বরগুনা প্রতিনিধি
বরগুনা জেলা যুবলীগের সম্মেলনের ২০ দিন পরও নতুন কমিটি ঘোষণা করা হয়নি। সম্মেলনের পর থেকে নেতা-কর্মীরা কমিটির অপেক্ষায় ছিলেন। এত দিনেও কমিটি ঘোষণা না করায় এ নিয়ে জেলায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। এদিকে সভাপতি ও সম্পাদক পদপ্রত্যাশী একাধিক নেতা কেন্দ্রীয় পর্যায়ে, তদবির ও দৌড়ঝাঁপ অব্যাহত রেখেছেন। জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারাও নিজেদের অনুসারীদের শীর্ষ পদে অধিষ্ঠিত করতে একাধিকবার রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন।
গত শুক্রবার বরগুনা সদর থানার ওসি ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ফাঁস হওয়া এক ফোনালাপে সভাপতি পদপ্রত্যাশী সাহাবুদ্দিন সাবুকে নিয়ে কথোপকথন হয়। ওই ফোনালাপে সাংসদ শম্ভু ওসিকে প্রশ্ন করেন, ‘আচ্ছা, আপনি কি কোথাও বলেছেন যে সাবু আপনার যুবলীগের প্রার্থী, আপনার প্রার্থী।’ ওই ফোনালাপ ফাঁসের পর যুবলীগের কমিটির বিষয়টি জেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
১৬ বছর পর গত ২১ ডিসেম্বর বরগুনার টাউন হল শহীদ মিনার চত্বরে জমকালো আয়োজনে জেলা আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মইনুল হাসান নিখিলসহ কেন্দ্রীয় যুবলীগের ভাইস প্রেসিডেন্ট সুভাষ চন্দ্র হাওলাদার, মজিবুর রহমান চৌধুরী নিক্সন, বরিশাল বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বদিউল আল, কাজী মাজহারুল ইসলামসহ যুবলীগের কেন্দ্র জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ওই দিন সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দ্বিতীয় অধিবেশনে সংগঠনের শীর্ষ দুই পদের জন্য প্রস্তাব গ্রহণ করেন। এতে সভাপতি পদে ৬ জন ও সাধারণ সম্পাদক পদে মোট ১৩ জনের নাম প্রস্তাব করা হয়। প্রস্তাব গ্রহণের পর সিদ্ধান্ত কেন্দ্র থেকে দেওয়া হবে জানিয়ে সভা শেষ করা হয়।
সভাপতি পদপ্রত্যাশী ছয়জনের মধ্যে তিনজন আলোচনায় আছেন। এঁরা হলেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও ঠিকাদার ব্যবসায়ী রেজাউল করিম অ্যাটম।
জেলা যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী সাহাবুদ্দিন সাবু বলেন, ‘দীর্ঘ বছর যুব রাজনীতিতে সম্পৃক্ত থেকে দলের হয়ে কাজ করেছি। বিএনপি-জামায়াত ও ওয়ান-ইলেভেনে দলের দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করে জেল-জুলুমের শিকার হয়েছি। বরিশাল বিভাগের মধ্যে সফল একটি সম্মেলন উপহার দিয়েছি। আশা করি দল আমাকে যোগ্য মূল্যায়ন করবে।’
সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের মধ্য অন্যতম জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি যুবায়ের আদনান অনিক বলেন, ‘সুনামের সঙ্গে জেলা ছাত্রলীগের দায়িত্ব পালনে চেষ্টা করেছি। আশা করি যুবলীগ আমায় যথাযোগ্য মূল্যায়ন করবে।’
সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী জুনায়েদ জুয়েল বলেন, ‘সম্মেলনের দিন বক্তৃতায় মাননীয় চেয়ারম্যান বলেছেন, ত্যাগী নেতাদের মূল্যায়ন করবেন। আমার ছাত্ররাজনীতির দীর্ঘ সময়ে দেশ পরিচালনা করেছে বিএনপি-জামায়াত। তখন আমি দলের হয়ে রাজপথে সক্রিয় ছিলাম।’
বাংলাদেশ আওয়ামী যুবলীগের বরিশাল বিভাগের বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম বলেন, ‘বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি দায়িত্ব নিয়ে সফল সম্মেলন উপহার দিয়েছি। কমিটি কবে নাগাদ ঘোষণা করা হবে, বিষয়টির সিদ্ধান্ত একমাত্র মাননীয় চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মহোদয় দেবেন। তবে যত দূর জানি, এ মাসের মধ্যেই বরগুনা জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হতে পারে।’
বরগুনা জেলা যুবলীগের সম্মেলনের ২০ দিন পরও নতুন কমিটি ঘোষণা করা হয়নি। সম্মেলনের পর থেকে নেতা-কর্মীরা কমিটির অপেক্ষায় ছিলেন। এত দিনেও কমিটি ঘোষণা না করায় এ নিয়ে জেলায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। এদিকে সভাপতি ও সম্পাদক পদপ্রত্যাশী একাধিক নেতা কেন্দ্রীয় পর্যায়ে, তদবির ও দৌড়ঝাঁপ অব্যাহত রেখেছেন। জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারাও নিজেদের অনুসারীদের শীর্ষ পদে অধিষ্ঠিত করতে একাধিকবার রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন।
গত শুক্রবার বরগুনা সদর থানার ওসি ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর ফাঁস হওয়া এক ফোনালাপে সভাপতি পদপ্রত্যাশী সাহাবুদ্দিন সাবুকে নিয়ে কথোপকথন হয়। ওই ফোনালাপে সাংসদ শম্ভু ওসিকে প্রশ্ন করেন, ‘আচ্ছা, আপনি কি কোথাও বলেছেন যে সাবু আপনার যুবলীগের প্রার্থী, আপনার প্রার্থী।’ ওই ফোনালাপ ফাঁসের পর যুবলীগের কমিটির বিষয়টি জেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
১৬ বছর পর গত ২১ ডিসেম্বর বরগুনার টাউন হল শহীদ মিনার চত্বরে জমকালো আয়োজনে জেলা আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মইনুল হাসান নিখিলসহ কেন্দ্রীয় যুবলীগের ভাইস প্রেসিডেন্ট সুভাষ চন্দ্র হাওলাদার, মজিবুর রহমান চৌধুরী নিক্সন, বরিশাল বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বদিউল আল, কাজী মাজহারুল ইসলামসহ যুবলীগের কেন্দ্র জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ওই দিন সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দ্বিতীয় অধিবেশনে সংগঠনের শীর্ষ দুই পদের জন্য প্রস্তাব গ্রহণ করেন। এতে সভাপতি পদে ৬ জন ও সাধারণ সম্পাদক পদে মোট ১৩ জনের নাম প্রস্তাব করা হয়। প্রস্তাব গ্রহণের পর সিদ্ধান্ত কেন্দ্র থেকে দেওয়া হবে জানিয়ে সভা শেষ করা হয়।
সভাপতি পদপ্রত্যাশী ছয়জনের মধ্যে তিনজন আলোচনায় আছেন। এঁরা হলেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও ঠিকাদার ব্যবসায়ী রেজাউল করিম অ্যাটম।
জেলা যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী সাহাবুদ্দিন সাবু বলেন, ‘দীর্ঘ বছর যুব রাজনীতিতে সম্পৃক্ত থেকে দলের হয়ে কাজ করেছি। বিএনপি-জামায়াত ও ওয়ান-ইলেভেনে দলের দুঃসময়ে রাজপথে থেকে আন্দোলন-সংগ্রাম করে জেল-জুলুমের শিকার হয়েছি। বরিশাল বিভাগের মধ্যে সফল একটি সম্মেলন উপহার দিয়েছি। আশা করি দল আমাকে যোগ্য মূল্যায়ন করবে।’
সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের মধ্য অন্যতম জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি যুবায়ের আদনান অনিক বলেন, ‘সুনামের সঙ্গে জেলা ছাত্রলীগের দায়িত্ব পালনে চেষ্টা করেছি। আশা করি যুবলীগ আমায় যথাযোগ্য মূল্যায়ন করবে।’
সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী জুনায়েদ জুয়েল বলেন, ‘সম্মেলনের দিন বক্তৃতায় মাননীয় চেয়ারম্যান বলেছেন, ত্যাগী নেতাদের মূল্যায়ন করবেন। আমার ছাত্ররাজনীতির দীর্ঘ সময়ে দেশ পরিচালনা করেছে বিএনপি-জামায়াত। তখন আমি দলের হয়ে রাজপথে সক্রিয় ছিলাম।’
বাংলাদেশ আওয়ামী যুবলীগের বরিশাল বিভাগের বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম বলেন, ‘বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি দায়িত্ব নিয়ে সফল সম্মেলন উপহার দিয়েছি। কমিটি কবে নাগাদ ঘোষণা করা হবে, বিষয়টির সিদ্ধান্ত একমাত্র মাননীয় চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মহোদয় দেবেন। তবে যত দূর জানি, এ মাসের মধ্যেই বরগুনা জেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হতে পারে।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৬ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৬ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৬ দিন আগে