মারুফ কিবরিয়া ও দেলোয়ার হোসাইন আকাইদ, কুমিল্লা থেকে
চারদিকে কোলাহল। ব্যস্ত নগরী কুমিল্লা। সেই ব্যস্ততায় ভিন্নমাত্রাও রয়েছে। উপলক্ষ সিটি করপোরেশনের উপনির্বাচন। প্রয়াত মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুতে ফের মেয়র পদে উপনির্বাচন হচ্ছে এখানে। ২৩ ফেব্রুয়ারি প্রচার শুরুর পর প্রথম দিকে বেশ শান্তই ছিল সব। প্রার্থীরা ভোট চাইছিলেন খোশমেজাজে। তবে সময় ঘনিয়ে আসতেই গোমতী নদীর পারের এই ভোটকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। নানা জায়গায় সংঘর্ষে জড়াচ্ছেন প্রার্থীর সমর্থকেরা। উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেই আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচার।
গত মঙ্গলবার কুমিল্লা সিটি উপনির্বাচনে বাস প্রতীকের প্রার্থী মহানগর আওয়ামী লীগের তাহসিন বাহার সূচনা এবং টেবিলঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কুর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরস্পরকে দায়ী করে উভয়পক্ষ সংবাদ সম্মেলনও করেছে।
নগরীর ওয়ার্ডের মনোহরপুর এলাকার বাসিন্দা মাসুদুল হোসেন বলেন, শুরুর দিকে তো ভালোই ছিল। শেষ দিকে এসে ঝামেলা শুরু হয়েছে। এমন অবস্থা হলে তো ভোটকেন্দ্রে যাওয়া যাবে না। একই এলাকার আরেক ভোটার রাব্বানী মাহমুদ বলেন, ‘ভোটকেন্দ্র নিরাপদ হলে ভোট দিতে যাব।’
এদিকে মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচনে হাতি প্রতীকের প্রার্থী নূর উর রহমান মাহমুদ তানিম বলেন, ৯ মার্চের নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে। স্থানীয় এক সংসদ সদস্যকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘সবচেয়ে দুর্ভাগ্য হলো, যাঁরা বা যিনি সব সময় মাইক হাতে নিলেই ষড়যন্ত্রের কথা বলেন, উনিই ষড়যন্ত্রের মূল হোতা।’
অপরদিকে বিএনপির আরেক বহিষ্কৃত নেতা ও টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু বলেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচনের আশায় নির্বাচনে দাঁড়িয়েছি।’
মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা বলেন, ‘আমার বাবা তরুণ বয়সে মাত্র ৩১ বছর বয়সে কুমিল্লা পৌরসভার দায়িত্ব নিয়ে যেভাবে দরজা খোলা রেখে কাজ করেছেন, আমিও সেভাবে মানুষের কল্যাণে কাজ করব।’
এদিকে শেষ মুহূর্তে উত্তেজনা সৃষ্টি হলেও নির্বাচন পর্যন্ত পরিস্থিতি সংঘাতমুক্ত থাকার আশা প্রকাশ করেছেন কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত দুদিনে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়েছে। প্রচারের সময় এমনটা হয়। তবে আমরা সংঘাতমুক্ত প্রচার আশা করি প্রার্থীদের কাছ থেকে। প্রচার শেষ হওয়ার পর র্যাবের টহল বাহিনীর পাশাপাশি বিজিবিও মোতায়েন হবে।’
কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, ‘আশা করছি সুন্দর ও সুশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হবে।’
চারদিকে কোলাহল। ব্যস্ত নগরী কুমিল্লা। সেই ব্যস্ততায় ভিন্নমাত্রাও রয়েছে। উপলক্ষ সিটি করপোরেশনের উপনির্বাচন। প্রয়াত মেয়র আরফানুল হক রিফাতের মৃত্যুতে ফের মেয়র পদে উপনির্বাচন হচ্ছে এখানে। ২৩ ফেব্রুয়ারি প্রচার শুরুর পর প্রথম দিকে বেশ শান্তই ছিল সব। প্রার্থীরা ভোট চাইছিলেন খোশমেজাজে। তবে সময় ঘনিয়ে আসতেই গোমতী নদীর পারের এই ভোটকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। নানা জায়গায় সংঘর্ষে জড়াচ্ছেন প্রার্থীর সমর্থকেরা। উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেই আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচার।
গত মঙ্গলবার কুমিল্লা সিটি উপনির্বাচনে বাস প্রতীকের প্রার্থী মহানগর আওয়ামী লীগের তাহসিন বাহার সূচনা এবং টেবিলঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কুর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরস্পরকে দায়ী করে উভয়পক্ষ সংবাদ সম্মেলনও করেছে।
নগরীর ওয়ার্ডের মনোহরপুর এলাকার বাসিন্দা মাসুদুল হোসেন বলেন, শুরুর দিকে তো ভালোই ছিল। শেষ দিকে এসে ঝামেলা শুরু হয়েছে। এমন অবস্থা হলে তো ভোটকেন্দ্রে যাওয়া যাবে না। একই এলাকার আরেক ভোটার রাব্বানী মাহমুদ বলেন, ‘ভোটকেন্দ্র নিরাপদ হলে ভোট দিতে যাব।’
এদিকে মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচনে হাতি প্রতীকের প্রার্থী নূর উর রহমান মাহমুদ তানিম বলেন, ৯ মার্চের নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে। স্থানীয় এক সংসদ সদস্যকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘সবচেয়ে দুর্ভাগ্য হলো, যাঁরা বা যিনি সব সময় মাইক হাতে নিলেই ষড়যন্ত্রের কথা বলেন, উনিই ষড়যন্ত্রের মূল হোতা।’
অপরদিকে বিএনপির আরেক বহিষ্কৃত নেতা ও টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু বলেন, ‘আমরা সুষ্ঠু নির্বাচনের আশায় নির্বাচনে দাঁড়িয়েছি।’
মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা বলেন, ‘আমার বাবা তরুণ বয়সে মাত্র ৩১ বছর বয়সে কুমিল্লা পৌরসভার দায়িত্ব নিয়ে যেভাবে দরজা খোলা রেখে কাজ করেছেন, আমিও সেভাবে মানুষের কল্যাণে কাজ করব।’
এদিকে শেষ মুহূর্তে উত্তেজনা সৃষ্টি হলেও নির্বাচন পর্যন্ত পরিস্থিতি সংঘাতমুক্ত থাকার আশা প্রকাশ করেছেন কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত দুদিনে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়েছে। প্রচারের সময় এমনটা হয়। তবে আমরা সংঘাতমুক্ত প্রচার আশা করি প্রার্থীদের কাছ থেকে। প্রচার শেষ হওয়ার পর র্যাবের টহল বাহিনীর পাশাপাশি বিজিবিও মোতায়েন হবে।’
কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, ‘আশা করছি সুন্দর ও সুশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হবে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৩ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪