আজিজুর রহমান, চৌগাছা
যশোরের চৌগাছায় সীমান্ত (বর্ডার) হাট বসানোর অনুমতি মেলেনি। তার আগেই সেখানে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি দেওয়ার কথা বলে ১৯ জনের জনের কাছ থেকে জামানাত হিসেবে দশ লাখ টাকা আদায় করেছেন সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য।
তাঁর কাছে টাকা দিয়ে উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের মশ্যমপুর গ্রামের ১৮ ব্যক্তি প্রতারণার শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ ছাড়া মোন্তাজ আলী নামে একজন সম্প্রতি সাপের ছোবলে মারা গেছেন।
তবে আলী হোসেন নামে ওই ইউপি সদস্য বলছেন, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় ৩০ লাখ টাকা দিয়ে লাইসেন্সের আবেদন করেছেন। করোনার কারণে এখনো লাইসেন্স হয়নি।
সরেজমিনে মশ্যমপুর গ্রামে গেলে জানা যায়, ২০১৭ সালে উপজেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতা তাঁদের বলেন এই গ্রামে সীমান্ত হাট বসবে। সেখানে ২০ জন নিরাপত্তা কর্মী লাগবে। তবে চাকরির জন্য প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জামানত দিতে হবে।
তাঁর কথামতো গ্রামের মোবারক হোসেনের ছেলে এক্সের হোসেন, শনু মণ্ডলের ছেলে জিয়াউর রহমান মণ্ডল, জাহা বক্সের ছেলে মৃত মোন্তাজ আলী, মহসিন আলীর ছেলে আব্দুল মালেক, রাজু এবং ইয়াসিন আলীসহ ১৯ ব্যক্তি জমি বিক্রি করেন। কেউবা দাদনে টাকা ধার নিয়ে গ্রামের ইউপি সদস্য ইউনুচ আলীর কাছে দেন। ৪ বছর পার হতে চললেও চাকরি তো হয়নি, এমনকি টাকাও ফিরে পাননি তাঁরা। ভুক্তভোগীরা জানান, টাকা ফেরত পাওয়ার কোনো সম্ভাবনাও দেখছেন না তাঁরা। এদের মধ্যে মোন্তাজ আলী কয়েক মাস আগে সাপের ছোবলে মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করে চৌগাছা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) মস্যমপুর গ্রামের ইউপি সদস্য ইউনুচ আলী বলেন, যারা সে সময় হাট করছিল সেই হাট মালিক উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামের সাবেক ইউপি সদস্য আলী হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সে সময়ের উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান জানেন।
সীমান্ত হাটের মালিক পরিচয় দেওয়া সাবেক ইউপি সদস্য আলী হোসেনের মুঠোফোনে কল করলে তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘সেখানে হাট বসবে, দ্রুত তাঁদের টাকাও ফিরিয়ে দেব।’
অভিযুক্ত আলী হোসেন আরও বলেন, ‘এসএম হাবিবুর রহমানের কাছ থেকে সাড়ে আট লাখ টাকা নিয়েছি। আমাকে দশ লাখ টাকা দেওয়ার কথা থাকলেও মেজ ভাই (এসএম হাবিবুর রহমান) দেড় লাখ টাকা রেখে দিয়েছেন। ওই সাড়ে আট লাখসহ প্রায় ৩০ লাখ টাকা খরচ করে আমি আন্তর্জাতিক গরু হাটের (সীমান্ত হাট) লাইসেন্স করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শাখা-২ এর বিভিন্ন জনকে দিয়েছি। করোনা সমস্যা না থাকলে লাইসেন্স হয়ে যেত।’ তবে তিনি টাকা কাকে কাকে দিয়েছেন তা বলতে রাজি হননি।
চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান বলেন, ‘ঘটনা সত্য। ওই প্রতারক আলী হোসেন আমার লোকজনের টাকা নিয়ে পালিয়েছে। আমিও তাকে খুঁজছি।’
চৌগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক দেবাশীষ মিশ্র জয় বলেন, ‘আলী হোসেন আমার গ্রামের বাসিন্দা। তিনি একজন আন্তর্জাতিক প্রতারক। হাটের খবর আমি জানি। শুধু হাট নয় বিভিন্নভাবে এই আলী হোসেন বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছেন। সীমান্ত হাটের বিষয়টির সঙ্গে এসএম হাবিবুর রহমান এবং রফিকুল ইসলাম জড়িত ছিলেন।
যশোরের চৌগাছায় সীমান্ত (বর্ডার) হাট বসানোর অনুমতি মেলেনি। তার আগেই সেখানে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি দেওয়ার কথা বলে ১৯ জনের জনের কাছ থেকে জামানাত হিসেবে দশ লাখ টাকা আদায় করেছেন সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য।
তাঁর কাছে টাকা দিয়ে উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের মশ্যমপুর গ্রামের ১৮ ব্যক্তি প্রতারণার শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ ছাড়া মোন্তাজ আলী নামে একজন সম্প্রতি সাপের ছোবলে মারা গেছেন।
তবে আলী হোসেন নামে ওই ইউপি সদস্য বলছেন, তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় ৩০ লাখ টাকা দিয়ে লাইসেন্সের আবেদন করেছেন। করোনার কারণে এখনো লাইসেন্স হয়নি।
সরেজমিনে মশ্যমপুর গ্রামে গেলে জানা যায়, ২০১৭ সালে উপজেলা আওয়ামী লীগের এক শীর্ষ নেতা তাঁদের বলেন এই গ্রামে সীমান্ত হাট বসবে। সেখানে ২০ জন নিরাপত্তা কর্মী লাগবে। তবে চাকরির জন্য প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জামানত দিতে হবে।
তাঁর কথামতো গ্রামের মোবারক হোসেনের ছেলে এক্সের হোসেন, শনু মণ্ডলের ছেলে জিয়াউর রহমান মণ্ডল, জাহা বক্সের ছেলে মৃত মোন্তাজ আলী, মহসিন আলীর ছেলে আব্দুল মালেক, রাজু এবং ইয়াসিন আলীসহ ১৯ ব্যক্তি জমি বিক্রি করেন। কেউবা দাদনে টাকা ধার নিয়ে গ্রামের ইউপি সদস্য ইউনুচ আলীর কাছে দেন। ৪ বছর পার হতে চললেও চাকরি তো হয়নি, এমনকি টাকাও ফিরে পাননি তাঁরা। ভুক্তভোগীরা জানান, টাকা ফেরত পাওয়ার কোনো সম্ভাবনাও দেখছেন না তাঁরা। এদের মধ্যে মোন্তাজ আলী কয়েক মাস আগে সাপের ছোবলে মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করে চৌগাছা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) মস্যমপুর গ্রামের ইউপি সদস্য ইউনুচ আলী বলেন, যারা সে সময় হাট করছিল সেই হাট মালিক উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামের সাবেক ইউপি সদস্য আলী হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সে সময়ের উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান জানেন।
সীমান্ত হাটের মালিক পরিচয় দেওয়া সাবেক ইউপি সদস্য আলী হোসেনের মুঠোফোনে কল করলে তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘সেখানে হাট বসবে, দ্রুত তাঁদের টাকাও ফিরিয়ে দেব।’
অভিযুক্ত আলী হোসেন আরও বলেন, ‘এসএম হাবিবুর রহমানের কাছ থেকে সাড়ে আট লাখ টাকা নিয়েছি। আমাকে দশ লাখ টাকা দেওয়ার কথা থাকলেও মেজ ভাই (এসএম হাবিবুর রহমান) দেড় লাখ টাকা রেখে দিয়েছেন। ওই সাড়ে আট লাখসহ প্রায় ৩০ লাখ টাকা খরচ করে আমি আন্তর্জাতিক গরু হাটের (সীমান্ত হাট) লাইসেন্স করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শাখা-২ এর বিভিন্ন জনকে দিয়েছি। করোনা সমস্যা না থাকলে লাইসেন্স হয়ে যেত।’ তবে তিনি টাকা কাকে কাকে দিয়েছেন তা বলতে রাজি হননি।
চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান বলেন, ‘ঘটনা সত্য। ওই প্রতারক আলী হোসেন আমার লোকজনের টাকা নিয়ে পালিয়েছে। আমিও তাকে খুঁজছি।’
চৌগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক দেবাশীষ মিশ্র জয় বলেন, ‘আলী হোসেন আমার গ্রামের বাসিন্দা। তিনি একজন আন্তর্জাতিক প্রতারক। হাটের খবর আমি জানি। শুধু হাট নয় বিভিন্নভাবে এই আলী হোসেন বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছেন। সীমান্ত হাটের বিষয়টির সঙ্গে এসএম হাবিবুর রহমান এবং রফিকুল ইসলাম জড়িত ছিলেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১৯ ঘণ্টা আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে