মিঠাপুকুর প্রতিনিধি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠন করতে হলে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। স্থানীয় সাংসদ এইচ এন আশিকুর রহমান এসব কথা বলেন।
সাংসদ আশিকুর গতকাল শনিবার মিঠাপুকুর কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় তিনি ভার্চুয়ালি সংযুক্ত হন। অনুষ্ঠানে তিনজন বীরাঙ্গনাসহ শতাধিক মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় আশিকুর রহমান বলেন, স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সাংসদ জানান, বঙ্গবন্ধু বৈষম্যমুক্ত এক বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেছিলেন। তাঁর স্বপ্ন পূরণ করতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ ৭১ ও ৭৫-এর শত্রুরা এখনো গভীর চক্রান্তে লিপ্ত। তিনি ঘরে ঘরে স্বাধীনতার সুফল পৌঁছানোর জন্য আবারও শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা একসময় পরিচয় দিতে পারতেন না। তাঁরা প্রতিটি ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে দেশে আসেন এবং আন্দোলনের মাধ্যমে স্বাধীনতাবিরোধীদের কবল থেকে দেশকে রক্ষা করেন।
চেয়ারম্যান জানান, শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকারের ধারাবাহিকতা রয়েছে বলেই মানবতাবিরোধী ও বঙ্গবন্ধুর খুনিদের বিচার সম্পন্ন করা সম্ভব হয়েছে। মুক্তিযোদ্ধারা মর্যাদা ফিরে পেয়েছেন।
সভাপতির বক্তব্যে ইউএনও ফাতেমা বলেন, ‘বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে বীর সন্তানেরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন বলেই আমরা স্বাধীনতা পেয়েছি। পরাধীনতার শৃঙ্খলমুক্ত হয়েছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে বীর মুক্তিযোদ্ধারা রাষ্ট্রের সর্বত্র অগ্রাধিকার পাচ্ছেন জানিয়ে ইউএনও ফাতেমা সব নাগরিকে দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠন করতে হলে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। স্থানীয় সাংসদ এইচ এন আশিকুর রহমান এসব কথা বলেন।
সাংসদ আশিকুর গতকাল শনিবার মিঠাপুকুর কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় তিনি ভার্চুয়ালি সংযুক্ত হন। অনুষ্ঠানে তিনজন বীরাঙ্গনাসহ শতাধিক মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় আশিকুর রহমান বলেন, স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সাংসদ জানান, বঙ্গবন্ধু বৈষম্যমুক্ত এক বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেছিলেন। তাঁর স্বপ্ন পূরণ করতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ ৭১ ও ৭৫-এর শত্রুরা এখনো গভীর চক্রান্তে লিপ্ত। তিনি ঘরে ঘরে স্বাধীনতার সুফল পৌঁছানোর জন্য আবারও শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমাতুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকার। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা একসময় পরিচয় দিতে পারতেন না। তাঁরা প্রতিটি ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে দেশে আসেন এবং আন্দোলনের মাধ্যমে স্বাধীনতাবিরোধীদের কবল থেকে দেশকে রক্ষা করেন।
চেয়ারম্যান জানান, শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকারের ধারাবাহিকতা রয়েছে বলেই মানবতাবিরোধী ও বঙ্গবন্ধুর খুনিদের বিচার সম্পন্ন করা সম্ভব হয়েছে। মুক্তিযোদ্ধারা মর্যাদা ফিরে পেয়েছেন।
সভাপতির বক্তব্যে ইউএনও ফাতেমা বলেন, ‘বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে বীর সন্তানেরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন বলেই আমরা স্বাধীনতা পেয়েছি। পরাধীনতার শৃঙ্খলমুক্ত হয়েছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে বীর মুক্তিযোদ্ধারা রাষ্ট্রের সর্বত্র অগ্রাধিকার পাচ্ছেন জানিয়ে ইউএনও ফাতেমা সব নাগরিকে দেশপ্রেম নিয়ে কাজ করার আহ্বান জানান।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে