যশোর প্রতিনিধি
পুকুর থেকে বালু তোলা ও চাঁদার টাকা নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডের শিকার হন যশোরের আমিনুর রহমান ওরফে বিষে। এ হত্যাকাণ্ডের সঙ্গে তাঁরই একসময়ের সহযোগী সাগরসহ ৬ জনের জড়িত থাকার প্রমাণ মিলেছে।
সম্প্রতি ওই ছয়জনকে আসামি করে যশোর আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আবু জাফর। অভিযোগপত্রে এজাহারভুক্ত ৫ আসামির অব্যাহতির আবেদনও জানানো হয়েছে।
২০২০ সালের ২১ ডিসেম্বর যশোর সদরের আরবপুর তালপট্টি এলাকার আব্দুল মালেকের ছেলে আমিনুর রহমান বিষে ছুরিকাঘাতে খুন হন। পুলিশের দাবি, নিহত আমিনুর রহমান বিষে চিহ্নিত সন্ত্রাসী ছিলেন।
অভিযুক্ত ৬ আসামি হলেন, সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া কলোনিপাড়ায় ভাড়া বাসায় থাকায় সাইফুল ইসলাম সাগর, শহরের বারান্দী মোল্লাপাড়া কবরস্থান এলাকার রাকিব হোসেন, বারান্দী মোল্লাপাড়া আমতলা খেলার মাঠ এলাকার আসিফ আহমেদ, বারান্দী মোল্লাপাড়া কবরস্থান এলাকার নাসির হোসেন, আরবপুর মোড় এলাকার নাঈম হোসেন ওরফে ঠোঁটকাটা নাঈম ও সাইদুজ্জামান বাবু ওরফে দাঁতাল বাবু।
২০২০ সালের নভেম্বরের প্রথম দিকে সাগর সদর উপজেলার মহাদেবপুর গ্রামের আলী আহমেদের পুকুর খনন করে উত্তোলিত বালু নেওয়ার জন্য ১ লাখ টাকায় চুক্তিবদ্ধ হন। এ জন্য সাগর পুকুর মালিককে অগ্রিম ৫০ হাজার টাকাও দেন। এরই মধ্যে আমিনুর রহমান দলবল নিয়ে মহাদেবপুরে গিয়ে বালু উত্তোলনের পাইপ ভেঙে দেন সাগরের। প্রতিবাদ করায় আমিনুর রহমান ৪০ হাজার টাকা চাঁদা দাবি করেন সাগরের কাছে। এ অবস্থায় সাগর ৫ হাজার টাকা চাঁদা দেন। পরে সাগর আরবপুর এলাকার সাইদুজ্জামান ওরফে দাঁতাল বাবুর কাছে গিয়ে আমিনুর রহমানের বিরুদ্ধে নালিশ করেন।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিকেল ৩টার দিকে দাঁতাল বাবুর নির্দেশনা অনুযায়ী সাগর তাঁর পূর্ব পরিচিত ঠোঁটকাটা নাঈম, রাকিব, আসিফ ও নাসিরকে নিয়ে আরবপুরের আসলামের হোটেলে গিয়ে সেখানে অবস্থানরত আমিনুর রহমানকে ছুরিকাঘাতে হত্যা করেন।
পুকুর থেকে বালু তোলা ও চাঁদার টাকা নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ডের শিকার হন যশোরের আমিনুর রহমান ওরফে বিষে। এ হত্যাকাণ্ডের সঙ্গে তাঁরই একসময়ের সহযোগী সাগরসহ ৬ জনের জড়িত থাকার প্রমাণ মিলেছে।
সম্প্রতি ওই ছয়জনকে আসামি করে যশোর আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আবু জাফর। অভিযোগপত্রে এজাহারভুক্ত ৫ আসামির অব্যাহতির আবেদনও জানানো হয়েছে।
২০২০ সালের ২১ ডিসেম্বর যশোর সদরের আরবপুর তালপট্টি এলাকার আব্দুল মালেকের ছেলে আমিনুর রহমান বিষে ছুরিকাঘাতে খুন হন। পুলিশের দাবি, নিহত আমিনুর রহমান বিষে চিহ্নিত সন্ত্রাসী ছিলেন।
অভিযুক্ত ৬ আসামি হলেন, সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া কলোনিপাড়ায় ভাড়া বাসায় থাকায় সাইফুল ইসলাম সাগর, শহরের বারান্দী মোল্লাপাড়া কবরস্থান এলাকার রাকিব হোসেন, বারান্দী মোল্লাপাড়া আমতলা খেলার মাঠ এলাকার আসিফ আহমেদ, বারান্দী মোল্লাপাড়া কবরস্থান এলাকার নাসির হোসেন, আরবপুর মোড় এলাকার নাঈম হোসেন ওরফে ঠোঁটকাটা নাঈম ও সাইদুজ্জামান বাবু ওরফে দাঁতাল বাবু।
২০২০ সালের নভেম্বরের প্রথম দিকে সাগর সদর উপজেলার মহাদেবপুর গ্রামের আলী আহমেদের পুকুর খনন করে উত্তোলিত বালু নেওয়ার জন্য ১ লাখ টাকায় চুক্তিবদ্ধ হন। এ জন্য সাগর পুকুর মালিককে অগ্রিম ৫০ হাজার টাকাও দেন। এরই মধ্যে আমিনুর রহমান দলবল নিয়ে মহাদেবপুরে গিয়ে বালু উত্তোলনের পাইপ ভেঙে দেন সাগরের। প্রতিবাদ করায় আমিনুর রহমান ৪০ হাজার টাকা চাঁদা দাবি করেন সাগরের কাছে। এ অবস্থায় সাগর ৫ হাজার টাকা চাঁদা দেন। পরে সাগর আরবপুর এলাকার সাইদুজ্জামান ওরফে দাঁতাল বাবুর কাছে গিয়ে আমিনুর রহমানের বিরুদ্ধে নালিশ করেন।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বিকেল ৩টার দিকে দাঁতাল বাবুর নির্দেশনা অনুযায়ী সাগর তাঁর পূর্ব পরিচিত ঠোঁটকাটা নাঈম, রাকিব, আসিফ ও নাসিরকে নিয়ে আরবপুরের আসলামের হোটেলে গিয়ে সেখানে অবস্থানরত আমিনুর রহমানকে ছুরিকাঘাতে হত্যা করেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১২ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে