মনিরামপুর প্রতিনিধি
যশোরের মনিরামপুরের রোহিতা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচনের ভোট পুনরায় গণনা ও গেজেট স্থগিতের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। ঘোষিত ফলে কারচুপির অভিযোগ তুলে পরাজিত সদস্য প্রার্থী দেলোয়ার হোসেনের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিত এই আদেশ দেওয়া হয়।
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত উচ্চ আদালতের একটি বেঞ্চ গত সোমবার এ আদেশ দেন। গত ১ ডিসেম্বর এই রিট আবেদন করা হয়।
দেলোয়ার হোসেন টর্চ লাইট প্রতীক নিয়ে এবারের নির্বাচনে অংশ নিয়েছিলেন। মাত্র ৩ ভোটের ব্যবধানে তাঁকে হারিয়ে দিয়ে টিউবওয়েল প্রতীকের প্রার্থী মেহেদী হাসানকে জয়ী ঘোষণা করার অভিযোগ করেছেন।
রিটের বিবাদীরা হলেন, নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকার, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, রোহিতা ইউপি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশীদ, রোহিতার ৪ নম্বর ওয়ার্ডের রোহিতা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মহিতোষ চক্রবর্তী ও বেসরকারিভাবে বিজয়ী ইউপি সদস্য মেহেদী হাসান।
অভিযোগকারী দেলোয়ার হোসেন বলেন, ‘গত ২৮ নভেম্বর মনিরামপুরে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। রোহিতা ৪ নম্বর ওয়ার্ড থেকে আমি টর্চ লাইট প্রতীক নিয়ে নির্বাচন করি। আমার ভোটকেন্দ্র রোহিতা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। সাড়ে ৩ হাজার পুরুষ ও নারী ভোটারদের জন্য আলাদা ভোটকেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩ জন সদস্য প্রার্থীর মধ্যে পুরুষ কেন্দ্রে আমি ভোট পেয়েছি ৩৩০ টি। আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহেদী হাসান পান ৩১৩ ভোট। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মহিতোষ চক্রবর্তী চূড়ান্ত ফলের তালিকায় বাতিল ভোট লিখতে গিয়ে কাটাকাটি করেছেন।’
দেলোয়ার হোসেন আরও বলেন, ‘প্রিসাইডিং কর্মকর্তা মহিতোষ চক্রবর্তী প্রথমে বাতিল ভোট ৫০ দেখিয়েছেন। পরে সেখানে কাটাকাটি করে ৫৬ লিখেছেন। টিউবওয়েলের প্রার্থী মেহেদী হাসানের ভোট বাড়িয়ে দিতে তিনি আমার ৬টি ভোট বাতিল দেখিয়েছেন।’
রোহিতা ইউপি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার বলেন, ‘রিট হওয়ার বিষয়টি জেনেছি। এখনো কোনো কাগজপত্র হাতে পাইনি।’
যশোরের মনিরামপুরের রোহিতা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচনের ভোট পুনরায় গণনা ও গেজেট স্থগিতের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। ঘোষিত ফলে কারচুপির অভিযোগ তুলে পরাজিত সদস্য প্রার্থী দেলোয়ার হোসেনের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিত এই আদেশ দেওয়া হয়।
বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত উচ্চ আদালতের একটি বেঞ্চ গত সোমবার এ আদেশ দেন। গত ১ ডিসেম্বর এই রিট আবেদন করা হয়।
দেলোয়ার হোসেন টর্চ লাইট প্রতীক নিয়ে এবারের নির্বাচনে অংশ নিয়েছিলেন। মাত্র ৩ ভোটের ব্যবধানে তাঁকে হারিয়ে দিয়ে টিউবওয়েল প্রতীকের প্রার্থী মেহেদী হাসানকে জয়ী ঘোষণা করার অভিযোগ করেছেন।
রিটের বিবাদীরা হলেন, নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকার, যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির, মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, রোহিতা ইউপি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশীদ, রোহিতার ৪ নম্বর ওয়ার্ডের রোহিতা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মহিতোষ চক্রবর্তী ও বেসরকারিভাবে বিজয়ী ইউপি সদস্য মেহেদী হাসান।
অভিযোগকারী দেলোয়ার হোসেন বলেন, ‘গত ২৮ নভেম্বর মনিরামপুরে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। রোহিতা ৪ নম্বর ওয়ার্ড থেকে আমি টর্চ লাইট প্রতীক নিয়ে নির্বাচন করি। আমার ভোটকেন্দ্র রোহিতা প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। সাড়ে ৩ হাজার পুরুষ ও নারী ভোটারদের জন্য আলাদা ভোটকেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩ জন সদস্য প্রার্থীর মধ্যে পুরুষ কেন্দ্রে আমি ভোট পেয়েছি ৩৩০ টি। আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী মেহেদী হাসান পান ৩১৩ ভোট। ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মহিতোষ চক্রবর্তী চূড়ান্ত ফলের তালিকায় বাতিল ভোট লিখতে গিয়ে কাটাকাটি করেছেন।’
দেলোয়ার হোসেন আরও বলেন, ‘প্রিসাইডিং কর্মকর্তা মহিতোষ চক্রবর্তী প্রথমে বাতিল ভোট ৫০ দেখিয়েছেন। পরে সেখানে কাটাকাটি করে ৫৬ লিখেছেন। টিউবওয়েলের প্রার্থী মেহেদী হাসানের ভোট বাড়িয়ে দিতে তিনি আমার ৬টি ভোট বাতিল দেখিয়েছেন।’
রোহিতা ইউপি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার বলেন, ‘রিট হওয়ার বিষয়টি জেনেছি। এখনো কোনো কাগজপত্র হাতে পাইনি।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে