নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর ছেড়েছেন তিন বছর। কেউ হয়েছেন সরকারি কর্মকর্তা, কেউ পাড়ি জমিয়েছেন বিদেশে, কেউবা এখনো ঘুরছেন চাকরির সন্ধানে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে একত্র হয়েছিলেন তাঁরা। ’৯৩ ব্যাচের শিক্ষার্থীরা ‘পালাবদল ৯৩’ নামে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম সম্মিলিত র্যাগ ডেও আয়োজন করেছিলেন। তার পর থেকে প্রতিবছরের ২ জানুয়ারি পালাবদল সিগনেচার ডে উদ্যাপন করেন।
গত রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এই আয়োজনে মুখর ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)। বারবিকিউ, নাচ-গান, আড্ডা আর স্মৃতি রোমন্থনে ক্যাম্পাসের পুরোনো দিনগুলো ফিরিয়ে আনেন। সেই গণরুম, বটতলা, মধুর ক্যানটিন আর কার্জন হলের শত গল্পে মোড়ানো দিনগুলো যেন এক সন্ধ্যার ফ্রেমে বাঁধার প্রয়াস।
স্মৃতি রোমন্থন করে ’৯৩ ব্যাচের শিক্ষার্থী মৌসুমী ঘোষ বলেন, ‘কত দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হলো। সবাইকে একসঙ্গে দেখে মনেই হচ্ছে না, আমরা প্রাক্তন শিক্ষার্থী।’
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ছিল লোকগানের দল আপন ঘর ও কৃষ্ণপক্ষ। এ ছাড়া ছিল জনপ্রিয় ব্যান্ড দল দ্য প্রিজনার্স। শিল্পীদের সঙ্গে গলা মেলান সবাই—পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়/ আবার দেখা যদি হল সখা, প্রাণের মাঝে আয়।
আয়োজকদের একজন আবির রায়হান বলেন, আমরা চেষ্টা করছি যত ব্যস্ততাই থাকুক বছরে একটা দিন যেন বন্ধুরা একত্রিত হতে পারি। আমাদের বয়স যতই বাড়ুক না কেন, ক্যাম্পাসে আমরা চির তরুণ থাকতে চাই।
বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর ছেড়েছেন তিন বছর। কেউ হয়েছেন সরকারি কর্মকর্তা, কেউ পাড়ি জমিয়েছেন বিদেশে, কেউবা এখনো ঘুরছেন চাকরির সন্ধানে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে একত্র হয়েছিলেন তাঁরা। ’৯৩ ব্যাচের শিক্ষার্থীরা ‘পালাবদল ৯৩’ নামে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম সম্মিলিত র্যাগ ডেও আয়োজন করেছিলেন। তার পর থেকে প্রতিবছরের ২ জানুয়ারি পালাবদল সিগনেচার ডে উদ্যাপন করেন।
গত রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এই আয়োজনে মুখর ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)। বারবিকিউ, নাচ-গান, আড্ডা আর স্মৃতি রোমন্থনে ক্যাম্পাসের পুরোনো দিনগুলো ফিরিয়ে আনেন। সেই গণরুম, বটতলা, মধুর ক্যানটিন আর কার্জন হলের শত গল্পে মোড়ানো দিনগুলো যেন এক সন্ধ্যার ফ্রেমে বাঁধার প্রয়াস।
স্মৃতি রোমন্থন করে ’৯৩ ব্যাচের শিক্ষার্থী মৌসুমী ঘোষ বলেন, ‘কত দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হলো। সবাইকে একসঙ্গে দেখে মনেই হচ্ছে না, আমরা প্রাক্তন শিক্ষার্থী।’
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ছিল লোকগানের দল আপন ঘর ও কৃষ্ণপক্ষ। এ ছাড়া ছিল জনপ্রিয় ব্যান্ড দল দ্য প্রিজনার্স। শিল্পীদের সঙ্গে গলা মেলান সবাই—পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়/ আবার দেখা যদি হল সখা, প্রাণের মাঝে আয়।
আয়োজকদের একজন আবির রায়হান বলেন, আমরা চেষ্টা করছি যত ব্যস্ততাই থাকুক বছরে একটা দিন যেন বন্ধুরা একত্রিত হতে পারি। আমাদের বয়স যতই বাড়ুক না কেন, ক্যাম্পাসে আমরা চির তরুণ থাকতে চাই।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে