চারঘাট প্রতিনিধি
চারঘাটে ভাইরাসজনিত সংক্রামক ‘ল্যাম্পি স্কিন’ রোগে আক্রান্ত হচ্ছে গরু। ভ্যাকসিন সরবরাহ না থাকায় উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। এই চর্মরোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন খামারিরা।
জানা যায়, ল্যাম্পি স্কিন ডিজিজ (পক্স জাতীয়) গবাদিপশু, বিশেষ করে গরুর নতুন একটি রোগ এটি। ল্যাম্পি স্কিনের ভাইরাসটির উৎপত্তি আফ্রিকায়। এরপর ভারতে এটি দেখা যায়। সম্প্রতি অন্য দেশ থেকে আসা গরুর মাধ্যমে এই জীবাণু দেশে প্রবেশ করেছে।
প্রথমে গরুর চামড়ার ওপরের অংশে টিউমার জাতীয় ও বসন্তের মতো গুটি গুটি উপসর্গ দেখা দেয়। এরপর দু-এক দিনের মধ্যেই গরুর শরীরজুড়ে গুটি গুটি হয়ে ঘায়ে পরিণত হয়। এ সময় শরীরে ১০৪-১০৭ ডিগ্রি তাপমাত্রার জ্বর দেখা দেয়। মুখ দিয়ে লালা পড়তে থাকে এবং গরু খাওয়াদাওয়া বন্ধ করে দেয়। অনেক সময় গরুর বুকের নিচে পানি জমে ক্ষত সৃষ্টি হয় এবং ক্ষতস্থান পচে গিয়ে সেখান থেকে মাংস খুলে খুলে পড়ে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চারঘাটে ৯৫০টি গরুর খামার রয়েছে। প্রতিদিনই উপজেলার নানা প্রান্ত থেকে ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত পাঁচ থেকে ছয়টি গরুকে চিকিৎসার জন্য নিয়ে আসছে কেউ না-কেউ। উপজেলায় এখন ল্যাম্পি স্কিন রোগে দেড় শতাধিক গরু আক্রান্ত।
গতকাল বুধবার ঝিকরা মণ্ডলপাড়া গ্রামের খামারি আবু শামার সঙ্গে কথা হয়। তিনি বলেন, গত সপ্তাহে হঠাৎ তাঁর গরুর শরীরের বিভিন্ন স্থান ফুলে ওঠা শুরু করে। এরপর গরু খাওয়াদাওয়া বন্ধ করে দেয়। চিকিৎসক বলছেন, রোগ ভালো হতে সময় লাগবে।
উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সাদিকুল ইসলাম মিঠু বলেন, এটি ভাইরাসজনিত রোগ। প্রতিদিনই এ রোগে আক্রান্ত হচ্ছে গরু। লোকেরা নিয়ে আসছেন চিকিৎসার জন্য। আক্রান্ত গরুগুলোকে সাধারণ চিকিৎসা দেওয়া হচ্ছে। সেগুলোর সুস্থ হতে সময় লাগবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, ‘মশা ও মাছির মাধ্যমে ভাইরাসটি ছড়ায়। তাই আমরা খামারে গিয়ে এর আশপাশ পরিষ্কার রাখার পরামর্শ দিচ্ছি। আগে দু-একটা গরু এ রোগে আক্রান্তের খবর পাওয়া গেলেও বর্তমানে প্রাদুর্ভাব বেড়েছে। সরকারিভাবে ভ্যাকসিন সরবরাহ নেই। তবে আমরা যথাসাধ্য চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি।’
চারঘাটে ভাইরাসজনিত সংক্রামক ‘ল্যাম্পি স্কিন’ রোগে আক্রান্ত হচ্ছে গরু। ভ্যাকসিন সরবরাহ না থাকায় উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এ রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। এই চর্মরোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন খামারিরা।
জানা যায়, ল্যাম্পি স্কিন ডিজিজ (পক্স জাতীয়) গবাদিপশু, বিশেষ করে গরুর নতুন একটি রোগ এটি। ল্যাম্পি স্কিনের ভাইরাসটির উৎপত্তি আফ্রিকায়। এরপর ভারতে এটি দেখা যায়। সম্প্রতি অন্য দেশ থেকে আসা গরুর মাধ্যমে এই জীবাণু দেশে প্রবেশ করেছে।
প্রথমে গরুর চামড়ার ওপরের অংশে টিউমার জাতীয় ও বসন্তের মতো গুটি গুটি উপসর্গ দেখা দেয়। এরপর দু-এক দিনের মধ্যেই গরুর শরীরজুড়ে গুটি গুটি হয়ে ঘায়ে পরিণত হয়। এ সময় শরীরে ১০৪-১০৭ ডিগ্রি তাপমাত্রার জ্বর দেখা দেয়। মুখ দিয়ে লালা পড়তে থাকে এবং গরু খাওয়াদাওয়া বন্ধ করে দেয়। অনেক সময় গরুর বুকের নিচে পানি জমে ক্ষত সৃষ্টি হয় এবং ক্ষতস্থান পচে গিয়ে সেখান থেকে মাংস খুলে খুলে পড়ে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চারঘাটে ৯৫০টি গরুর খামার রয়েছে। প্রতিদিনই উপজেলার নানা প্রান্ত থেকে ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত পাঁচ থেকে ছয়টি গরুকে চিকিৎসার জন্য নিয়ে আসছে কেউ না-কেউ। উপজেলায় এখন ল্যাম্পি স্কিন রোগে দেড় শতাধিক গরু আক্রান্ত।
গতকাল বুধবার ঝিকরা মণ্ডলপাড়া গ্রামের খামারি আবু শামার সঙ্গে কথা হয়। তিনি বলেন, গত সপ্তাহে হঠাৎ তাঁর গরুর শরীরের বিভিন্ন স্থান ফুলে ওঠা শুরু করে। এরপর গরু খাওয়াদাওয়া বন্ধ করে দেয়। চিকিৎসক বলছেন, রোগ ভালো হতে সময় লাগবে।
উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সাদিকুল ইসলাম মিঠু বলেন, এটি ভাইরাসজনিত রোগ। প্রতিদিনই এ রোগে আক্রান্ত হচ্ছে গরু। লোকেরা নিয়ে আসছেন চিকিৎসার জন্য। আক্রান্ত গরুগুলোকে সাধারণ চিকিৎসা দেওয়া হচ্ছে। সেগুলোর সুস্থ হতে সময় লাগবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, ‘মশা ও মাছির মাধ্যমে ভাইরাসটি ছড়ায়। তাই আমরা খামারে গিয়ে এর আশপাশ পরিষ্কার রাখার পরামর্শ দিচ্ছি। আগে দু-একটা গরু এ রোগে আক্রান্তের খবর পাওয়া গেলেও বর্তমানে প্রাদুর্ভাব বেড়েছে। সরকারিভাবে ভ্যাকসিন সরবরাহ নেই। তবে আমরা যথাসাধ্য চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি।’
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
৯ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগে