্তু দলকানা ও বধিরের মতো সমালোচনা নয়। তাহলেই আমরা সবাই মিলে দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে পারব।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে