বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলা সাহিত্যের অন্যতম আধুনিক কবি জীবনানন্দ দাশ। তাঁর জীবনের গল্প নিয়ে প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করেছেন কলকাতার সায়ন্তন মুখোপাধ্যায়। জীবনানন্দের প্রথম কাব্যসংকলন ‘ঝরা পালক’ নামেই সিনেমাটির নাম রেখেছেন নির্মাতা। পর্দায় জীবনানন্দ দাশের পরিণত বয়সের ভূমিকায় আছেন ব্রাত্য বসু, আর যুবকবেলার চরিত্রে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। জয়া আহসান অভিনয় করেছেন কবিপত্নী লাবণ্যর চরিত্রে। এ বছরের ২৪ জুন কলকাতায় মুক্তি পায় ঝরা পালক।
জীবনানন্দ দাশের জীবনের সঙ্গে বাংলাদেশের বরিশাল আর ধানসিড়ি নদী জড়িয়ে আছে ভীষণভাবে। ঝরা পালক সিনেমার একটি অংশের শুটিং তাই বাংলাদেশে করতে চেয়েছিলেন নির্মাতা। কিন্তু তখন বিভিন্ন কারণে সম্ভব হয়নি। কলকাতায় সিনেমাটি প্রশংসিত হওয়ার পর বাংলাদেশের দর্শকদেরও ঝরা পালক দেখানোর ইচ্ছা ছিল সায়ন্তন ও জয়া আহসানের। অবশেষে সেই সুযোগ পেলেন তাঁরা।
জানা গেছে, আগামী বছরের ১৪ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে ১৯৭৭ সাল থেকে উৎসবটি আয়োজিত হচ্ছে। এবার ঢাকা চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে স্থান পেয়েছে ‘ঝরা পালক’ সিনেমাটি। কলকাতা থেকে গতকাল খবরটি জানালেন নির্মাতা সায়ন্তন মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘সিনেমাটি মুক্তির আগে-পরে বাংলাদেশ থেকে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন। ঝরা পালক দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন তাঁরা।
আমাদের ইচ্ছা ছিল বাংলাদেশে সিনেমাটি মুক্তি দেওয়ার। কিন্তু নানা জটিলতার কারণে সম্ভব হয়নি। এটা দারুণ খবর যে ঢাকা চলচ্চিত্র উৎসবের সুবাদে সেখানে সিনেমাটি দেখাতে পারছি।’
ঢাকায় আসার দিনক্ষণ জানতে চাইলে নির্মাতা বলেন, ‘আগামী জানুয়ারিতে সিনেমাটি নিয়ে ঢাকায় থাকব আমরা। আশা করছি, বাংলাদেশের দর্শকেরা ঝরা পালককে ভালোভাবে গ্রহণ করবেন।’
বাংলা সাহিত্যের অন্যতম আধুনিক কবি জীবনানন্দ দাশ। তাঁর জীবনের গল্প নিয়ে প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করেছেন কলকাতার সায়ন্তন মুখোপাধ্যায়। জীবনানন্দের প্রথম কাব্যসংকলন ‘ঝরা পালক’ নামেই সিনেমাটির নাম রেখেছেন নির্মাতা। পর্দায় জীবনানন্দ দাশের পরিণত বয়সের ভূমিকায় আছেন ব্রাত্য বসু, আর যুবকবেলার চরিত্রে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। জয়া আহসান অভিনয় করেছেন কবিপত্নী লাবণ্যর চরিত্রে। এ বছরের ২৪ জুন কলকাতায় মুক্তি পায় ঝরা পালক।
জীবনানন্দ দাশের জীবনের সঙ্গে বাংলাদেশের বরিশাল আর ধানসিড়ি নদী জড়িয়ে আছে ভীষণভাবে। ঝরা পালক সিনেমার একটি অংশের শুটিং তাই বাংলাদেশে করতে চেয়েছিলেন নির্মাতা। কিন্তু তখন বিভিন্ন কারণে সম্ভব হয়নি। কলকাতায় সিনেমাটি প্রশংসিত হওয়ার পর বাংলাদেশের দর্শকদেরও ঝরা পালক দেখানোর ইচ্ছা ছিল সায়ন্তন ও জয়া আহসানের। অবশেষে সেই সুযোগ পেলেন তাঁরা।
জানা গেছে, আগামী বছরের ১৪ থেকে ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে ১৯৭৭ সাল থেকে উৎসবটি আয়োজিত হচ্ছে। এবার ঢাকা চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে স্থান পেয়েছে ‘ঝরা পালক’ সিনেমাটি। কলকাতা থেকে গতকাল খবরটি জানালেন নির্মাতা সায়ন্তন মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘সিনেমাটি মুক্তির আগে-পরে বাংলাদেশ থেকে অনেকেই আমার সঙ্গে যোগাযোগ করেছেন। ঝরা পালক দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন তাঁরা।
আমাদের ইচ্ছা ছিল বাংলাদেশে সিনেমাটি মুক্তি দেওয়ার। কিন্তু নানা জটিলতার কারণে সম্ভব হয়নি। এটা দারুণ খবর যে ঢাকা চলচ্চিত্র উৎসবের সুবাদে সেখানে সিনেমাটি দেখাতে পারছি।’
ঢাকায় আসার দিনক্ষণ জানতে চাইলে নির্মাতা বলেন, ‘আগামী জানুয়ারিতে সিনেমাটি নিয়ে ঢাকায় থাকব আমরা। আশা করছি, বাংলাদেশের দর্শকেরা ঝরা পালককে ভালোভাবে গ্রহণ করবেন।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১১ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে