জয়পুরহাট প্রতিনিধি
করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বিশ্বজুড়ে দিন দিন বাড়ছে। এদিকে করোনার সংক্রমণ বাংলাদেশে বাড়তে থাকায় বিধিনিষেধ জারি করেছে সরকার। কিন্তু জয়পুরহাটের সাধারণ মানুষের মাঝে সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। অন্যদিকে গতকাল জয়পুরহাট শহরের পশুর হাটে জনসমাগম দেখা যায়। হাটসহ সর্বত্রই মাস্ক না পরেই ঘুরছে মানুষ। এতে লঙ্ঘিত ও উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। হাট কর্তৃপক্ষ মাস্ক পরতে মাইকিং করলেও তা কেবল প্রচারেই সীমাবদ্ধ ছিল।
গত বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া বিধিনিষেধের কোনো প্রতিফলন জয়পুরহাটে দেখা যায়নি। গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহর ঘুরে দেখা গেছে, সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না মেনেই চলাচল করছেন। অধিকাংশ মানুষের মুখে নেই মাস্ক। শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়, পূর্ব বাজার, মাছুয়া বাজার, বাটার মোড়, রেললাইন হকার্স মার্কেট, নিউমার্কেট, পৌর মার্কেট, গরুর হাটে মাস্ক ছাড়াই চলাচল করছে মানুষ। এদিকে যাত্রীবাহী পরিবহনগুলোতেও গাদাগাদি করে বসে নিজ গন্তব্যে যান মানুষ।
মাস্ক না পরার কারণ হিসেবে সাধারণ মানুষের মত হলো, যেহেতু দেশে এখন মাস্ক পরার জন্য সরকারি কঠোর বিধিনিষেধ নেই, তাই তাঁরা মাস্ক পরছেন না। কেউবা বলছেন, তাঁরা করোনার দুই ডোজ টিকা নিয়েছেন। সে জন্য মুখে মাস্ক না পরেই তাঁরা চলাফেরা করছেন।
জয়পুরহাট শহরের নতুন হাটে গরু বিক্রি করতে এসেছিলেন জেলার কালাই উপজেলার আঁওড়া গ্রামের আনিসুর রহমানসহ একই গ্রামের আলম ও আলী হাসান। গরুর হাটে প্রচণ্ড ভিড় থাকা সত্ত্বেও মাস্ক না পরার কারণ জানতে চাইলে তাঁরা বলেন, এ ব্যাপারে কঠোর বিধিনিষেধ কার্যকর না থাকায় তাঁরা মাস্ক পরেননি।
নওগাঁ জেলার বদলগাছী থানার পারোলা গ্রামের তজিবর এবং একই থানার খাদাইল গ্রামের রেজাউল করিম নামের গরুর ব্যাপারীরা জানান, তাঁরা দুজনেই করোনার দুই ডোজ টিকা দিয়েছেন। তাই তাঁরা মোটামুটি করোনা থেকে শঙ্কামুক্ত। সে জন্যই মাস্ক পরেননি।
এদিকে জয়পুরহাটে শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে কেউ মারা যাননি। জেলায় করোনায় এ পর্যন্ত মোট মারা গেছেন ৬৪ জন। গতকাল শনিবার সিভিল সার্জন ওয়াজেদ আলী জানান, ২৪ ঘণ্টায় তিনটি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগেরসহ ৭৯টি নমুনার রিপোর্ট এসেছে। এতে করোনা শনাক্ত হয়েছে তিনজনের। একই সময়ে করোনা থেকে কেউ সুস্থ হননি। আক্রান্তের হার ৩ দশমিক ৮০ শতাংশ।
সিভিল সার্জন ওয়াজেদ আলী বলেন, ‘টিকা নিলেও প্রত্যেককে অবশ্যই মাস্ক পরতে হবে। কারণ, টিকা গ্রহণকারী ব্যক্তিও করোনায় আক্রান্ত হতে পারেন। তবে টিকা গ্রহণ করা থাকলে তাঁর বড় ধরনের ক্ষতি হওয়ার শঙ্কা কম থাকে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত হোসেন বলেন, ‘স্বাস্থ্যবিধি বিষয়ে ভবিষ্যতে কী নির্দেশনা আসবে, তা জানি না। তবে এ বিষয়ে জনগণকে সচেতন করার জন্য আমরা তৎপরতা চালাব এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব।’
করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বিশ্বজুড়ে দিন দিন বাড়ছে। এদিকে করোনার সংক্রমণ বাংলাদেশে বাড়তে থাকায় বিধিনিষেধ জারি করেছে সরকার। কিন্তু জয়পুরহাটের সাধারণ মানুষের মাঝে সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। অন্যদিকে গতকাল জয়পুরহাট শহরের পশুর হাটে জনসমাগম দেখা যায়। হাটসহ সর্বত্রই মাস্ক না পরেই ঘুরছে মানুষ। এতে লঙ্ঘিত ও উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। হাট কর্তৃপক্ষ মাস্ক পরতে মাইকিং করলেও তা কেবল প্রচারেই সীমাবদ্ধ ছিল।
গত বৃহস্পতিবার থেকে কার্যকর হওয়া বিধিনিষেধের কোনো প্রতিফলন জয়পুরহাটে দেখা যায়নি। গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহর ঘুরে দেখা গেছে, সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না মেনেই চলাচল করছেন। অধিকাংশ মানুষের মুখে নেই মাস্ক। শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়, পূর্ব বাজার, মাছুয়া বাজার, বাটার মোড়, রেললাইন হকার্স মার্কেট, নিউমার্কেট, পৌর মার্কেট, গরুর হাটে মাস্ক ছাড়াই চলাচল করছে মানুষ। এদিকে যাত্রীবাহী পরিবহনগুলোতেও গাদাগাদি করে বসে নিজ গন্তব্যে যান মানুষ।
মাস্ক না পরার কারণ হিসেবে সাধারণ মানুষের মত হলো, যেহেতু দেশে এখন মাস্ক পরার জন্য সরকারি কঠোর বিধিনিষেধ নেই, তাই তাঁরা মাস্ক পরছেন না। কেউবা বলছেন, তাঁরা করোনার দুই ডোজ টিকা নিয়েছেন। সে জন্য মুখে মাস্ক না পরেই তাঁরা চলাফেরা করছেন।
জয়পুরহাট শহরের নতুন হাটে গরু বিক্রি করতে এসেছিলেন জেলার কালাই উপজেলার আঁওড়া গ্রামের আনিসুর রহমানসহ একই গ্রামের আলম ও আলী হাসান। গরুর হাটে প্রচণ্ড ভিড় থাকা সত্ত্বেও মাস্ক না পরার কারণ জানতে চাইলে তাঁরা বলেন, এ ব্যাপারে কঠোর বিধিনিষেধ কার্যকর না থাকায় তাঁরা মাস্ক পরেননি।
নওগাঁ জেলার বদলগাছী থানার পারোলা গ্রামের তজিবর এবং একই থানার খাদাইল গ্রামের রেজাউল করিম নামের গরুর ব্যাপারীরা জানান, তাঁরা দুজনেই করোনার দুই ডোজ টিকা দিয়েছেন। তাই তাঁরা মোটামুটি করোনা থেকে শঙ্কামুক্ত। সে জন্যই মাস্ক পরেননি।
এদিকে জয়পুরহাটে শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে কেউ মারা যাননি। জেলায় করোনায় এ পর্যন্ত মোট মারা গেছেন ৬৪ জন। গতকাল শনিবার সিভিল সার্জন ওয়াজেদ আলী জানান, ২৪ ঘণ্টায় তিনটি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগেরসহ ৭৯টি নমুনার রিপোর্ট এসেছে। এতে করোনা শনাক্ত হয়েছে তিনজনের। একই সময়ে করোনা থেকে কেউ সুস্থ হননি। আক্রান্তের হার ৩ দশমিক ৮০ শতাংশ।
সিভিল সার্জন ওয়াজেদ আলী বলেন, ‘টিকা নিলেও প্রত্যেককে অবশ্যই মাস্ক পরতে হবে। কারণ, টিকা গ্রহণকারী ব্যক্তিও করোনায় আক্রান্ত হতে পারেন। তবে টিকা গ্রহণ করা থাকলে তাঁর বড় ধরনের ক্ষতি হওয়ার শঙ্কা কম থাকে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত হোসেন বলেন, ‘স্বাস্থ্যবিধি বিষয়ে ভবিষ্যতে কী নির্দেশনা আসবে, তা জানি না। তবে এ বিষয়ে জনগণকে সচেতন করার জন্য আমরা তৎপরতা চালাব এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে