৭১ কিলোমিটার ‘বিজয় পদযাত্রা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২১, ০৭: ৩৭
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ০৯: ৪৮

স্বাধীনতার ৫০ বছর এবং বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ৭১ কিলোমিটার ‘বিজয় পদযাত্রা’ করেছে হাঁটাহাঁটি-দ্য ওয়াক নামে একটি সংগঠন। গতকাল বৃহস্পতিবার বিজয়ের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রাজধানীর জিরো পয়েন্ট থেকে বিজয় পদযাত্রা শুরু করে সংগঠনটি।

কর্মসূচির আহ্বায়ক জাকারিয়া আল মাহমুদ বলেন, ‘জিরো পয়েন্ট থেকে শুরু করে রাজধানীর কাকরাইল, মগবাজার, মহাখালী, উত্তরা, গাজীপুর চৌরাস্তা হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রীপুর পার হয়ে ভালুকা পর্যন্ত ৭১ কিলোমিটার হাঁটার কর্মসূচি পালন করেছি।’ পদযাত্রায় একজন নারী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, পেশাজীবী মিলে ১৬ অ্যাথলেট অংশগ্রহণ করেন।

জাকারিয়া আল মাহমুদ জানান, হাঁটার পথে করোনা মহামারি পরিস্থিতির বিষয়ে সচেতনতা সৃষ্টিতে পথচারীদের মাঝে ৭১০টি মাস্ক বিতরণ এবং সুস্থ ও নিরাপদ থাকার বিষয়ে সচেতনতা তৈরিতে চেষ্টা করা হয়।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত