জরিমানা ও বন্ধের এক ঘণ্টা পর চালু ৭ অবৈধ ভাটা

আমতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২২, ০৮: ৪৬
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৪: ০২

আমতলী উপজেলার সাতটি অবৈধ ড্রাম চিমনির ইটভাটাকে রোববার জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ইটভাটাগুলো বন্ধের নির্দেশ দেন আদালত। কিন্তু এর প্রায় এক ঘণ্টা পরই মালিকেরা আবার ভাটাগুলো চালু করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁরা শিগগির ওই সাতটি ইটভাটাকে স্থায়ী বন্ধের দাবি জানিয়েছেন ।

উপজেলায় এডিবি, মৃধা, ফাইভ স্টার, এমকেএস, এইচআরটি, এসএসবি ও এমসিকে নামের সাতটি ড্রাম চিমনির ইটভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানো হয়। গত রোববার ইটভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক পরিদর্শন করেন। প্রত্যেক ইটভাটাকে দুই লাখ টাকা করে জরিমানা করেন। ইটভাটাগুলো বন্ধের নির্দেশ দেন। কিন্তু প্রায় এক ঘণ্টা পরে আবার মালিকেরা ইটভাটাগুলো চালু করেন।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল হালিম বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে সাতটি ইটভাটাকে জরিমানা করে বন্ধ করে দিয়েছেন। সেগুলো আবার চালু করে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত