চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একটি আবাসিক হল থেকে সাংবাদিকদের বের করে দেওয়ার হুমকি ও হেনস্তা করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রক্টর বরাবর অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিকেরা। গতকাল রোববার দুপুরে ৯ ছাত্রলীগকর্মীর নাম উল্লেখ করে এ অভিযোগ দেওয়া হয়।
অভিযুক্তরা হলেন লোকপ্রশাসন বিভাগের জোবায়ের নিলয়, অর্থনীতি বিভাগের রানা আহমেদ ও ওয়ায়দুল হক লিমন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আশিস দাস, দর্শন বিভাগের শিক্ষার্থী সাজ্জাদুর রহমান, হিসাববিজ্ঞান বিভাগের আবির আহমেদ ও জাহিদুল ইসলাম এবং সংস্কৃত বিভাগের তুষার তালুকদার বাপ্পা ও প্রমিত রুদ্র। অভিযুক্তরা সবাই শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের কর্মী বলে জানা গেছে।
অভিযোগপত্রে বলা হয়, গত ১৫ জুন রাত প্রায় দেড়টার দিকে সাংবাদিকদের ব্লকে এসে ছাত্রলীগ কর্মী জোবায়ের নিলয়সহ ৫-৭ জন শিক্ষার্থী হই-হুল্লোড় করেন। পরদিন ১৬ জুন রাত ১২টার দিকে কয়েকজন ছাত্রলীগকর্মী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলামের কক্ষে ঢুকে গালাগাল করেন। এরপর দুই দফায় তাঁরা সাংবাদিকদের হুমকি দেন৷
এ সময় সাংবাদিকদের উদ্দেশে ছাত্রলীগের কর্মীরা বলেন, ‘এই হল আমাদের। হল আমরা লিজ নিছি। যখন ইচ্ছা তোদের হল থেকে বের করে দেব ৷ এ রুম যদি তোদের হয়, পুরা হল আমাদের। কী করবি তোরা? নিউজ করবি? কর। আমরা সাংবাদিক খাই না। প্রক্টর খাই না।’
তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগকর্মী জোবায়ের নিলয় আজকের পত্রিকাকে বলেন, আলাওল হলের দুই তলার শেষ ব্লকে প্রতিদিন মধ্যরাত পর্যন্ত সাংবাদিকেরা ক্রিকেট খেলেন, হই-হুল্লোড় করেন। এতে হলের শিক্ষার্থীদের অসুবিধা হয়। এ নিয়ে কিছুটা উচ্চবাচ্য হলেও পরে মীমাংসা হয়ে যায়। কিন্তু এরপরও তাঁরা কেন অভিযোগ দিয়েছেন বোধগম্য হচ্ছে না। আমরাও প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেব।’
এ বিষয়ে চবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রায়হান উদ্দীন বলেন, ‘এ ধরনের ঘৃণ্য আচরণ বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ নষ্টের পাশাপাশি স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করে৷ আমরা হুমকি প্রদানকারী শিক্ষার্থীদের শাস্তির দাবি জানাচ্ছি।’
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। ছাত্রলীগের কোনো কর্মী সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ করতে পারে না। তারা ছাত্রলীগের অনুসারী হয়ে থাকলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একটি আবাসিক হল থেকে সাংবাদিকদের বের করে দেওয়ার হুমকি ও হেনস্তা করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রক্টর বরাবর অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিকেরা। গতকাল রোববার দুপুরে ৯ ছাত্রলীগকর্মীর নাম উল্লেখ করে এ অভিযোগ দেওয়া হয়।
অভিযুক্তরা হলেন লোকপ্রশাসন বিভাগের জোবায়ের নিলয়, অর্থনীতি বিভাগের রানা আহমেদ ও ওয়ায়দুল হক লিমন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আশিস দাস, দর্শন বিভাগের শিক্ষার্থী সাজ্জাদুর রহমান, হিসাববিজ্ঞান বিভাগের আবির আহমেদ ও জাহিদুল ইসলাম এবং সংস্কৃত বিভাগের তুষার তালুকদার বাপ্পা ও প্রমিত রুদ্র। অভিযুক্তরা সবাই শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের কর্মী বলে জানা গেছে।
অভিযোগপত্রে বলা হয়, গত ১৫ জুন রাত প্রায় দেড়টার দিকে সাংবাদিকদের ব্লকে এসে ছাত্রলীগ কর্মী জোবায়ের নিলয়সহ ৫-৭ জন শিক্ষার্থী হই-হুল্লোড় করেন। পরদিন ১৬ জুন রাত ১২টার দিকে কয়েকজন ছাত্রলীগকর্মী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলামের কক্ষে ঢুকে গালাগাল করেন। এরপর দুই দফায় তাঁরা সাংবাদিকদের হুমকি দেন৷
এ সময় সাংবাদিকদের উদ্দেশে ছাত্রলীগের কর্মীরা বলেন, ‘এই হল আমাদের। হল আমরা লিজ নিছি। যখন ইচ্ছা তোদের হল থেকে বের করে দেব ৷ এ রুম যদি তোদের হয়, পুরা হল আমাদের। কী করবি তোরা? নিউজ করবি? কর। আমরা সাংবাদিক খাই না। প্রক্টর খাই না।’
তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগকর্মী জোবায়ের নিলয় আজকের পত্রিকাকে বলেন, আলাওল হলের দুই তলার শেষ ব্লকে প্রতিদিন মধ্যরাত পর্যন্ত সাংবাদিকেরা ক্রিকেট খেলেন, হই-হুল্লোড় করেন। এতে হলের শিক্ষার্থীদের অসুবিধা হয়। এ নিয়ে কিছুটা উচ্চবাচ্য হলেও পরে মীমাংসা হয়ে যায়। কিন্তু এরপরও তাঁরা কেন অভিযোগ দিয়েছেন বোধগম্য হচ্ছে না। আমরাও প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দেব।’
এ বিষয়ে চবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রায়হান উদ্দীন বলেন, ‘এ ধরনের ঘৃণ্য আচরণ বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ নষ্টের পাশাপাশি স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করে৷ আমরা হুমকি প্রদানকারী শিক্ষার্থীদের শাস্তির দাবি জানাচ্ছি।’
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। ছাত্রলীগের কোনো কর্মী সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ করতে পারে না। তারা ছাত্রলীগের অনুসারী হয়ে থাকলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৮ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে