আশুরার শিক্ষা

সম্পাদকীয়
Thumbnail image

আশুরা শব্দটি এসেছে আরবি আশারা শব্দ থেকে, যার অর্থ দশম। আরবি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের ১০ তারিখে ধর্মীয় ভাবগাম্ভীর্যে দিনটি পালিত হয় বলে একে আশুরা বলা হয়। মুসলমানদের কাছে একাধিক কারণে দিনটি অত্যন্ত মর্যাদাপূর্ণ।

ইসলামপূর্ব যুগে মক্কার পৌত্তলিকেরা এ দিনটি রোজা রেখে পালন করত। ইহুদি ধর্মাবলম্বীরাও দিনটিকে ঈদের মতো মর্যাদা দিয়ে উদ্‌যাপন করত। মহানবী (সা.) মদিনার ইহুদিদের কাছে এই দিনে রোজা রাখার কারণ জানতে চাইলে তারা জানিয়েছিল, এই দিনে আল্লাহ তাআলা হজরত মুসা (আ.)-কে ফেরাউনের কবল থেকে মুক্ত করেছিলেন। এরপর মহানবী (সা.) দিনটিকে তাৎপর্যপূর্ণ ঘোষণা করে সাহাবিদেরও রোজা রাখার নির্দেশনা দেন।

মহানবী (সা.)-এর তিরোধানের অর্ধশত বছর পর, ৬১ হিজরি সনে এই দিনে ইসলামের ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ঘটনাটি ঘটে। ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে তৃষাতুর অবস্থায় ৭২ সঙ্গীসহ নির্মমভাবে শহীদ হন মহানবী (সা.)-এর প্রাণপ্রিয় নাতি হজরত হোসাইন (রা.)। জালিম দুরাচার শাসক এজিদের কাছে মাথা নত না করে তিনি সত্য প্রতিষ্ঠায় আপসহীনতার অনন্য নজির স্থাপন করেন। ফলে ইসলামের ইতিহাসে দিনটি আরও বেশি তাৎপর্যময় হয়ে ওঠে।

এসব কারণে দিনটি একই সঙ্গে ইবাদতের এবং শোকের। তাই মুসলমানেরা দিনটি ইবাদত-বন্দেগি, সিয়াম সাধনা, ভালো খাওয়াদাওয়া এবং কারবালার শোকাবহ ঘটনার স্মরণের মাধ্যমে পালন করে। শিয়া মুসলিমরা তাজিয়া মিছিল, বিলাপ ও অন্যান্য আনুষ্ঠানিকতায় শোক পালন করে। তাই ধর্মপ্রাণ মুসলমানদের সুবিধার্থে দিনটিতে সরকারি ছুটি থাকে।

বাংলাদেশে যুগ যুগ ধরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পবিত্র আশুরা পালিত হয়ে আসছে। আশা করি, সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের নিরাপত্তায় প্রতিবারের মতো এবারও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে। কোনো নাশকতাকারী যেন সম্প্রীতির বাংলাদেশে বিদ্বেষপ্রসূত কাজ করার সুযোগ না পায়, সেদিকে নজর রাখতে হবে।

আমাদের জাতীয় জীবন নানাবিধ সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস, অবৈধ সম্পদ অর্জনের প্রতিযোগিতা মহামারি আকার ধারণ করেছে। সম্পদের মোহ মানুষকে নীতি-নৈতিকতা ভুলিয়ে দিচ্ছে। অনেকে আবার ধর্মচর্চার মুখোশ পরে নিজেদের অপকর্ম আড়ালের অপচেষ্টা করছে। এসব নৈতিক অবক্ষয়ের চূড়ান্ত রূপ। এসব সংকট থেকে মুক্ত হওয়ার শপথ নেওয়ার সেরা সময় আশুরা।

আশুরার দিনের প্রধান শিক্ষা হলো, রোজা রাখার মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা এবং অতীতের কৃত গুনাহের জন্য তাঁর কাছে কায়মনোবাক্যে ক্ষমাপ্রার্থনা করা। এ ছাড়া কারবালার শোকাবহ ঘটনা থেকেও শেখার আছে অনেক কিছু। আমাদের জীবন যেন হজরত হোসাইন (রা.)-এর মতো নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ এবং আপসহীন মনোভাবের অধিকারী হয়—সেই চেষ্টা করতে হবে। প্রয়োজনে প্রাণোৎসর্গ করতে হবে, তবু অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না।

চলুন, সবাই একসঙ্গে লড়ি সব ধরনের অন্যায়-অনাচারের বিরুদ্ধে। আশুরার পবিত্র প্রহর ও কারবালার অবিনাশী চেতনায় নিষ্কলুষ ও সুন্দর হোক আগামীর পৃথিবী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত