আনিসুল হক জুয়েল, দিনাজপুর
অবশেষে কমতে শুরু করেছে চালের দাম। দিনাজপুরে গত কয়েক দিনে চালের দাম বস্তাপ্রতি কমেছে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত। তবে চালের কমলেও বাজেট ঘোষণার দিনই তেলের দাম কেজিপ্রতি বেড়েছে ৭ টাকা। ভোক্তাদের অভিযোগ, প্রতিবছর বাজেটের পর জিনিসের দাম বাড়ে। তাই চালের দাম যে কয় টাকা কমেছে, তা কত দিন স্থায়ী হয় দেখার বিষয়।
গতকাল শুক্রবার দিনাজপুরের বাহাদুর বাজার, রেলবাজার ও রামনগরসহ কয়েকটি বড় পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, বিআর-২৮ চাল কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫২-৫৫ টাকায়। আর ৪৭-৪৮ টাকায় বিক্রি হচ্ছে বিআর-২৯। মোটা গুটিস্বর্ণা বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৪৫ টাকায়। অন্যদিকে ভালো মানের চিকন মিনিকেট বিক্রি হচ্ছে ৬০-৬৪ টাকা কেজি।
বিক্রেতারা জানান, গত কয়েক দিনের মজুতবিরোধী অভিযান আর আমদানির খবরে চালের দাম পড়তির দিকে। আর আমদানি হলে চালের দাম আরও কমবে। রিপা দোলা মৌ ইভা চালঘরের প্রোপ্রাইটর দুলাল বলেন, ‘চালের বাজার নিয়ে আমরা খুবই অস্বস্তিতে আছি। দাম বাড়লে মিল থেকে চাল দেয় না, আর
এখন চালের দাম কমায় আমরা বস্তাপ্রতি ২০০-৩০০ টাকা করে ক্ষতির সম্মুখীন হচ্ছি।’
এ ছাড়া বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৮০ থেকে ৭০০ টাকা কেজি, খাসি ৮০০ থেকে ৮৫০ টাকা। পাকিস্তানি মুরগি ২৫০ টাকা, ব্রয়লার ১৫০ ও লেয়ার ২৮০ টাকা। প্রতি কেজি বড় রুই ৩৫০-৪০০, মাঝারি ৩০০-৩২০, বড় কাতল ৪৫০, ছোট কাতল ৩০০-৩৫০, বড় কই ৬০০
ও শিং মাছ ৮৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে লাল ও সাদা ডিম ৪০ টাকা হালি, হাঁসের ডিম ৬০ ও দেশি মুরগির ডিম ৭০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে। মুগডাল ১৫০ টাকা, বুটের ৮০, মসুর ডাল ১৫০ ও চিনি ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি, আর রসুন ৭০ টাকা।
কাঁচাবাজারে ঢ্যাঁড়স ২০ টাকা, কাঁকরোল ৩০, পটোল ৩০, করলা ৪০, কচুর মুখি ৪০, বেগুন ৩০ থেকে ৩৫ টাকা কেজি ও লাউ প্রতিটি ৪০ এবং চালকুমড়া ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে আসা বসির উদ্দীন নামে এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে আজকের পত্রিকাকে বলেন, ‘বাজারে সবকিছুর দাম বেশি, কিন্তু আমাদের আয় বাড়েনি। এতে করে আমরা বিপাকে পড়েছি।’
ইমরান আহমেদ নামের
আরেক ক্রেতা আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের আয় সীমিত,
কিন্তু ব্যয় বেড়ে গেছে। আমরা মধ্যবিত্তরা কুলিয়ে উঠতে পারছি না। সরকারের কাছে আমাদের অনুরোধ আপনারা চাল আর তেলের দাম নিয়ন্ত্রণে রাখুন।’
অবশেষে কমতে শুরু করেছে চালের দাম। দিনাজপুরে গত কয়েক দিনে চালের দাম বস্তাপ্রতি কমেছে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত। তবে চালের কমলেও বাজেট ঘোষণার দিনই তেলের দাম কেজিপ্রতি বেড়েছে ৭ টাকা। ভোক্তাদের অভিযোগ, প্রতিবছর বাজেটের পর জিনিসের দাম বাড়ে। তাই চালের দাম যে কয় টাকা কমেছে, তা কত দিন স্থায়ী হয় দেখার বিষয়।
গতকাল শুক্রবার দিনাজপুরের বাহাদুর বাজার, রেলবাজার ও রামনগরসহ কয়েকটি বড় পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, বিআর-২৮ চাল কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৫২-৫৫ টাকায়। আর ৪৭-৪৮ টাকায় বিক্রি হচ্ছে বিআর-২৯। মোটা গুটিস্বর্ণা বিক্রি হচ্ছে ৪৪ থেকে ৪৫ টাকায়। অন্যদিকে ভালো মানের চিকন মিনিকেট বিক্রি হচ্ছে ৬০-৬৪ টাকা কেজি।
বিক্রেতারা জানান, গত কয়েক দিনের মজুতবিরোধী অভিযান আর আমদানির খবরে চালের দাম পড়তির দিকে। আর আমদানি হলে চালের দাম আরও কমবে। রিপা দোলা মৌ ইভা চালঘরের প্রোপ্রাইটর দুলাল বলেন, ‘চালের বাজার নিয়ে আমরা খুবই অস্বস্তিতে আছি। দাম বাড়লে মিল থেকে চাল দেয় না, আর
এখন চালের দাম কমায় আমরা বস্তাপ্রতি ২০০-৩০০ টাকা করে ক্ষতির সম্মুখীন হচ্ছি।’
এ ছাড়া বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৬৮০ থেকে ৭০০ টাকা কেজি, খাসি ৮০০ থেকে ৮৫০ টাকা। পাকিস্তানি মুরগি ২৫০ টাকা, ব্রয়লার ১৫০ ও লেয়ার ২৮০ টাকা। প্রতি কেজি বড় রুই ৩৫০-৪০০, মাঝারি ৩০০-৩২০, বড় কাতল ৪৫০, ছোট কাতল ৩০০-৩৫০, বড় কই ৬০০
ও শিং মাছ ৮৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে লাল ও সাদা ডিম ৪০ টাকা হালি, হাঁসের ডিম ৬০ ও দেশি মুরগির ডিম ৭০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে। মুগডাল ১৫০ টাকা, বুটের ৮০, মসুর ডাল ১৫০ ও চিনি ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫ টাকা কেজি, আর রসুন ৭০ টাকা।
কাঁচাবাজারে ঢ্যাঁড়স ২০ টাকা, কাঁকরোল ৩০, পটোল ৩০, করলা ৪০, কচুর মুখি ৪০, বেগুন ৩০ থেকে ৩৫ টাকা কেজি ও লাউ প্রতিটি ৪০ এবং চালকুমড়া ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে আসা বসির উদ্দীন নামে এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে আজকের পত্রিকাকে বলেন, ‘বাজারে সবকিছুর দাম বেশি, কিন্তু আমাদের আয় বাড়েনি। এতে করে আমরা বিপাকে পড়েছি।’
ইমরান আহমেদ নামের
আরেক ক্রেতা আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের আয় সীমিত,
কিন্তু ব্যয় বেড়ে গেছে। আমরা মধ্যবিত্তরা কুলিয়ে উঠতে পারছি না। সরকারের কাছে আমাদের অনুরোধ আপনারা চাল আর তেলের দাম নিয়ন্ত্রণে রাখুন।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৯ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে